- Home
- West Bengal
- West Bengal News
- কতটা ভয়ঙ্কর ছিল আমফানের সেই দিনটা, আরও এক ঘূর্ণিঝড় আসার আগে ফিরে দেখা ছবিতে ছবিতে
কতটা ভয়ঙ্কর ছিল আমফানের সেই দিনটা, আরও এক ঘূর্ণিঝড় আসার আগে ফিরে দেখা ছবিতে ছবিতে
- FB
- TW
- Linkdin
দিনটা ছিল ২১ মে। সকাল থেকেই ছিল তীব্র ঝোড়ো হাওযা ও বৃষ্টি। বিকেলে দাপত বেড়েছিল দুইয়েরই। আর মাঝের ৩০ মিনিট, ছিল শুধুই আতঙ্কের, তছনছ হয়ে গিয়েছিল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ। ছবিতে দেখা যাচ্ছে একটি বাড়ির চাল উড়ে গিয়ে জড়িয়ে গিয়েছে বিদ্যুতের তারে।
দক্ষিণবঙ্গ জুড়ে উপড়ে গিয়েছিল অংশ গাছ।যার জেরে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বহু জায়গায় যোগাযোগ।
রেহাই পায়নি শহর কলকাতাও। কলতারা বুকে উপরে যাওয়া গাছ সরাতে লেগে গিয়েছিল পরের বেশ কয়েকটা দিন।
২১ মে-র রাতেই অন্ধকার নেমে এসেছিল কলকাতার বহু এলাকায়। অনেক জায়গায় ৫-৬ দিন পরও ফেরেনি বিদ্যুৎ সংযোগ।
রাতেই গাছ কেটে রাস্তা সাফ করা এবং হতাহতদের উদ্ধারের কাজে নেমেছিল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
কলকাতার বুকে সবচেয়ে জননপ্রিয় হয়েছিল এই ছবিটি। উপরে যাওয়া একটি গাছ পড়ে, তার নিচে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাস প্রায় অর্ধেক হয়ে গিয়েছিল।
ইস্পাতের তৈরি বিদ্যুতের বা ট্রাফিক লাইটের খুঁটিগুলি এমনভাবে ভেঙে পড়েছিল, যে মনে হচ্ছিল, যেন খেলনা।
তবে এনডিআরএফ বা পুরকর্মীদের সাধ্যে কুলায়নি, অত গাছ কেটে রাস্তা পরিষ্কার করার কাজ। শেষ পর্যন্ত হাত লাগাতে হয় সেনাবাহিনীকে।
এটা কোনও জলাশয় নয়, কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের চেহারাটি ছিল ঠিক এরকম।
আর উপকূলীয় বাংলায় সমুদ্রের জল ঢুকে মিলে মিশে গিয়েছিল, জলাশয়-জমিজমা। ক্ষতি হয়েছিল বহু ফসলের।
ভেঙে পড়া ঘর থেকে শেষ সম্বল উদ্ধারের চেষ্টা।
ঝড়ে ভেঙে যাওয়া, বৃষ্টিতে ভিজে ন্যাতন্যাতে পাঠ্যবই শুকিয়ে নিয়ে ফের পড়াশোনা করতে উদ্যোগী দুই খুদে।
পরের বেশ কয়েকটা দিন বহু মানুষ থাকতে বাধ্য হয়েথিলেন ত্রাণ শিবিরে। বাড়িঘর, জমিজমা, সহায়সম্বল সবই তখন প্রকৃতির গ্রাসে।
ঝড়ের প্রকোপে আহত মানুষদের হাসপাতালে নিয়ে যাওয়ার আর কোনও উপায় ছিল না তখন।
এমনকী প্রকৃতির রোষ থেকে রেহাই পায়নি দেব বিগ্রহও।