মলদ্বীপ মানেই মধ্যবিত্তের সাধ্যের বাইরে, বাধা খরচ, কম বাজেটেও করতে পারেন পার্টনারের স্বপ্নপূরণ
First Published Feb 21, 2021, 10:14 AM IST
মলদ্বীপ মানেই অনেকেই মনে করেন তা খরচ সাপেক্ষ বিষয়। তাই অনেকেই ভ্রমণ পরিকল্পনার তালিকা থেকে বাদ রাখেন মলদ্বীপকে। কিন্তু ভ্রমণ যাঁদের নেশা, তাঁদের পক্ষে মলদ্বীপকে বাদের খাতায় রাখা মোটেই সুখকর নয়। তাই এবার স্বল্পেই হবে স্বপ্নপূররণ। তার জন্য রইল কিছু বিশেষ টিপস-

মলদ্বীপ যাওয়ার কোনও নির্দিষ্ট সময় থাকে না। সারা বছরই এখন সিজিন। ডিসেম্বর জানুয়ারি থেকে শুরু করে মে--জুন।

মলদ্বীপে যাওয়ার পরিকল্পনা করতে হবে বেশ কিছুদিন আগে থেকেই। তবে টিকিটে অনেক টাকা কম খরচ হয়ে থাকে।

মালে শহরে কিংবা এয়ারপোর্টের কাছে হোটেল নিলে তা বেশ কম খরচে হয়ে যায়। তিন রাত্রীর জন্য খরচ পড়ে ১৫ হাজার টাকার কাছাকাছি।

খরচ কমাতে চাইলে গরমের দিনে অর্থাৎ মে-জুন মাসে এখানে যেতে পারেন। তাতে খরচ কমে যায় ১০ থেকে ২০ শতাংশ।

মালে শহরের খানিক দূরে বেশ কয়েকটি দ্বীপ রয়েছে। দ্বীপগুলোর নাম হচ্ছে মাফুশি, হিমাফুশি, ধিফুশি, গুলহি, হুরা ইত্যাদি।

এই দ্বীপগুলিতে স্পিড বোটে পৌঁচ্ছে যায়। এখানেও রিসর্ট মিলবে বেশ সস্তায়।

মালদ্বীপে যত বিলাসবহুল রিসোর্ট আছে তার মধ্যে ফান আয়ল্যান্ড রিসোর্ট, প্যারাডাইস আয়ল্যান্ড রিসোর্ট এন্ড স্পা, সান আয়ল্যান্ড রিসোর্ট, মালাহিনিকুদা এই রিসোর্টগুলো সবচেয়ে কম খরচের মধ্যে হতে পারে।

তবে এখানে খাবারের দাম বেশ বেশি। জল থেকে শুরু করে ব্রেকফাস্ট ডিনার, সবকিছুরই আকাশ ছোঁয়া দাম।

স্নোর কেলিং, টারটেল দেখা, ডলফিন দেখা ইত্যাদির খরচ সাড়ে ৪ হাজার থেকে থেকে ৬ হাজার টাকা জন প্রতি।

সাবমেরিন ট্যুর সাত থেকে ১০ হাজার টাকা জনপ্রতি, স্কুবা ডাইভিং-এর খরচ ৬ হাজার থেকে ১০ হাজার টাকা।

তা আগলে রাখতে পারলেই আলিয়ার সংসার হয়ে উঠবে সুখের।
Today's Poll
অভিভাবক হিসাবে আপনার সন্তানের জন্য অনলাইনে কোন ক্লাসের এডুকেশনাল কনটেন্ট পেতে চান ?