প্রয়াত কিংবদন্তি নাট্যকার গিরিশ করনাড! ছবিতে ফিরে দেখা তাঁকে
| Published : Jun 10 2019, 12:46 PM IST / Updated: Jun 10 2019, 01:12 PM IST
প্রয়াত কিংবদন্তি নাট্যকার গিরিশ করনাড! ছবিতে ফিরে দেখা তাঁকে
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
113
পুরো নাম- গিরিশ রঘুনাথ করনাড জন্ম- ১৯ মে ১৯৩৮। ছবি সৌজন্য়ে- সুবর্না নিউজ
213
পেশাগত পরিচয়- অভিনেতা, নাট্যকার, সাহিত্যিক, পরিচালক।
313
বিশেষ সম্মান- রোডেস স্কলার, জ্ঞানপীঠ সম্মান, পদ্মশ্রী, পদ্মভূষণ, ফিল্মফেয়ার।
413
বিশেষভাবে স্মরণযোগ্য- কন্নড় নাটককে জাতীয় নাট্য আন্দোলনের সঙ্গে জুড়ে দেওয়া
513
স্নাতক- ১৯৫৮ সালে কন্নড় আর্টস কলেজ থেকে অঙ্ক ও স্ট্যাটিস্টিকসে ব্য়াচেলর অব আর্টস ডিগ্রি ।
613
স্নাতকোত্তর- অক্সফোর্ড থেকে ১৯৬৩ সালে রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি ও দর্শনে মাস্টার অফ আর্টস ডিগ্রি
713
চাকরি ছেড়ে লেখায়- পুরো সময় সাহিত্যকর্মে দিতে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের চাকরি ছেড়ে দেন
813
পেশাদার থিয়েটারের সঙ্গে সংযোগ- দ্য মাদ্রাস প্লেয়ার্স নামে একটি দলের সঙ্গে সম্পর্ক
913
উল্লেখযোগ্য নাটক- তুঘলক, সুলতান অফ দিল্লি, মহম্মদ বিন তুঘলক, নেহরুভিয়ান, তালেদান্ডা, বীরাসাইভিসম
1013
উল্লেখযোগ্য সিনেমা- হিন্দি- নীশান্ত, মন্থন, স্বামী, পুকার, ইকবাল, এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যায়/ কন্নড়- সমস্কার,তাব্বালিয়ু নিনাদে মগানে, ওনদানন্দু কালাদাল্লি, কায়াড়ু
1113
উল্লেখযোগ্য ধারাবাহিক- মালগুড়ি ডেজ
1213
সিনেমা পরিচালনা- বমশা ভিক্ষা, গোধূলি, উৎসব, দ্য ল্যাম্প ইন দ্য নিসে
1313
ভয়েস ওভার- এপিজে আব্দুলকামের অটোবায়োগ্রাফি অডিও বুক- 'উইংস অফ ফায়ার'