- Home
- Business News
- Other Business
- বিশ্বের কোন ১০টি দেশে মজুদ রয়েছে সবথেকে বেশি সোনা, কোথায় দাঁড়িয়ে ভারত - জানেন কি
বিশ্বের কোন ১০টি দেশে মজুদ রয়েছে সবথেকে বেশি সোনা, কোথায় দাঁড়িয়ে ভারত - জানেন কি
- FB
- TW
- Linkdin
বিশ্বের সবথেকে বড় অর্থনীতির দেশ আমেরিকা। ২০২১ সালের হিসাব অনুযায়ী জিডিপি প্রায় সাড়ে ২০ ট্রিলিয়ন মার্কিন ডলার। মার্কিন যুক্তরাষ্ট্রেই (United States) সবথেকে বেশি সোনার মজুদ আছে। তালিকায় প্রথম স্থানে থাকা দেশটিতে সোনা রয়েছে ৮,১৩৩.৪৭ টন!
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি (Germany)। বিশ্বের চতুর্থ বড় অর্থনীতির দেশ, জিডিপি ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার। জার্মানদের হাতে মোট সোনা রয়েছে ৩,৩৫৯.০৯ টন।
২,৪৫১.৮৪ টন সোনার মজুদ নিয়ে, এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইতালি (Italy)। দক্ষিণ ইউরোপের এই দেশ, বিশ্বের সবথেকে বড় অর্থনীতিগুলির তালিকায় রয়েছে ৮ নম্বরে। ২০২১ সালের হিসাব অনুযায়ী, তাদের মোট দেশীয় উৎপাদন ২.০৭ ট্রিলিয়ন মার্কিন ডলার।
অর্থনীতির দিক থেকে বর্তমানে বিশ্বের ষষ্ঠ বড় দেশ ফ্রান্স (France)। ২০২১ সালের হিসাবে জিডিপি ২.৭৮ ট্রিলিয়ন মার্কিন ডলার। তালিকায় চার নম্বরে থাকা ফ্রান্সের হাতে সোনা মজুদ রয়েছে ২,৪৩৬.৩৫ টন।
ইউক্রেনের সঙ্গে যুদ্ধের (Ukraine Russia Crisis) ফলে, বর্তমানে রাশিয়ার অর্থনীতির টালমাটাল (Russian Economy) অবস্থা চলছে। আমেরিকা ও ইউরোপের দেশগুলি-সহ বহু দেশ মস্কোর সঙ্গে (Moscow) বাণিজ্যিক সম্পর্ক ত্যাগ করেছে। জারি করেছে বিবিধ আর্থিক নিষেধাজ্ঞা। ২০২১ সালে বিশ্বের ১০টি বৃহৎ অর্থনীতির দেশের তালিকাতেও নেই ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) দেশ। তবে, এই অর্থনীতির দুরবলতা কাটাতে তাদের সহায়ক হতে পারে মজুদ থাকা সোনা। বর্তমানে, সোনার মজুদের দিক থেকে বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া এবং তাদের হাতে রয়েছে ২,২৯৮.৫৩ টন সোনা।
অর্থনৈতিক দিক থেকে বর্তমানে আমেরিকাকে টক্কর দিতে চাইছে বেজিং (Beijing)। ১৩.৪ ট্রিলিয়ন মার্কিন ডলার ডিজিপি নিয়ে এখন চিন (China) বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ। তবে, তারা এই প্রতিযোগিতায় শি জিনপিং-এর আরও একটু সুবিধা হতে পারত, যদি হাতে আরেকটু বেশি সোনা থাকত। ১,৯৪৮.৩১ টন সোনার মজুদ নিয়ে চিন রয়েছে এই তালিকায় ষষ্ঠ স্থানে।
ছোট্ট পাহাড়ি দেশ সুইজারল্যান্ড (Switzerland)-এর উৎপাদন বেশি না হলেও, সেই তুলনায় ১,০৪০ টন সোনার বিশাল মজুদ রয়েছে এই দেশের হাতে। ব্যাঙ্কের জন্য বিখ্য়াত এই দেশ সোনা মজুতের তালিকায় রয়েছে সাত নম্বরে।
প্রযুক্তি ক্ষেত্রে দুর্দান্ত সাফল্যের জোরে দ্রুত এগোচ্ছে জাপানের (Japan) অর্থনীতি। আইএমএফ-এর (IMF) হিসাব অনুযায়ী বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতি এখন জাপান, জিডিপি ৪.৯৭ ট্রিলিয়ন মার্কিন ডলার। স্বর্ণ মজুদের ক্ষেত্রে সামুরাইদের দেশ রয়েছে অষ্টম স্থানে। টোকিওর (Tokyo) হাতে সোনা রয়েছে ৮৪৫.৯৭ টন।
মাত্র কয়েকদিন আগেও, বিশ্বের সবথেকে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ ছিল ভারত। আমাদের দেশ এখন বিশ্বের সপ্তম বড় অর্থনীতির দেশ। ২০২১ সালের জিডিপি ছিল ২.৭২ ট্রিলিয়ন মার্কিন ডলার। বিশাল দেশ হলেও, আমাদের দেশে সোনা মজুত আছে মাত্র ৭৪৩.৮৩ টন। সোনার মজুদের সেরা ১০ দেশের তালিকায় ভারত রয়েছে নবম স্থানে।
সোনা মজুতের নিরিখে সেরা দশ দেশের তালিকার শেষ দেশটি হল আরও একটি ইউরোপীয় দেশ, নেদারল্যান্ডস (Netherlands)। বিশ্বের সেরা ১০ অর্থনীতির একটি না হতে পারলেও, ডাচদের হাতে সোনা মজুদ আছে ৬১২.৪৫ টন।