- Home
- Entertainment
- Bollywood
- ফোকাসে কখনও গোপনাঙ্গের ট্যাটু, উঁকিমারা অন্তর্বাস, ক্লিভেজ থেকে শুধুই শার্ট, পোশাক বিতর্কে নুসরত
ফোকাসে কখনও গোপনাঙ্গের ট্যাটু, উঁকিমারা অন্তর্বাস, ক্লিভেজ থেকে শুধুই শার্ট, পোশাক বিতর্কে নুসরত
- FB
- TW
- Linkdin
বলিউডের হট ডিভা নুসরত। পর্দায় তাঁর হট লুই যেন এক কথায় ভাইরাল। তবে রিল লাইফ থেকেও দর্শকদের নজরে বেশি পড়েন নুসরত রিয়েল লাইফে।
একাধিকবার পোশাক বিতর্কে উঠে এসেছে নুসরতের নাম। রাতারাতি ভাইরাল হয়েছে ছবি। অ্যাওয়ার্ড শো-এর রেডকার্পেটে পোকাশ নির্বাচনে ঝড়।
আর একটু হলেই বেরিয়ে যেত গোপনাঙ্গ, সাবধানে পোজ দিলেন নুসরত, ক্যামেরার ফোকাসে ধরা পড়ল গোপনাঙ্গের ট্যাটু।
বিকিনি লুকে বরাবরই হিট নুসরত। তাঁর পার্ফেক্ট ফিগারের ম্যাজিক মুহূর্তে ছড়িয়ে পড়ে ভক্তমহলে। তাই তার ফলোয়ারের সংখ্যাও নেহাতই কম নয়।
কখনও বেরিয়ে আসছে স্তনযুগ, হটপোজ ও সিম্পল মেকআপ, এই রহস্যেই বাজিমাত নুসরতের। পোশাক নিয়ে তিনি এক্সপেরিমেন্ট করতে বরাবরই পছন্দ করেন।
এক অ্যাওয়ার্ড শো-তে ওয়ান পিস পরে বেজায় বিপাকে পড়েছিলেন নুসরত। চেয়ারে সবতেই ক্যামেরায় ধরা দিয়েছিল অন্তর্বাস।
একইভাবে আরও রেডকার্পেটে ভাইরাল নুসরত। লং ক্লিভেজে পাশ থেকে দেখা যাচ্ছে বক্ষযুগল, একের পর এক ক্লিকে ফ্রেমবন্দি হন নুসরত।
তাই হট লিস্টে হিট নুসরতের একাধিক ছবি, তার ভক্তদের মনে ঝড় তুলতে একটা উষ্ণ লুকে সেক্সি পোজই যেন যথেষ্ট এই বলিডিভার।
এবার ভাইরাল হলেন তিনি কেবলই শার্ট পরে। সম্প্রতি বান্দ্রায় ফ্রেমবন্দি হন নুসরত। পরনে কেবলই একটি সাদা শার্ট। নজরে পড়ল না হট প্যান্টও।
সেই ছবিতেই এখন মজেছে নেট দুনিয়া। নুসরতের সাহসী পোশাক নির্বাচন একদিকে যেমন ট্রোলের শিকার হয় তেমনই প্রশংসিত হয় ভক্তমহলে।