- Home
- World News
- International News
- সার্ধশতবর্ষে মহাত্মা গান্ধী দেখে নিন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাঁর বিখ্যাত ২০টি মূর্তি
সার্ধশতবর্ষে মহাত্মা গান্ধী দেখে নিন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাঁর বিখ্যাত ২০টি মূর্তি
| Published : Oct 02 2019, 02:31 PM IST / Updated: Oct 02 2019, 04:23 PM IST
সার্ধশতবর্ষে মহাত্মা গান্ধী দেখে নিন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাঁর বিখ্যাত ২০টি মূর্তি
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
120
চেন্নাই - মহাত্মা গান্ধীর সবচেয়ে বিখ্যাত মূর্তিটি রয়েছে চেন্নাই শহরের মেরিনা বিচে। এই মূর্তিটি গড়া হয়েছিল গান্ধীর ডান্ডি অভিযান-এর আদলে। ১৯৫৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই মবর্তিটি উন্মোচন করেছিলেন।
220
জোহানেসবার্গ - দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যুবক বয়সে যে বাড়িটিতে আইন ব্যবসা করতেন গান্ধী, সেই বাড়িুটির সামনেই তাঁর সেই য়ুব বয়সের একটি বিরল মূর্তি রয়েছে। এলাকাটির নামও গান্ধী স্কোয়ার।
320
বেজিং - মাও-এর সঙ্গে গান্ধীর দর্শনের আকাশ পাতাল তফাৎ। কিন্তু কমিউনিস্ট দেশ চিনের চাওইয়াং পার্কে ২০০৫ সালে সেই দেশের বিখ্যাত ভাস্কর ইউয়ান শিকুনের তৈরি এই গান্ধী মূর্তিটি প্রতিষ্ঠা করা হয়েছে।
420
সবরমতি আশ্রম - গুজরাতের সবরমতিতে গান্ধী নিজে হাতে এই আশ্রম গড়েছিলেন। সেখানেই রয়েছে বসে থাকা গান্ধীর এই মূর্তিটি।
520
রাজকোট - গুজরাতের রাজকোটে রয়েছে গান্ধী মিউজিয়াম। সেখানেই রয়েছে এই মূর্তিটি।
620
লিসবন - এই পর্তুগিজ শহরে একটি রাধা-কৃষ্ণের মূর্তি রয়েছে। তার সামনেই স্ত্রী কস্তুরি বাইয়ের সঙ্গে মহাত্মার এই মূর্তিটি স্থাপিত হয়েছে।
720
গুয়াহাটি - অসমের গুয়াহাটি শহরে রয়েছে মহাত্মা গান্ধীর এই রূপোলি মূর্তিটি।
820
সিওল - দক্ষিণ কোরিয়ার শিওলের ইওনসেই বিশ্ববিদ্যালয়ে এই মূর্তিটির উন্মোচন করেছেন প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দক্ষিণ কোরিয় প্রেসিডেন্ট মুন জায়-ইন।
920
আক্রা - আফ্রিকার দেশ ঘানার রাজধানী আক্রাতেও ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রাণ পুরুষের মূর্তি রয়েছে।
1020
ওয়াশিংটন - মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী শহরে ভারতীয় দূতাবাসের ঠিক সামনেই রয়েছে এই মূর্তিটি।
1120
জোহানেসবার্গ - ২০১২ সালে ভারতের তখলকার রাষ্ট্রপতি প্রতিভা পাতিল জোহানেসবার্গের কনস্টিটিশন হল-এ গান্ধীর এই আবক্ষ মূর্তিটি উন্মোচন করেছিলেন।
1220
সুরিনামে - দক্ষিণ আমেরিকাতেও গান্ধীর যথেষ্ট প্রভাব রয়েছে। এই মূর্তিটি রয়েছে, ছোট্ট দেশ সুরিনামে-তে।
1320
লন্ডন - লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারেও রয়েছে গান্ধীর মূর্তি।
1420
সিডনি - অস্ট্রেলিয়ার সিডনি শহরের জুবিলি পার্কে মহাত্মা গান্ধীর এই মূর্তিটি উন্মোচন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ।
1520
আক্রা - আফ্রিকার দেশ ঘানার রাজধানী আক্রাতেও ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রাণ পুরুষের মূর্তি রয়েছে।
1620
নয়াদিল্লি - নয়াদিল্লিতে সংসদ ভবন চত্ত্বরেই রয়েছে জাতির জনকের এই প্রস্তরমূর্তি।
1720
ওয়ারশ' - পোল্যান্ডের রাজধানী ওয়ারশ'এর ভারতীয় দূতাবাসের বাইরেও রয়েছে মহাত্মার এই আবক্ষ মূর্তি।
1820
মরিশাস - মরিশাসের সোকায় গান্ধী ইনস্টিটিউটে গান্দী মূর্তিতে শ্রদ্ধা জানাচ্ছেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ।
1920
মুম্বই - মুম্বইয়ের ন্যাশনাল মিউজিয়াম অব ইন্ডিয়ান সিনেমা-তে গান্ধীর এই বিরল মূর্তিটি রয়েছে।
2020
দুশান্ব - তাজিকিস্তানের দুশান্ব শহরের বুখোরো স্ট্রিটেও