এশিয়া কাপের ইতিহাসে ভারতীয় ক্রিকেটারদের এমন কিছু রেকর্ড, যা অনেকের অজানা
- FB
- TW
- Linkdin
টেস্ট এবং ওয়ানডেতে সর্বকালের শীর্ষস্থানীয় রান সংগ্রাহক কিংবদন্তি সচিন তেন্ডুলকার এশিয়া কাপে ভারতের হয়ে সব থেকে বেশি রান সংগ্রাহকের শীর্ষে রয়েছেন। এশিয়া কাপে ৯৭১ রান করেছেন সচিন। তার গড় ৫১-র বেশি, দুটি শতরান এবং সাতটি অর্ধশতরান রয়েছে। ২০১২ সালে এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে কেরিয়ারের শততম শতরান করেছিলেন সচিন।
দীর্ঘ প্রায় আড়াই দশকের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের মতই এশিয়া কাপেও ভারতীয়দের মধ্যে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডও রয়েছে সচিন তেন্ডুলকরের ঝুলিতে। ভারতীয়দের মধ্যে এশিয়া কাপ সর্বাধিক ২৩টি ম্যাচ খেলেছেন মাস্টার ব্লাস্টার।
প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির আন্তর্জাতিক ক্রিকেটে রানের দাপট এশিয়া কাপেও অব্যাহত রয়েছে। কোহলিই একমাত্র ভারতীয় ব্যাটার যিনি এশিয়া কাপে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি করেছেন।
এশিয়া কাপে ভারতীয় ক্রিকেটারদের এক ম্যাচে সর্বাধিক স্কোরের রেকর্ডও রয়েছে বিরাট কোহলির ঝুলিতে। ওয়ানডেতে তার কেরিয়ারের সেরা ১৮৩ রানের ইনিংস এই এশিয়া কাপের মঞ্চে ২০১২ সালে পাকিস্তানের বিরুদ্ধে।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি এশিয়া কাপের র ইতিহাসে সবথেকে বেশি ম্যাচে অধিনায়কত্ব করেছেন। মোট ১৪টি ম্যাতে টিম ইন্ডিয়াকে এশিয়া কাপের মঞ্চে নেতৃত্ব দিয়েছেন এমএস ধোনি।
এশিয়া কাপের মঞ্চে সর্বাধিক ম্যাচে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি এমএস ধোনি ঝুলিতে রয়েছে আরও একটি রেকর্ড। এশিয়া কাপে উইকেটের পছনে দাঁড়িয়ে সর্বাধিক ৩৬টি শিকার করেছেন এমএসডি।
এক মরসুমে ভারতের হয়ে মোট সর্বাধিক রান করার কৃতিত্ব কোহলি বা সচিনের নয়, বা মহেন্দ্র সিংহ ধোনিরও নয়। সেই রেকর্ডের মালিক সুরেশ রায়না। এশিয়া কাপের এক মরসুমে ভারতীয়ের মধ্যে সর্বাধিক ৩৭২ রান করেছিলেন সুরেশ রায়না।
এশিয়া কাপের ইতিহাসে ভারতীয়দের মধ্যে সবথেকে সফল বোলার হলেন ইররফান পাঠান। তার ঝুলিতেও রয়েছে দুটি উইকেট। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ২২টি উইকেট নেওয়ার পাশাপাশি এক মরসুমে ১৪টি উইকেট নেওয়ার রেকর্ডও রয়েছে পাঠানের ঝুলিতে।