ঘনিষ্ঠ অবস্থায় ফ্রেমবন্দি রণবীর-দীপিকা, দেখা মাত্রই কী প্রতিক্রিয়া আলিয়ার
- FB
- TW
- Linkdin
রণবীর কাপুরের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক, সেখান থেকেই একে অন্যের প্রতি এক দুরত্ব তৈরি হওয়াস তবে সেই সম্পর্ক এখন অতীত।
উল্টে রণবীর কাপুর ও রণবীর সিং দুজনের সঙ্গেই এখন চুটিয়ে সম্পর্ক ব্যালন্স করছেন দীপিকা। একজনের সঙ্গে সৌজন্যতার খাতিরে বন্ধুত্ব অন্য জন্যের ঘরণী দীপিকা।
আর সম্পর্ক এতটাই সহজ হয়ে ওঠায় আলিয়ার সঙ্গে দীপিকার সম্পর্কও বেশ মজবুত হয়ে ওঠে। মাঝে মধ্যেই তাঁদের বাক্য বিনিময় করতে দেখা যায়।
দীপিকার সঙ্গে রণবীরের মধ্যে থাকা ঝামেলা এখন অতীত, তাই মাঝে মধ্যে এরা চার জনেই একে অন্যের সোশ্যাল পেজে টুকি মেরে থাকেন।
এবারও তার ব্যতিক্রম হল না। সম্প্রতি দীপিকার হট পোজ রণবীরের সঙ্গে ঝড় তুলল নেট মহলে।
তবে মুহূর্তে সেই উষ্ণ আলিঙ্গণই পরিণত হল ছোট বেলার স্মৃতিতে। রিংগা রিংগা রোজেস-এ মেতে এখন নেট মহল।
এই ভিডিও দেখা মাত্রই হেঁসে ফেললেন আলিয়া। লিখললেন হিলারিয়স। মুহূর্তে তা হয়ে উঠল ভাইরাল।
দীপিকা আর রণবীর এখন বিটাউনের নয়া কপিল ফ্যাশন স্টেটমেন্ট। তাঁদের সম্পর্ক যেন স্ক্রিপ্ট করে পার্ফেক্ট করে তোলা হয়েছে।
রিল ও রিয়েল লাইফে রোম্যান্স কাকে বলে, তার পার্ফেক্ট সংজ্ঞা হয়ে দাঁড়েয়েছে এখন এই জুটি।