MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • ৪০ বছর ধরে করেছেন দেশসেবা, শরিক ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের, জেন নিন শ্যাম মানেকশ প্রসঙ্গে

৪০ বছর ধরে করেছেন দেশসেবা, শরিক ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের, জেন নিন শ্যাম মানেকশ প্রসঙ্গে

কনকনে ঠান্ডা, প্রচন্ড গরম অথবা তুমুল বৃষ্টি উপেক্ষা করে শুধু দেশের জন্য লড়ে চলেছেন বহু মানুষ। তাদের কঠিন পরিশ্রমেই আজ আমরা শান্তির ঘুম ঘুমাতে পারি। ভারত মাতাকে রক্ষার দায়ভার তাদেরই কাঁধে। সেই দায়িত্ব সামলাতে গিয়ে প্রাণ দিতেও তারা দ্বিধা করেন না। প্রতি মুহূর্তে দেশকে বাঁচাতে গিয়ে প্রাণ দিচ্ছেন বহু সৈন্য। তাদের অবদান সত্যিই বলার অপেক্ষা রাখে না। আজ রইল এমনই এক ব্যক্তির কথা। নিজের ৪০ বছরের কর্মজীবনে যিনি অংশ নিয়েছিলেন প্রায় ৫টি যুদ্ধে।তিনিই সর্বপ্রথম বাংলাদেশ সৃষ্টির পথ প্রশস্ত করেছিলেন, ভারতের সর্বশ্রেষ্ঠ সামরিক বিজয়ের পরিকল্পনা করেছিলেন। আর সেই মহৎ ব্যক্তিত্বের প্রায়ণ দিবস।   

3 Min read
Sayanita Chakraborty
Published : Apr 03 2022, 12:26 PM IST| Updated : Apr 03 2022, 12:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

পালিত হচ্ছে ভারতের ফিল্ড মার্শাল শ্যাম হোরমশিজি প্রেমজি জামশেদজি মানেকশের ১০৮তম জন্মবার্ষিকী। তিনি ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধে স্বাধীন ভারতের সর্বশ্রেষ্ঠ সামরিক বিজয়ের পরিকল্পনা করেছিলেন। তিনিই সর্বপ্রথম বাংলাদেশ সৃষ্টির পথ প্রশস্ত করেছিলেন।আজ তাঁর জন্মবার্ষিকীতে জেনে নিন তাঁর জীবন সম্পর্কে একাধিক অজানা কথা। এক ঝলকে দেখে নিন মাতৃভূমির প্রতি তাঁর অবদানের কাহিনি। 

210

১৯১৮ সালে ৩ এপ্রিল জন্মগ্রহণ করেন শ্যাম হোরমশিজি প্রেমজি জামশেদজি মানেকশ। তিনি পারস্য বংশোদ্ভুত ভারতীয় সামরিক কর্মকর্তা ছিলেন। তিনি ভারতের মাত্র দুজন সামরিক কর্মকর্তাদের একজন ছিলেন। যিনি ফিল্ড মার্শল অর্জন করেন। প্রায় ৪ দশকের দীর্ঘ সামরিক জীবনের তিনি অর্জন করেছেন বহু সম্মান।    

310

পড়াশোনায় বেশ মেধাবী ছিলেন শ্যাম হোরমশিজি প্রেমজি জামশেদজি মানেকশ। তাঁর বাবা তাঁকে লন্ডন পাঠাতে চেয়েছিলেন পড়াশোনার জন্য। কিন্তু, তিনি ছিলেন এই সিদ্ধান্তের বিপক্ষে। সে কারণে তিনি ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে ভর্তি হন। সেই থেকে শুরু হয় তাঁর লড়াই। একে একে সাফল্যের চূড়ায় পৌঁছান তিনি।  

410

শ্যাম হোরমশিজি প্রেমজি জামশেদজি মানেকশ ক্যাডেটদের প্রথম ব্যাচের সদস্য বিসেবে নির্বাচিত হন। তারা দ্য পাইওনিয়ারস নিমে পরিচিত ছিলেন। যা তাঁর কেরিয়ারের এক বড় পাওনা।দীর্ঘ ৪ দশের চাকরি জীবনে বহু সম্মান পেয়েছেন। দেশের প্রতি তাঁর অবদান বলার অপেক্ষা রাখে না।    

