- Home
- West Bengal
- West Bengal News
- রাজনীতিতে আসার আগে কী করতেন দিলীপ ঘোষ, জানুন 'বিজেপি সেনাপতির' আসল কাহিনি
রাজনীতিতে আসার আগে কী করতেন দিলীপ ঘোষ, জানুন 'বিজেপি সেনাপতির' আসল কাহিনি
রাজ্যে বিজেপির উত্থানের অন্যতম কাণ্ডারি তিনি। দলের সংগঠন বৃদ্ধি থেকে কর্মীদের মধ্যে লড়াইয়ের মনোভাব জাগানোয় তার জুড়ি মেলা ভার। চাচাছোলা ভাষায় আক্রমণে থেকে চোখে তোখ রেখে লড়াই। তার বক্তব্যে বিতর্কও কম হয়নি। তিনি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজনীতির কেরিয়ারে য়ে দ্রুগতিতে উত্থান হয়েছে দিলীপ ঘোষের, তার জুরি মেলা সত্যিই কঠিন। কিন্তু রাজনীতিতে আসার আগে কী করতেন দিলীপ ঘোষ, কেমন ছিল তার জীবন, কেনই বা চাকরি ছেড়েছিলেন তিনি। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে জেনে নিন দিলীপ ঘোষ সম্পর্কে কিছু অজানা তথ্য।
- FB
- TW
- Linkdin
২০১৭ সাল থেকে রাজ্যে বিজেপির শক্তি ও সংগঠন যে দ্রুত গতিতে বেড়েছে তার অন্যতম কারিগর হলেন দিলীপ ঘোষ। রাজ্যে বিজেপির সেনাপতির দায়িত্ব সিদ্ধ হস্তে পালন করেছেন তিনি।
২০১৯ সালে লোকসভা নির্বাচনে পার্টি তাকে মেদিনীপুর আসন থেকে টিকিট দেয়। সেই নির্বাচনে তৃণমূলের মানস ভুঁইয়ার মত হেভিওয়েট রাজনীতবিদকে হারিয়ে সাংসদ নির্বাচিত হন দিলীপ ঘোষ।
সামনেই রাজ্যের বিধাসভা নির্বাচন। বাংলায় প্রথমবার ক্ষমতায় আসার লক্ষ্যে নির্বাচন লড়ছে বিজেপি। পদ্ম শিবিরকে নির্বাচনী বৈতরনী পার করতে যে সকল নেতারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তাদের মধ্যে অন্যতম দিলীপ ঘোষ।
তবে দিলীপ ঘোষের আক্রমণাত্বক রাজনীতি নিয়ে বিতর্কও কম হয়নি। চাচাছোলা ভাষায় বিরোধীদের আক্রমণ, সোজাসাপটা কথা, একাধিক বিতর্কিত বক্তব্যের কারণে বারবার শিরোনামে এসেছেন দিলীপ ঘোষ।
তবে এসব নিয়ে থোরাই কেয়ার বিজেপি রাজ্য সভাপতির। খুব কম সময়ের মধ্যে নিজস্ব ভঙ্গিতে রাজনীতি করে বাংলার রাজনীতিতে যে উল্লেখযোগ্য ব্যক্তি হয়ে উঠেছেন দিলীপ ঘোষ সেই বিষয়ে কোনও সন্দেহ নেই।