প্রয়াত কিংবদন্তি নাট্যকার গিরিশ করনাড! ছবিতে ফিরে দেখা তাঁকে
নাট্যজগতে বিরাট নক্ষত্রপতন। চলে গেলেন বর্ষীয়ান নাট্যকার গিরিশ করনাড। ৮১ বছর বয়সে সোমবার মৃত্যু হল তাঁর। দীর্ঘদিন শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন গিরিশ করনাড। নাট্যকারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র থেকে নাট্যজগতে। নাটক থেকে সাহিত্য কেমন ছিল গিরিশ করনাডের জীবন, দেখে নেওয়া যাক ছবিতে ছবিতে।
113

পুরো নাম- গিরিশ রঘুনাথ করনাড জন্ম- ১৯ মে ১৯৩৮। ছবি সৌজন্য়ে- সুবর্না নিউজ
213
পেশাগত পরিচয়- অভিনেতা, নাট্যকার, সাহিত্যিক, পরিচালক।
313
বিশেষ সম্মান- রোডেস স্কলার, জ্ঞানপীঠ সম্মান, পদ্মশ্রী, পদ্মভূষণ, ফিল্মফেয়ার।
413
বিশেষভাবে স্মরণযোগ্য- কন্নড় নাটককে জাতীয় নাট্য আন্দোলনের সঙ্গে জুড়ে দেওয়া
513
স্নাতক- ১৯৫৮ সালে কন্নড় আর্টস কলেজ থেকে অঙ্ক ও স্ট্যাটিস্টিকসে ব্য়াচেলর অব আর্টস ডিগ্রি ।
613
স্নাতকোত্তর- অক্সফোর্ড থেকে ১৯৬৩ সালে রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি ও দর্শনে মাস্টার অফ আর্টস ডিগ্রি
713
চাকরি ছেড়ে লেখায়- পুরো সময় সাহিত্যকর্মে দিতে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের চাকরি ছেড়ে দেন
813
পেশাদার থিয়েটারের সঙ্গে সংযোগ- দ্য মাদ্রাস প্লেয়ার্স নামে একটি দলের সঙ্গে সম্পর্ক
913
উল্লেখযোগ্য নাটক- তুঘলক, সুলতান অফ দিল্লি, মহম্মদ বিন তুঘলক, নেহরুভিয়ান, তালেদান্ডা, বীরাসাইভিসম
1013
উল্লেখযোগ্য সিনেমা- হিন্দি- নীশান্ত, মন্থন, স্বামী, পুকার, ইকবাল, এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যায়/ কন্নড়- সমস্কার,তাব্বালিয়ু নিনাদে মগানে, ওনদানন্দু কালাদাল্লি, কায়াড়ু
1113
উল্লেখযোগ্য ধারাবাহিক- মালগুড়ি ডেজ
1213
সিনেমা পরিচালনা- বমশা ভিক্ষা, গোধূলি, উৎসব, দ্য ল্যাম্প ইন দ্য নিসে
1313
ভয়েস ওভার- এপিজে আব্দুলকামের অটোবায়োগ্রাফি অডিও বুক- 'উইংস অফ ফায়ার'
Latest Videos