- Home
- Business News
- Other Business
- একধাক্কায় সমস্ত রেকর্ড ভেঙে ফের উর্ধ্বমুখী সোনা, ৭ বছরে সর্বোচ্চ দাম বাড়ল রূপোরও
একধাক্কায় সমস্ত রেকর্ড ভেঙে ফের উর্ধ্বমুখী সোনা, ৭ বছরে সর্বোচ্চ দাম বাড়ল রূপোরও
- FB
- TW
- Linkdin
আজ নয়া রেকর্ড গড়ল সোনার দাম। মহাসঙ্কট পরিস্থিতিতে যেভাবে অর্থনৈতিক বাজারে মন্দা দেখা দিয়েছে তার জেরে সোনার দাম আরও বাড়বে বলেই আশা করাই হচ্ছে। আবারও ৫০ হাজার ছুঁল সোনার দাম।
দিনের শুরুতেই ১০ গ্রাম পাকা সোনার দাম গিয়ে দাঁড়িয়েছে ৪৯, ৯৯৬ টাকা। ২০২০ সালে ২৮ শতাংশ লাভ হয়েছে।
অন্যদিকে ক্রমাগত দাম বৃদ্ধির ফলে ভারতের খুচরো বাজারে কমেছে সোনার চাহিদা। বিশ্ববাজারে আজ অর্থাৎ বুধবার ১ শতাংশেরও বেশি বাড়ল সোনার দাম।
গত ৯ বছরে সর্বোচ্চ দাম বৃদ্ধি দেখল বিশ্ব বাজার। ভারতের সোনা আমদানি ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে জুন মাসে কোয়ার্টারে কমেছে ৯৬ শতাংশ। এই কোয়ার্টারে মাত্র ১৩ টন সোনা আমদানি করা সম্ভব হয়েছে।
চলতি বছরে এপ্রিল এবং মে মাসে শিপমেন্ট বন্ধ হয়ে যাওয়াতেই এই পতন দেখা দিয়েছে সোনার বাজার।
তবে শুধু সোনার বাজারেই নয়, একধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে রূপোর দামও। গত ৭ বছরে এটাই সর্বোচ্চ দাম বৃদ্ধি রূপোর। প্রতি কেজির রূপোর দাম ৫০ হাজারের গন্ডি পেরিয়ে বেড়ে দাঁড়িয়েছে ৬০,৭৮২ টাকা।
গত সপ্তাতেও কলকাতার পাইকারি বাজারে ৫০ হাজার টাকা ছুঁইছঁই ছিল সোনার দাম। সেই সঙ্গে রূপোর দামও ছিল আগুন।
করোনা সংক্রমণ যেভাবে দ্রুত হারে বাড়ছে ঠিক তেমনই পাল্লা দিয়ে বেড়েই চলেছে সোনা-রূপোর দাম।
সমীক্ষায় দেখা গেছে, সারা বিশ্বে যে দেশগুলি সোনা সঞ্চয় করে রাখে তার মধ্যে প্রথমসারিতে রয়েছে ভারতের নাম। ভারতীয় পরিবারগুলিতে সঞ্চয়ের দুই তৃতীয়াংশ সোনা এবং রিয়েল এস্টেটে বিনিয়োগ করে। তবে যে হারে সোনার দাম বেড়েছে, তাতে ভবিষ্যতে সোনা কেনা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে মধ্যবিত্তের কপালে।
দাম বাড়া কমার অনিশ্চয়তার মধ্যেও সোনাই এখন সবথেকে সুরক্ষিত অপশন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এই সময়টাতেই সোনায় ইনভেস্ট করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। চলতি বছরে সোনার দাম এমনিতেই ৫০ হাজার পেরিয়েছে। আগামীতে ৬০ হাজার হওয়ারও সম্ভাবনা রয়েছে।