510

ইন্ডিয়ান মিলিটারিতে থাকাকালীন তিনি তাঁর বুদ্ধির পরিচয় দিয়েছিলেন। গোর্খা রেজিমেন্টে যোগ দেওয়া তিনি প্রথম স্নাতক ব্যক্তি ছিলেন। তিনি ভারতে সেনাবাহিনীর প্রধান হিসেবে কাজ করেন। তিনি ফিল্ড মার্শাল পদমর্যাদা অর্জন করেছিলেন। তিনি ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধে স্বাধীন ভারতের সর্বশ্রেষ্ঠ সামরিক বিজয়ের পরিকল্পনা করেছিলেন। 

610

১৯৪৭ সালে দেশভাগের সময় শ্যাম হোরমশিজি প্রেমজি জামশেদজি মানেকশের প্রোভাইডিং অ্যাডমিনেসট্রেটিভ পদে ছিলেন। তিনি সে সময় চূড়ান্ত সিদ্ধান্ত নিতেন।১৯৪৭ এবং ১৯৪৮ সালে জম্মু ও কাশ্মীর অপারেশনে সময় একজন যোদ্ধা হিসেবে নিজের ভূমিকা পালন করেন। সারা জীবনে বহু সম্মান পেয়েছেন তিনি।  

710

শ্যাম হোরমশিজি প্রেমজি জামশেদজি মানেকশ ৪০ বছর সেনাবাহিনীতে চারকি করেন। তিনি পাঁচটি যুদ্ধে অংশ নিয়েছিলেন। এই তালিকায় রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ১৯৪৭ সালের ভারত পাকিস্তান সংঘর্ষ, ১৯৬২ সালের চিন-ভারত যুদ্ধ, ১৯৬৫ সালের ভারত পাকিস্তান যুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। যা ১৯৭১ সালে অনুষ্ঠিত হয়। 

810

তাঁর একাধিক উক্তি সাধারণের নজর কেড়েছিল। তিনি বলেছিলেন, ‘যদি কোনও মানুষ বলে সে মৃত্যুকে ভয় না, তাহলে সে নয় মিথ্যা বলছে অথবা সে গোর্খা।’ তাঁর এই বিখ্যাত উক্তি সকলের নজড় কেড়েছিল। তিনি সারা জীবনে একাধিক উক্তি মনে রাখার মতো। 

910

শ্যাম হোরমশিজি প্রেমজি জামশেদজি মানেকশ ৯৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি তামিলনাড়ুর মিলিটারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২৭ জুন ২০০৮ সালে প্রয়াত হন তিনি। তিনি সারাটা জীবন দেশের জন্য উৎসর্গ করে গিয়েছেন। তিনি ১৯৬৯ সাল থেকে ১৯৭৩ সাল পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

1010

তিনি সর্বোচ্চ সামরিক পদবী ফিল্ড মার্শাল অর্জন করেন। তিনি ছাড়াও কোদানদেরা মদপ্পা কারিয়াপ্পা এই সম্মান অর্জন করেছিলেন।১৯৬৯ সালে ৮ জুন ইন্দিরা গান্ধী শ্যাম হোরমশিজি প্রেমজি জামশেদজি মানেকশকে সেনা প্রধান হিসেবে ঘোষণা করেছিলেন। 

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
LIVE NEWS UPDATE: বঙ্গে শীতের হাওয়া, কলকাতা-সহ গোটা রাজ্যে নামছে তাপমাত্রার পারদ
Recommended image2
দারুণ খবর! বেসরকারি কর্মীদের ন্যূনতম পেনশন বেড়ে হচ্ছে ৭৫০০ টাকা? প্রকাশ্যে নয়া চমক
Recommended image3
৫ বছরের জন্য পাকিস্তানের CDS আসিম মুনির, 'শাহবাজের চালাকি' বলল ভারত
Recommended image4
Indigo Flights Cancelled: ১৪০০ ফ্লাইট বাতিল করেছে ইন্ডিগো! স্তব্ধ হবে ভারতের বিমান পরিষেবা?
Recommended image5
নেটফ্লিক্সে এবার বড় পরিবর্তন, মোবাইল অ্যাপে আর পাওয়া যাবে না এই ফিচার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved