83 Movie, কপিল-রোমি থেকে গাভাসকর-শাস্ত্রী, দেখুন রিয়েল ও রিল লাইফের তারকাদের ছবি
- FB
- TW
- Linkdin
কপিল দেব
অভিনেতা- রণবীর কাপুর
ছবিতে কপিল দেবের ভূমিকায় অভিনয় করছেন রণবীর সিং, আর রণবীরের স্ত্রী দীপিকা পাড়ুকোন তাঁর স্ত্রী রোমি দেবের ভূমিকায় অভিনয় করছেন। ছবিতে রণবীর কাপুরের লুকস থেকে শরীরি ভাষা পুরো অবিকল কপিল দেব। যা সর্বত্র প্রশংসীত হয়েছে।
কৃষ্ণমাচারী শ্রীকান্ত
অভিনেতাঃ জিভা
ভারতীয় ক্রিকেটার কৃষ্ণমাচারী শ্রীকান্তের ভূমিকায় অভিয়ন করছেন জিভা। যার লুকসও অনেকটাই অবিকল শ্রীকান্তের মত। তার হাভভাব, স্বভাব, আচার-আচরণ সব কিছুই একইরকম নিয়ে এসেছেন জিভা।
রবি শাস্ত্রী
অভিনেতা: ধৈর্য করবা
এই সিনেমায় ভারতীয় দলের তৎকালীন অলরাউন্ডার রবি শাস্ত্রী ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেতা ধৈর্য করবাকে। তিনিও পর্দায় রবি শাস্ত্রীর চরিত্র ফুটিয়ে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। তার কাজও সর্বত্র প্রশংসিত হচ্ছে।
দিলীপ বেঙ্গসরকার
অভিনেতাঃ আদিনাথ কোঠারে
ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান দিলীপ বেঙ্গসরকারের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা আদিনাথ কোঠারেকে। বেঙ্গসরকারের মত ব্যাটিং স্টাইল অবিকল ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন আদিনাথ। লুকসের উপর কাজ করেছেন তিনি।
উইকেটরক্ষক সৈয়দ কিরমানি
অভিনেতাঃ সাহিল খাট্টার
৮৩ বিশ্বকাপ জয়ী দলে উইকেট রক্ষক ছিলেন সৈয়দ কিরমানি। তার ভূমিকায় অভিনয় করছেন সাহিল খট্টর। যাকে বব় পর্দায় অবিকল ৮৩ বিশ্বজয়ী কিরমানির মতই লেগেছে। উইকেটের পেছনে যথেষ্ট পরিশ্রম করেছেন তিনিও
বলবিন্দর সিং সান্ধু
অভিনেতা: অ্যামি ভির্ক
৮৩ ছবিতে তৎকালীন ভারতীয় দলের পেস বোলার বলবিন্দর সিং সান্ধুর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা অ্যামি ভির্ক। বড় পর্দায় সেই চরিত্র ফুটিয়ে তুলতে যথেষ্ট মেহত করতে হয়েছে অ্যামি ভির্ককে।
কীর্তি আজাদ
অভিনেতাঃ দিনকর শর্মা
বিশ্বজয়ী ভারতীয় দলের আরও এক তারকা ছিলেন কীর্তি আজাদ। যিনি বিশ্বকাপে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তার জায়গায় অভিনয় করছেন অভিনেতা দিনকর শর্মা। তার লুকসো অনেকটাই অবিকল হয়েছে।
যশপাল শর্মা
অভিনেতাঃ যতীন সরনা
দলের অপর গুরুত্বপূর্ম প্লেয়ার ছিলেন যশপাল শর্মা। তিনিও কপিল দেবের দলের হয়ে প্রতিযোগিতায় নিজের সেরাটা উজার করে দিয়েছিলেন। যশপাল শর্মার ভূমিকায় বড় পর্দায় অভিনয় করছেন যতীন সরনা।
মদনলাল
অভিনেতা: হার্ডি সান্ধু
গায়ক হার্ডি সান্ধু এই ছবিতে মাদল লালের ভূমিকায় অভিনয় করছেন এবং তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন – আমি খুব খুশি যে এই ছবিটি শীঘ্রই আপনাদের সবার সামনে আসতে চলেছে। আমরা সবাই এই ছবিটির জন্য ২ বছর ধরে অপেক্ষা করছিলাম।
সুনীল গাভাস্কার
অভিনেতাঃ তাহির রাজ ভাসিন
ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম কিংবদন্তী ব্যাটসম্যান ও ৮৩-র বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তারকা সুনীল গাভাসকর। বড় পর্দায় তার ভূমিকায় অভিনয় করথেন তাহির রাজ ভাসিন। নিজেকে গাভাসকর রূপে ফুটিয়ে তুলতে কোনও খামতি রাখেননি তিনি।
সন্দীপ পাতিল
অভিনেতাঃ চিরাগ পাতিল
ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান সন্দীপ পাতিলের ভূমিকায় বড়পর্দায় দেখা যাবে অভিনেতা চিরাগ পাতিলকে। লুকস থেকে শুরু করে ব্যাটিং স্টাইল সব কিছুর পছনেই অক্লান্ত পরিশ্রম করেছেন চিরাগ পাতিল।
মহিন্দর অমরনাথ
অভিনেতাঃ সাকিব সেলিম
১৯৮৩ বিশ্বকাপে ভারতীয় দলের জয়ে যে সকল তারকারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন মহিন্দর অমরনাথ। তার ভূমিকা বড় পর্দায় ফুটিয়ে তুলেছেন সাকিব সেলিম।
সুনীল ভালসন
অভিনেতাঃ আর বদ্রী
১৯৮৩ সালের কপিল দেবের বিশ্বকাপ জয়ী লের সদস্য ছিলেন সুনীল ভালসন। যদিও তার নাম খুব একটা শোনা যায়না। ভারতীয় দলের সেই ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে আর বদ্রীকে।
রজার বিনি
অভিনেতা: নিশান্ত দাহিয়া
১৯৮৩ বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের অন্যতম তারকা প্লেয়ার ছিলেন রজার বিনি। তার জায়গায় বড় পর্দায় অভিনয় করছেন নিশান্ত দাহিয়া। রজারা বিনির মত অবিকল লুক থেকে বোলিং ডেলিভারি সব কিছুই নিয়ে এসেছেন তিনি।
পিআর মানসিংহ
অভিনেতাঃ পঙ্কজ ত্রিপাঠী
১৯৮৩ সালে ভারতীয় দলের ম্যানেজারের ভূমিকায় ছিলেন প্রাক্তন ক্রিকেটার ও প্রশাসক পিআর মানসিং। মাঠের বাইরে যার কাজও খুব একটা সহজ ছিলনা। তাঁর ভূমিকায় বড় পর্দায় রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী।