- Home
- Sports
- Football
- ফুল দিয়ে ঢাকা সুডৌল স্তন, নীতম্বে নামমাত্র কাপড়, চিনে নিন ইংরেজ ফুটবলারের সুপার হট-সেক্সি বান্ধবীকে
ফুল দিয়ে ঢাকা সুডৌল স্তন, নীতম্বে নামমাত্র কাপড়, চিনে নিন ইংরেজ ফুটবলারের সুপার হট-সেক্সি বান্ধবীকে
- FB
- TW
- Linkdin
ইংল্য়ান্ড জাতীয় দলের তারকা ফুটবলার তথা ইংলিশ প্রিমিয়ার লিগের এভার্টনের ফুটবালর ডেলে আলি সম্প্রতি নিজের একের প্রেম জীবন নিয়ে শিরোনামে রয়েছেন। বর্তমানে তিনি সম্পর্কে রয়েছেন নেদারল্য়ান্ডের সুন্দরী কিন্ডি কিম্বার্লির সঙ্গে।
২০১৬ সাল থেকে ডেলে আলির সঙ্গে ডেট করছিলেন মডেল রুবি মে-র সঙ্গে। ২০১৯ সালে তাঁরা অল্প সময়ের জন্য আলাদা হয়েছিলেন। এরপর ২০২১ সালের ফেব্রুয়ারিতে তাঁদের বিচ্ছেদ হয়। তার ঠিক চার মাসের মধ্যে কিন্ডি কিম্বার্লির সঙ্গে নতুন সম্পর্কে জড়ান ডেলে আলি। ছবি সৌঃ ইনস্টাগ্রাম
ডেলে আলির বান্ধবী কিন্ডি কিম্বার্লি পেশায় একজন নাম করা মডেল। এর পাশাপাশি তিন একজন ইউটিউবার। সেখানে নানা ধরেনের ভিডিও করে তাকেন। পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও বটে। ছবি সৌঃ ইনস্টাগ্রাম
একাধিক নামী দামি ব্র্যান্ডের সঙ্গেও যুক্ত হয়েছেন তিনি। সেখানে মডেল হিসেবে গিয়েছে তাকে। এছাড়া ঘুরতে যেতে খুব পছন্দ করেন তিনি। সেই সকল ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন কিন্ডি কিম্বার্লি। ছবি সৌঃ ইনস্টাগ্রাম
ব্রিটিশ ফুটবলারের ডাচ বান্ধবী দেখতে খুবই সুন্দরী। তার হটনেসে ঘায়েল হয় আট থেকে আশি সকলেই। হট অ্য়ান্ড সেক্সি কথার যদি উদাহরণ হয় তাহলে ডেলে আলির বর্তমান বান্ধবী কিন্ডি কিম্বার্লি। ছবি সৌঃ ইনস্টাগ্রাম
সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় ডেলে আলির বান্ধবী। ঘন ঘন নিজের ছবি সোশ্য়াল মিডিয়ায় নিজের ছবি শেয়ার করে থাকেন। একজন নামকরা মডেল হওয়ায় সোশ্যাল মিডিয়ায় কিন্ডি কিম্বার্লির ফ্যান ফলোয়ার্সও আকাশছোঁয়া। ছবি সৌঃ ইনস্টাগ্রাম
নিজের বিকিনি পরাএকাধিক ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে উষ্ণতার সন্মোহনে সকলকে আকর্ষণ করেন তিনি। তার এক একটি বিকিনি পরিহিত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় লাগে না। ছবি সৌঃ ইনস্টাগ্রাম
নিজের একাধিক হট পোজে ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন ব্রিটিশ ফুটববলারের মডেল বান্ধবী। ইন্সটাগ্রামে তাঁর ফলোয়ার ৭ মিলিয়নের থেকেও বেশি। তাই তার এক একটি ছবি মুহূর্তের মধ্যে ঝড় তোলে নেট দুনিয়ায়। ছবি সৌঃ ইনস্টাগ্রাম
সম্প্রতি ডেলে আলির সঙ্গে সামার ভ্যাকেশন কাটাতে গিয়েছিলেন কিন্ডি কিম্বার্লি। কোন জায়গায় গিয়েছিলেন তারা তা অবশ্য জানা যায়নি। ডেলে ও তাঁর ডাচ বান্ধবীকে দেখা গিয়েছে এক আর্ট গ্যালারিতে। আর সেখানেই কিন্ডির গালে মিষ্টি চুমু এঁকে দেন ডেলে। ছবি সৌঃ ইনস্টাগ্রাম
ফুটবলের ফাঁকে ছুটি পেয়ে বান্ধবীর সঙ্গে খোশমেজাজে সময় কাটিয়েছিলেন ডেলে আলি। ইন্সটাগ্রামে ডেলে আলিও কিন্ডির সঙ্গে সময় কাটানোর একখানা ছোট্ট ভিডিও শেয়ার করেছেন। যা দেখে পরিষ্কার দু'জনই একে অপরের সান্নিধ্য উপভোগ করছেন। ছবি সৌঃ ইনস্টাগ্রাম