পরিবারের সঙ্গে বসে ছবি দেখার প্ল্যান, এই সিনেমাগুলো ভুলেও তালিকায় রাখবেন না
First Published Dec 11, 2020, 2:54 PM IST
অধিকাংশরই লকডাউনের পর বাড়িতেই সময় কাটছে। পরিবারের সদস্যদের সময়ও দেওয়া যাচ্ছে বেশ কিছুটা। এমন সময় ছুটির দিনে সকলেই বাড়িতে বন্দি। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে সেভাবে বেরনো নয়। এমন সময় বাড়িতে বসে সকলের সঙ্গে একটা সিনেমা দেখার প্ল্যানও থাকতে পারে। কিন্তু কোন সিনেমা সকলকে নিয়ে দেখবেন তা ঠিক করার আগে জেনে রাখুন কোন কোন ছবিকে তালিকা থেকে বাদ রাখবেন।

সেন্সর বোর্ড একাধিক ছবিতে ইতিমধ্যেই কাঁচি চালিয়ে বুঝিয়ে দিয়েছে পরিবারের সঙ্গে কোন কোন ছবি দেখা যায় আর কী কী দেখা যায় না। যার মধ্যে ব্যান হওয়া অন্যতম ছবি গান্ডু দ্য লুজার। ওরাল সেক্স সিনে ভরপুর এই ছবির পরিচালনায় ছিলেন কিউ।

ব্যান্ডিট কুইন হল ফুলন দেবীর জীবনী নিয়ে তৈরি ছবি। এই ছবিতে একাধিক সেক্সের দৃশ্য থাকার কারণে তা ব্যান করে দেওয়া হয়।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন