- Home
- West Bengal
- West Bengal News
- বঙ্গের ভোট মানে শুধুই হিংসা নয়, গণতন্ত্রের উৎসবও বটে - দেখুন পঞ্চম দফা, ছবিতে ছবিতে
বঙ্গের ভোট মানে শুধুই হিংসা নয়, গণতন্ত্রের উৎসবও বটে - দেখুন পঞ্চম দফা, ছবিতে ছবিতে
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১-এর পঞ্চম দফার ভোটগ্রহণ পর্বও হিংসামুক্ত হওয়াার ধারে কাছ দিয়ে গেল না। তবে এই ব্যাপক হিংসার আবহেও ভোটদানে বিরত থাকলেন না মানুষ। নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার বিকাল ৫টা অবধি মোট ভোট পড়েছে ৭৮ শতাংশ। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও নদিয়া এবং উত্তরের জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং - এই ৬ জেলার মোট ৪৫টি আসনে এদিন ভোটগ্রহণ হল। হিংসা থাকলেও তারমধ্যেই নির্বাচনকে গণতন্ত্রের উৎসব বানালেন মানুষ।
- FB
- TW
- Linkdin
প্রথম ভোটের আনন্দ, সল্টলেকের এক বুথের ছবি।
সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রের বাইরে ছিল ভোটারদের লম্বা লাইন।
এমনকী, শিলিগুড়ির এক ভোটকেন্দ্রে বাবা-মা এবং দাদার সঙ্গে যাওয়া এক শিশুকে বুথের বাইরে অনলাইন ক্লাস করতেও দেখা গিয়েছে। তার পাশেই বয়স্ক ভোটারদের বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল।
করোনা বাড়ছে, তাই ভোটকেন্দ্রে ভোটারদের বাঁ হাতের আঙুলে কালি লাগানোর পাশাপাশি ডান হাতে দেওয়া হয়েছে গ্লাভস।
ভোটারদের মাস্ক পরাটা বাধ্যতামূলক, সেই বিধিও কঠোরভাবে মানা হয়েছে।
বুথে ঢোকার আগে মাপা হয়েছে তাপমাত্রা।
কারোর মুখে মাস্ক না থাকলে ভোটকর্মীরাই তাঁদের মুখে মাস্ক পরিয়ে দিয়েছেন।
প্রথমবার ভোট দেওয়ার আনন্দ। কলকাতার এক বুথের ছবি।
নির্বাচনের রঙিন চরিত্র কামারহাটির তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র। ভোটের দিন এভাবেই দেখা গেল তাঁকে।
চতুর্থ দফায় কেন্দ্রীয় বাহিনী গুলিতে প্রাণ হারিয়েছিলেন ৪ জন। এদিন অবশ্য তাদের সহায়ক ভূমিকাতেই দেখা গিয়েছে।
কোথাও বয়স্ক ভোটারদের হুইলচেয়ার ঠেলেছেন আধাসামরিক বাহিনীর জওয়ানরা।
তবে কোথাও অশান্তি হলেই তা থানাতে উদ্যত হয়েছেন তাঁরা। বিধাননগরের শান্তিনগর এলাকার ছবি।
বেগরবাই দেখলে ধমকেওছেন জওয়ানরা।
আবার সেই জওয়ানই কাঁধে তুলে ভোটারদের নিয়ে এসেছেন ভোট দেওয়াতে।
মতদানের আনন্দ, সল্টলেকের এক ভোটকেন্দ্রের বাইরের ছবি।
পুলিশের পক্ষ থেকে মাইকে করে ভোটারদের মধ্যে কোভিড সচেতনতা প্রচার করতেও দেখা গিয়েছে।
উৎসবের মেজাজে ভোট হয়েছে পাহাড়েও।
গণতন্ত্রের উৎসব থেকে বাদ যাননি করোনা রোগীরাও। ভোটদানের শেষবেলায় পিপিই পরে অ্যাম্বুল্যান্সে করে ভোটকেন্দ্রে এসে মতদান করেন তাঁরা।
মতদানের আনন্দ, বোরখায়।
মতদানের আনন্দ, ঘোমটায়।