বাজারে ছেয়ে গেছে জাল নোট, কীভাবে চিনবেন নকল ২০০০ টাকা
- FB
- TW
- Linkdin
জাল নোটে ভরে গিয়েছে বাজার। পাকিস্তান থেকে ২০০, ৫০০, ২০০০-এর জাল নোট আসছে ভারতে। এবং এই তিন ধরনের জাল নোট উদ্ধারের ক্ষেত্রে গুজরাট এক নম্বরে।
ইতিমধ্যেই ১২ কোটি টাকারও বেশি জাল নোট ধরা পড়েছে গুজরাটে। তার মধ্যে পশ্চিমবঙ্গে ১০ কোটি, এবং পাঞ্জাবে ৫০ লক্ষ টাকার নোট উদ্ধার করা হয়েছে।
সম্প্রতি সাধারণ মানুষকে সচেতন করতে আরবিআই বেশ কিছু তথ্য দিয়েছেন। যার ফলে আসল ও নকল নোট চিনতে পারবেন সহজেই।
এই বৈশিষ্ট্যগুলি মাথায় রাখলেই সহজেই জাল নোটের জালিয়াতি সহজেই ধরে ফেলতে পারবেন।
২০০০ নম্বরটির মধ্যে একটি লুকনো ছবি রয়েছে। যেটা দেবনাগরী হরফে ২০০০ সংখ্যাটি লেখা থাকবে। তার মাঝেই থাকবে মহাত্মা গান্ধীর ছবি। ছোট হাতের অক্ষরে ভারত ও ইন্ডিয়া লেখা থাকবে।
নোটের সামনের দিকে আরবিআই, ২০০০, ভারত লেখা থাকবে। নোটটি একসাইডে কাত করলেই থ্রেডের রং সবুজ থেকে নীল হয়ে যাবে।
এবং ডানদিকে নিচের ২০০০ লেখাটি সবুজ থেকে নীল রঙে পরিবর্তন হয়ে যাবে।
নোটের বাম দিকে মুদ্রণের বছর থাকবে। এছাড়াও স্বচ্ছ ভারতের লোগো এবং মঙ্গলযানের স্লোগান।
মহাত্মা গান্ধীর ছবির ডানদিকে গর্ভনরের স্বাক্ষর সহ আরবিআই-এর সিল থাকবে।