রাজধানীর রাজপথে ৭২তম প্রজাতন্ত্র দিবস - সতর্কতা মেনে কীভাবে হল উদযাপন, দেখুন
First Published Jan 26, 2021, 11:10 AM IST
কোভিড-১৯'এর টিকাকরণ শুরু হয়ে গিয়েছে দেশে। কিন্তু, মহামারি এখনও যায়নি। তারই মধ্যে ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস উদযাপন। কোভিড বিধি মেনে অনেক কাট ছাঁট করা হয়েছে উদযাপনে, বদলানো হয়েছে অনেক রীতি। আবার এই বছর বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তিও বটে সেই উপলক্ষ্যে কুচকাওয়াজে অংশ নেবে তাদের সেনাও। কুচকাওয়াজে প্রথমবার নবতম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ-ও। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক, রাজধানীর রাজপথে ঠিক কীভাবে পালিত হল দিনটি -

প্রথমেই ইন্ডিয়া গেট-এর জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহিদ সেনানিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্মৃতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এরপর রাজপথে এসে পৌঁছান প্রেসিডেন্ট রামনাথ কোভিন্দ।

রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে রাজপথে উত্তোলন করা হয় ভারতের জাতীয় পতাকা।

এরপর ২২৩ ফিল্ড রেজিমেন্ট ২১ বার তোপধ্বণি দেয়।

এরপর শুরু হয় সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ।

এই বছর প্যারেড কমান্ডার অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের নেতৃত্ব দিচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল বিজয় কুমার মিশ্র।

এই বছরের কুচকাওয়াজের অন্যতম আকর্ষণ ১২২ সদস্যের বাংলাদেশি সেনাবাহিনীর অংশগ্রহণ।

বাংলাদেশি দলটির নেতৃত্ব দিচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল আবু মহম্মদ শাহনূর শাওয়ান।

এরপর ভারতের তিন বাহিনীই তাদের শক্তি প্রদর্শন করে। বিভিন্ন যুদ্ধাস্ত্রের প্রদর্শনী হয়।

কুচকাওয়াজে অংশ নেন ভারকতের প্রথম তিন মহিলা যুদ্ধবিমান বিমান চালকের অন্যতম ফ্লাইট লেফটেন্যান্ট ভাবনা কান্থ-কেও।

প্রথমবারের মতো কুচকাওয়াজে অংশ নেয় ভারতের নবতম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের ট্যাবলো।

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে দেখা গেল অযোধ্যার রাম মন্দিরও। উত্তরপ্রদেশ-এর ট্যাবলোর এবারের বিষয় 'অযোধ্যা - এক সাংস্কৃতিক ঐতিহ্য'।

ভোটের সব খবর জানতে ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলার 'www.bangla.asianetnews.com' -এ।
Today's Poll
অভিভাবক হিসাবে আপনার সন্তানের জন্য অনলাইনে কোন ক্লাসের এডুকেশনাল কনটেন্ট পেতে চান ?