- Home
- Sports
- Cricket
- IPL 2021 - ক্লিভেজ বেয়ে নামছে জলের ফোঁটা, চিয়ারলিডাররা একেকজন যেন হটনেসের অবতার, দেখুন
IPL 2021 - ক্লিভেজ বেয়ে নামছে জলের ফোঁটা, চিয়ারলিডাররা একেকজন যেন হটনেসের অবতার, দেখুন
চলতি আইপিএল-এ নেই আইপিএল-এর অবিচ্ছেদ্য অঙ্গ চিয়ারলিডাররা। ২০০৮ সালে প্রথম আইপিএল-এর দিন থেকেই মাঠে উষ্ণ উপস্থিতি থাকে, বিভিন্ন দলের চিয়ারলিডারদের। গত ১৪ বছরে তাদের নিয়ে অনেক বিতর্কও হয়েছে। তারপরও, আইপিএল হচ্ছে, অথচ চিয়ারলিডাররা নেই, মাঠ কেমন ফাঁকা ফাঁকা লাগে। আইপিএল ২০২১-এর দ্বিতীয় পর্ব হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহিতে। সেখানে করোনা বিধি মেনে সীমিত সংখ্যক দর্শকদের মাঠে ফিরতে দেওয়া হয়েছে, কিন্তু, চিয়ারলিডারদের ফেরানো হয়নি। এই অবস্থায় দেখে নেওয়া যাক গত ১৪ বছরের আইপিএল চিয়ারলিডারদের উষ্ণতম ২০ মুহূর্ত -
- FB
- TW
- Linkdin
২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এবং চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) মধ্যে আইপিএল টি-টোয়েন্টি ম্যাচের সময় চিয়ারলিডাররা নাচছে।
২০১২ সালে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ডেকান চার্জার্স (Deccan Chargers) এবং কিংস ইলেভেন পাঞ্জাবের (Kings XI Punjab) মধ্যে আইপিএল টি -টোয়েন্টি ক্রিকেট ম্যাচ শুরুর আগে চিয়ারলিডাররা পারফর্ম করছে।
২০০৯ ডারবানের কিংসমিড ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল টি -টোয়েন্টি -তে কিংস ইলেভেন পাঞ্জাব (Kings XI Punjab) এবং রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) মধ্যে ম্যাচের সময় চিয়ারলিডাররা বিনোদন দিচ্ছে।
২০১২ সালে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাব (Kings XI Punjab) এবং দিল্লি ডেয়ারডেভিলসের (Delhi Daredevils) মধ্যে আইপিএল টুয়েন্টি ২০ ক্রিকেট ম্যাচ চলাকালীন দিল্লি ডেয়ারডেভিলসের চিয়ারলিডাররা পারফর্ম করছে।
২০১২ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) এবং মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) মধ্যে আইপিএল টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ শুরুর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের চিয়ারলিডাররা একটি জনপ্রিয় বলিউড গানের সঙ্গে নাচছে।
২০১৫ সালে চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) এবং দিল্লি ডেয়ারডেভিলসের (Delhi Daredevils) মধ্যে আইপিএল টি -টোয়েন্টি ক্রিকেট দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের পর ক্যান খুলে সিএসকের চিয়ারলিডাররা দলের জয় উদযাপন করছে।
২০১২ সালে জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) মধ্যকার ম্যাচের সময় কলকাতা নাইট রাইডার্সের চিয়ার লিডার পারফর্ম করছে।
আইপিএল ২০০৯ -এ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে পারফর্ম করছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Chalangers Bangalore) ক্রিকেট দলের চিয়ারলিডাররা।
কিংস ইলেভেন পাঞ্জাবের (King's XI Punjab) চিয়ারলিডাররা আইপিএল ২০০৯-এ ডারবানের কিংসমিড ক্রিকেট স্টেডিয়ামে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে ম্যাচের সময় পারফর্ম করছে।
ন ২০১০ সালে টুর্নামেন্ট শুরুর আগে দিল্লির পাহাড়গঞ্জের এক হোটেলে ফোচোশুটে আইপিএল চিয়ারলিডাররা। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে থেকেই এর গ্ল্যামার বাড়িয়ে দেয় তারা।
দক্ষিণ আফ্রিকার ডারবানের কিংসমিড স্টেডিয়ামে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যে আইপিএল ম্যাচের আগে চিয়ারলিডার্সরা।
ডেকান চার্জার্স বনাম কলকাতা নাইট রাইডার্সের মধ্যে আইপিএল টি -টোয়েন্টি ক্রিকেট ম্যাচে বৃষ্টি হওয়ার পর, ডেকান চার্জার্সের এক চিয়ারলিডার তাদের প্ল্যাটফর্ম থেকে জল পরিষ্কার করছে।
২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে আইপিএল টি-টোয়েন্টি ম্যাচের সময় চিয়ারলিডাররা নাচছে।
২০০৯ সালে ডারবানের কিংসমিডে কলকাতা নাইড রাইডার্স বনাম রাজস্থান কিংস ইলেভেন পঞ্জাবের মধ্যে ম্যাচের সময় নাইট চিয়ারলিডাররা নাচছে।
২০১২ সালে ভারতের বিশাখাপত্তনমে চেন্নাই সুপার কিংস এবং ডেকান চার্জারের মধ্যে আইপিএল ম্যাচ চলাকালীন ডেকান চার্জার্স চিয়ারলিডাররা পারফর্ম করছে।
নাচের মাঝে অরেঞ্জ আর্মি অর্থাৎ সানরাইজার্স হায়দরাবাদের চিয়ারলিডাররা। এরা মাঠে না থাকলে আইপিএল ক্রিকেট হয় প্রাণশূন্য।
২০১১ সালে কোচি টাস্কার্স-এর বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের ফিল্ডার ইকবাল আবদুল্লাহ ক্যাচ নেওয়ার সময় উচ্ছ্বাস প্রকাশ করছে নাইটদের চিয়ারলিডাররাও।
২০১১ সালের নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে দিল্লি ডেয়ারডেভিলস এবং কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যে আইপিএল টি -টোয়েন্টি ম্যাচের সময় কিংস ইলেভেন পাঞ্জাবের চিয়ারলিডাররা পারফর্ম করছে।
২০১২ সালের কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডস এবং মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে ম্যাচ চলাকালীন গরম থেকে বাঁচার চেষ্টা করছে মুম্বাই ইন্ডিয়ান্সের চিয়ারলিডাররা।
২০১২ সালে ভারতের বিশাখাপত্তনমে চেন্নাই সুপার কিংস এবং ডেকান চার্জারের মধ্যে আইপিএল ম্যাচ চলাকালীন ডেকান চার্জার্স চিয়ারলিডাররা পারফর্ম করছে।