- Home
- Business News
- Other Business
- সর্বনাশ, চোখের পলকেই ফাঁকা অ্যাকাউন্ট, অনলাইন জালিয়াতির সুরক্ষায় মেনে চলুন SBI-এর সতর্কতা
সর্বনাশ, চোখের পলকেই ফাঁকা অ্যাকাউন্ট, অনলাইন জালিয়াতির সুরক্ষায় মেনে চলুন SBI-এর সতর্কতা
অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অনলাইন প্রতারণা ক্রমশই বেড়েই চলেছে। প্রতিনিয়ত কেউ না কেউ এর শিকার। চোখের পলক সরতেই গায়েব টাকা। একটু অসতর্ক হলেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাবা বসাচ্ছে জালিয়াতিরা। মহাসঙ্কট পরিস্থিতিতে নিজেদের গ্রাহকদের বাঁচাতে এবং আর্থিক সমস্যার থেকে রক্ষা করতে এই সুরক্ষাকবচ দিয়েছে এসবিআই। এবার কোটি কোটি গ্রাহকদের টাকা সুরক্ষিত রাখার অ্যালার্ট জারি করেছে দেশের সবথেকে বড় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া।
| Published : Jun 15 2021, 09:52 AM IST
- FB
- TW
- Linkdin
বর্তমান পরিস্থিতিতে খুব কঠিন সময়ের মধ্য দিয়ে সকলেই যাচ্ছে। আর এই মুহূর্তে সবথেকে বেশি ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা বাড়ছে। কখন নিজের অজান্তে বিপদ ঘটে যায় তা কেউই টেরই পায় না।
অনলাইনের মধ্যে প্রতারণার শিকার হয়েছে লক্ষ লক্ষ মানুষ। মহাসঙ্কট পরিস্থিতিতে নিজেদের গ্রাহকদের বাঁচাতে এবং আর্থিক সমস্যার থেকে রক্ষা করতে এই সুরক্ষাকবচ দিয়েছে এসবিআই।
ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অনলাইন প্রতারণা ক্রমশ বেড়েই চলেছে। প্রতিনিয়ত কেউ না কেউ এর শিকার। কোটি কোটি গ্রাহকদের টাকা সুরক্ষিত রাখার অ্যালার্ট জারি করেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া।
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার পক্ষ থেকে একটি টুইট করে গ্রাহকদের সতর্ক করা হয়েছে। টুইটে জানানো হয়েছে, যে কোনও সরকারি আধিকারিক, পুলিস বা কেওয়াইসি আপডেটের নাম নিয়ে গ্রাহকদের সবথেকে বেশি বোকা বানাচ্ছে এই জালিয়াতরা। এই বিষয়গুলি নিয়ে গ্রাহকদের সতর্ক থাকতে বলেছে এসবিআই।
কোনও অজ্ঞাত ব্যক্তির ফোন আসলে ভুল করেও সেই ব্যক্তিকে জন্ম সংক্রান্ত ডিটেলস, ডেবিট কার্ডের পিনন ম্বর , ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের আইডি-পাসওয়ার্ড, ওটিপি বা অন্য কোনও ব্যক্তিগত তথ্য দেবেন না।
সরকারি আধিকারিক, পুলিস বা কেওয়াইসি আপডেটের নামে যদি কোনও ফোন আসে সেক্ষেত্রেও ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে সতর্ক থাকতে হবে।
এসবিআই-এর পক্ষ থেকে গ্রাহকদের ভেরিফায়েড অ্যাপ ডাউনলোডের পরামর্শ দেওয়া হয়েছে। কোনও অ্যাপ ইনস্টল করার আগে ভাল করে সেই অ্যাপ সম্বন্ধে জেনে নিন। কোনও নতুন অ্যাপকে পারমিশন দেওয়ার আগে ভাল মতোন চেক করে নিন।
অজ্ঞাত মেসেজ বা ইমেল আইডি থেকে আসা লিঙ্ক থেকে কোনও মতোই কোনও অ্য়াপ ডাউনলোড করবেন না এবং সোশ্যাল মিডিয়া, ইমেল বা এসএমএস-এর মাধ্যমে আসা কোনও আকর্ষণীয় অফার এড়িয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ।
এসবিআই-এর পক্ষ থেকে গ্রাহকদের ভেরিফায়েড অ্যাপ ডাউনলোডের পরামর্শ দেওয়া হয়েছে। কোনও অ্যাপ ইনস্টল করার আগে ভাল করে সেই অ্যাপ সম্বন্ধে জেনে নিন। কোনও নতুন অ্যাপকে পারমিশন দেওয়ার আগে ভাল মতোন চেক করে নিন।
ফরওয়ার্ড করা ম্যাসেজের লিঙ্ক ভুলেও খুলবেন না। এছাড়াও অ্যাপের মধ্যে ডেবিট বা ক্রেডিট কার্ডের কোনও ডিটেলস সেভ করবেন না। স্মার্টফোন নিয়মিত আপডেট রাখুন।