শরীর তো অনেক দেখিয়েছেন এবার অভিনয়টা শিখুন, নেটিজেনদের তোপের মুখে দিশা
| Published : Mar 13 2020, 03:25 PM IST
শরীর তো অনেক দেখিয়েছেন এবার অভিনয়টা শিখুন, নেটিজেনদের তোপের মুখে দিশা
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
110
দিশার এই ছবি প্রকাশ্যে আসা মাত্রই নেটিজেনরা যেন রে রে করে গর্জে উঠেছেন।
210
দিশার এই পোশাক দেখেই কটাক্ষ শুরু হয়েছে নেটদুনিয়ায়।
310
কেউ বলতে শুরু করেছেন তিনি কি কখনওই ভদ্র পোশাক পরতে পারেন না।
410
করোনা আতঙ্কের মধ্যে যখন সারা বিশ্ব আতঙ্কে রয়েছেন তখন কীভাবে সেলিব্রিটিরা এই ধরনের পার্টি করতে পারেন।
510
কেউ আবার বলেছেন, অভিনয়টা এবার শিখুন, শরীর তো অনেক দেখালেন।
610
কেউ আবার বলেছেন, অভিনয়টা এবার শিখুন, শরীর তো অনেক দেখালেন।
710
কেউ কেউ আবার তাকে কিয়ারার সঙ্গেও তুলনা টেনেছেন।
810
দিশার এই পোশাক যে অত্যন্ত দৃষ্টিকটু তা সকলের মন্তব্যেই যেন প্রকাশ পেয়েছে।
910
কিছুদিন আগেই একটি ম্যাগাজিনের ফটোশ্যুটে রীতিমতো ঝড় তুলেছিলেন সোশ্যাল মিডিয়ায়। হট অবতারে পোশাকের ভিতর দিয়ে অন্তর্বাস দেখিয়ে লাইমলাইটের শীর্ষে পৌঁছে গিয়েছিলেন দিশা।
1010
বলিউডের ফিটনেস ফ্রিক অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন দিশা পাটানি।