- Home
- Entertainment
- Bollywood
- ৫০ ছুঁই ছুঁই, কখনও কাঁধ থেকে খুলে পরা পোশাকে স্পষ্ট বক্ষযুগল, কখনও আবার ক্লিভেজ ঝড়ে বোল্ড মালাইকা
৫০ ছুঁই ছুঁই, কখনও কাঁধ থেকে খুলে পরা পোশাকে স্পষ্ট বক্ষযুগল, কখনও আবার ক্লিভেজ ঝড়ে বোল্ড মালাইকা
- FB
- TW
- Linkdin
ফ্যাশন দুনিয়ায় মালাইকা আরোরা এমন এক নাম, যার স্টাইল স্টেটমেন্টে ঝড় ওঠে ভক্তমহলে। খোলামেলা হট লুক, মালাইকা মানেই এক ভিন্ন স্বাদের স্টাইল।
কখনও উন্মুক্ত ক্লিভেজ, কখনও আবার স্যুইমিং স্যুটে হট পোজ। মালাইকা মানেই এক টান টান উত্তেজনা। মডেলিং-এ যার জুরি মেলা ভার সেই স্টারই ৪৫-এর কোটা পেরিয়ে আজও হট লুকে ভাইরাল।
মালাইকার কাছে বয়স যেন কেবলই একটি সংখ্যা। নিটোল শরীর থেকে ঝড় যেন আগুন। আর সেই রূপেই তাক লাগাচ্ছেন মালাইকা।
সাহসী অভিনেত্রী হিসেবে বি-টাউনে তকমা রয়েছে তার। ছাইয়া ছাইয়া গার্লের ফ্যাশন স্টেটমেন্ট বরাবরই সাহসীকতার পরিচয় দিতে থাকেন তিনি।
আর এই ফিগার ধরে রাখতেই নিজেকে আমুল বদলে ফেলেছিলেন মালাইকা। একটা সময়ের পর কড়া ডায়েটে নিজেকে আটকে রেখেছিলেন অভিনেত্রী।
শরীরচর্চার দিকে দিয়েছিলেন কড়া নজর। প্রতিদিন জিমে গিয়ে শরীরচর্চা করে থাকেন তিনি। তার ছবিও ধরা পড়ে নেট দুনিয়ায়।
বর্তমানে অর্জুন কাপুরের সঙ্গে লিভ ইনের সম্পর্কেই রয়েছেন মালাইকা। যদিও বিয়ে নিয়ে মুখ খোলেননি তিনি। মডেলিং থেকে রিয়ালিটি শো, হাতে বেশি কিছু কাজ নিয়ে ব্যস্ততা তুঙ্গে এখন মালাইকার।
তারই মাঝে হট পোজে ঝড় তুলতে বিন্দু মাত্র পিছু পা হন না মালাইকা আরোরায কখনও বোল্ড কখনও আবার স্টানিং লুকে ঝড় নেট পাড়ায়।
সদ্য এমনই কিছু ছবি শেয়ার করে আবাররও সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নেন মালাইকা আরোরা। যা মুহূর্তে হয় ওঠে ভাইরাল।