শীতের ছুটিতে অফবিট ট্রিপ, পর্যটকদের আকর্ষণ বাড়াচ্ছে অউলি
| Published : Jan 27 2020, 05:25 PM IST
শীতের ছুটিতে অফবিট ট্রিপ, পর্যটকদের আকর্ষণ বাড়াচ্ছে অউলি
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
110
বরফে আবৃত অউলি দেখতে হলে অবশ্যেই এই স্থানে আসতে হবে ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত। এরই মাঝে এলে বরফে ঢাকা অউলি নিঃসন্দেহে নজর কাড়বে।
210
অউলি পৌঁছতে হলে যেতে হবে যোশীমঠ দিয়ে। সেখানে যেতে ট্রেন কিংবা বিমানে করে যেতে হবে আগে দিল্লি বা হরিদ্বার বা দেরাদুণ হয়ে।
310
এখানে মিলবে অনেক স্নো অ্যাক্টিভিটির সুযোগ। পাশাপাশি বরফ পরার সাক্ষীও থাকতে পারেন পর্যটকেরা। এই স্থানে আসার জন্য থাকতে হবে যোশীমঠে।
410
যোশীমঠ থেকে এই জায়গার দুরত্ব ১৬ কিলোমিটার। যোশীমঠ থেকে এখানে আসতে গাড়িও করা যায় বা রোপওয়ে-তেও যাওয়া যায়। আসা যাওয়া নিয়ে রোপওয়েতে খরচ পড়বে সাড়ে সাতশো টাকা।
510
বর্তমানে অউলি-তে অনেকগুলি হোটেল তৈরি হলেও তা বেশ খরচ সাপেক্ষ। তাই যোশীমঠ থেকেই অউলি ঘোরার পরিকল্পনা করা পকেটের পক্ষে সুবিধে জনক।
610
অউলি-তে স্নো ছাড়াও দেখার মত বেশ কয়েকটি জায়গা রয়েছে। যার মধ্যে অন্যতম হল চেনামব লেক, নন্দনদেবী ন্যাশনাল পার্ক, ত্রিশুল পিক।
710
এখানে এসে পাওয়া যাবে ট্রেকিং-এর সুখও। বেশ কয়েকটি জায়গায় ট্রেক করেই পৌঁছে যাওয়া যাবে অনায়াসে। এবং শীতের মরসুমে তা আরও বেশি বরফের কারণে আকর্ষণ করে থাকে।
810
এখানে আসার জন্য খরচ নির্ভর করে কীভাবে ট্রিপ সাজানো হচ্ছে তার ওপর। সাধারণত হোটেলে রুম পিছু খরচ ২ থেকে ৪ হাজার টাকা।
910
খাবারের খবর খুব একটা বেশি নয়, মাথা ও দিন পিছু খবর ৪০০ টাকা ধরে চলাই যায়।
1010
শীতের সময় বর্তমানে খরচ খানিকটা বৃদ্ধি পায় স্নো অ্যাক্টিভিডির জন্য। বছরের অন্যন্য সময় আসলেও এখানে কৃত্রিম উপায় স্নো তৈরি করে নেওয়া যায়।