নরম্যান প্রিচার্ড থেকে পিভি সিন্ধু, জানুন অলিম্পিক্সে ভারতের পদক জয়ের ইতিহাস
- FB
- TW
- Linkdin
নরম্যান প্রিচার্ড-
১৯০০ সালে ভারতের হয়ে নরম্যান প্রিচার্ড রুপোর পদক জেতেন। সেবার প্য়ারিস অলিম্পিক্সে ২০০ মিটার দৌড় ও ২০০ মিটার হার্ডলসে তিনি এই পদক জেতেন।
হকি-
ভারতের একমাত্র সাফল্য বলতে দলগত ইভেন্ট হকিতে ৮ বার সোনা জয়। ১৯২৮ থেকে ১৯৫৬ টানা ৬ বার সোনা জেতে ভারত। এছাড়াও একটি রূপো ও দুটি ব্রোঞ্জ জিতেছে ভারতীয় হকি দল। এছাড়াও ১৯৬৪ ও ১৯৮০ সালে সোনা জিতেছিল ভারত। কিন্তু তারপর থেকে হকিতেও আর সাফল্য আসেনি।
খাসাবা দাদাসাহেব যাদব-
১৯০০ সালের পর ব্যক্তিগত ইভেন্টে পদক পেতে স্বাধীনতার পরে পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। ১৯৫২ সালে খাসাবা দাদাসাহেব যাদব কুস্তিতে ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতেন।
লিয়েন্ডার পেজ-
১৯৫২-র পর ফের ৪৪ বছরের প্রতীক্ষা। ১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিক্সে লন টেনিসে ব্রোঞ্জ জেতেন লিয়েন্ডার পেজ।
কর্ণম মালেশ্বরী-
২০০০ সালের সিডনি অলিম্পিক্সে কর্ণম মালেশ্বরী ওয়েটলিফটিংয়ে ব্রোঞ্জ জেতেন। এই প্রথম কোনও ভারতীয় মহিলা অলিম্পিক্স পদক পান।
অভিনব বিন্দ্রা-
২০০৮ বেজিং অলিম্পিক্সে শুটিংয়ে সোনা জেতেন অভিনব বিন্দ্রা। এই প্রথম ব্যক্তিগত ইভেন্টে সোনা পায় ভারত।
বিজেন্দ্র সিং-
২০০৮ বেজিং অলিম্পিক্সে বক্সিংয়ে ব্রোঞ্জ জেতেন বিজেন্দ্র সিং। হরিয়ানার এই যুবক তবে থেকেই ভারতীয় খেলাধূলার ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছেন।
সুশীল কুমার-
২০০৮ অলিম্পিক্সে ব্রোঞ্জ জেতার পরে ২০১২ সালের লন্ডন অলিম্পিক্সে কুস্তিতে রুপো জেতেন সুশীল কুমার।
গগন নারং-
২০১২ লন্ডন অলিম্পিক্সে শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জেতেন গগন নারং।
বিজয় কুমার-
২০১২ লন্ডন অলিম্পিক্সে শুটিংয়ে দুটি পদকক পায় ভারত। রুপো জেতেন বিজয় কুমার।
যোগেশ্বর দত্ত-
লন্ডন অলিম্পিক্সে ২০১২ সালে ৬০ কেজি ফ্রি-স্টাইলে ব্রোঞ্জ পান যোগেশ্বর দত্ত।
মেরি কম-
বর্তমানে বক্সিংয়ে ৬ বারের বিশ্বজয়ী মেরি কমও লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন।
সাইনা নেহওয়াল-
২০১২ অলিম্পিক্সে প্রথম ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় হিসাবে ব্রোঞ্জ জেতেন সাইনা নেহওয়াল।
পিভি সিন্ধু-
২০১৬ রিও অলিম্পিক্সে পিভি সিন্ধুর হাত ধরে প্রথমবার ব্যাডমিন্টনে রূপো জেতে ভারত।
সাক্ষী মালিক-
২০১৬ রিও অলিম্পিকে মহহিলাদের ৫৮ কেজি বিভাগে কুস্তিতে ব্রোঞ্জ জেতেন সাক্ষী মালিক।