চাতকের মতো বৃষ্টির দিকে তাকিয়ে তিলোত্তমা, নতুন খবর শোনাল হাওয়া অফিস
- FB
- TW
- Linkdin
মৌসুমি বায়ুর প্রভাবে ভারতের সব রাজ্যগুলিতেই বর্ষার সম্ভাবনা রয়েছে। তবে নির্ধারিত সময়ের ৪ দিন আগেই বর্ষা ঢুকছে উত্তরবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা কোচবিহার ও আলিপুরদুয়ারে।
আবহাওয়া দপ্তরের উপ মহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের হালকা-মাঝারি বৃষ্টি হবে। ২৪ ঘন্টা পর থেকে আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হবে।
তবে উত্তরবঙ্গে এলেও দক্ষিণবঙ্গে এখনও অবধি বর্ষার পূর্বাভাস নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। যদিও হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কিছু জেলায়। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
বৃষ্টির প্রভাবটা কিছুটা বেশি থাকবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম তার সাথে মুর্শিদাবাদ এবং নদীয়ায়।
এই জেলাগুলোতে সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের। আবহাওয়া দফতর সূত্রে খবর ছিল, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে ততটা সুযোগ নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। তবে দক্ষিণবঙ্গের ৫ জেলায় দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতায় অস্বস্তি বজায় থাকবে। তবে বর্ষা প্রবেশ করলে অনেকটাই পরিস্থিতি বদলাতে পারে।
আগামী ৪৮ ঘণ্টায় অর্থাৎ ১১ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে কোচবিহার এবং আলিপুরদুয়ারে। মৌসুমী বায়ু সেরকমভাবে এখনো দক্ষিণবঙ্গে প্রভাব ফেলেনি ক্ষেত্রে সেরকম বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী তিন-চার দিনের দু-এক পশলা বৃষ্টি হবার সম্ভাবনা থাকছে।
উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘন্টা বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, দার্জিলিং কালিম্পং, দুই দিনাজপুর, মালদহ এইসব জায়গায়।
গত কয়েকদিনের হাঁসফাঁস গরমে অতিষ্ঠ শহরবাসী। স্বস্তি পেতে চাইছে কলকাতা-দক্ষিনবঙ্গ। বৃহস্পতিবার বিকেলে দক্ষিণবঙ্গের কিছু জেলায় সামান্য ঝড় বৃষ্টি হলেও তাপমাত্রার ওপর তার প্রভাব পড়েনি।