07:06 PM (IST) Jan 23
ক্যান ডু, উইল ডু

নেতাজির 'ক্যান ডু, উইল ডু' অর্থাৎ 'করতে পারি, করব' এই মেজাজ নিয়েই দেশের মানুষকে এগিয়ে যাওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

07:03 PM (IST) Jan 23
আন্দামানে নেতাজি স্মারক

আন্দামানে একটি স্মারকস্তম্ভ স্থাপন করা হয়েছে নেতাজি এবং আইএনএ-র স্মরণে। 

07:02 PM (IST) Jan 23
স্বতন্ত্র ভারতের স্বপ্ন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, নেতাজি বলেছিলেন স্বতন্ত্র ভারতের স্বপ্ন দেখা কখনও না ছাড়তে। আমাদের সামনে সময় এসেছে সেই কাজ করে দেখানোর। কোভিড বিপর্যয়ের মধ্যেই স্বতন্ত্র করে তুলতে হবে ভারতকে। 

06:43 PM (IST) Jan 23
দেশের সকলের পক্ষ থেকে কোটি কোটি নমস্কার

প্রধানমন্ত্রী মোদী বক্তৃতার শুরুতেই তিনি বললেন,  দেশের সকল নাগরিকের পক্ষ থেকে নেতাজিকে কোটি কোটি নমস্কার।

06:42 PM (IST) Jan 23
'সুভাষচন্দ্র বসু আপদা প্রবন্ধ পুরস্কার'

'সুভাষচন্দ্র বসু আপদা প্রবন্ধ পুরস্কার' প্রদান করলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিপর্যয় মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি ও সংস্থাদের পুরস্কৃত করা হয়। বিগত চার বছরের বিজয়ীদের মোট সাতটি পুরস্কার প্রদান করা হল। এই বছরের বিজয়ীরা হলেন - প্রাতিষ্ঠানিক বিভাগে, গুজরাট ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট (GIDM) এবং ব্যক্তি বিভাগে অধ্যাপক বিনোদ শর্মা। 

06:36 PM (IST) Jan 23
নেতাজির হলোগ্রাম মূর্তির উন্মোচন, দেখুন লাইভ

নেতাজির হলোগ্রাম মূর্তির উন্মোচন, দেখুন লাইভ

05:35 PM (IST) Jan 23
সন্ধ্যায় ইন্ডিয়া গেটে নেতাজির হলগ্রাম মুর্তি উদ্বোধন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সন্ধ্যা ৬টা নাগাদ ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর হলোগ্রাম মূর্তি উন্মোচন করবেন।

02:52 PM (IST) Jan 23
ট্যাবলো ইস্যুতে মুখ খুললেন মমতা

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাংলার ট্যাবলো বাতিল করা প্রসঙ্গে কেন্দ্রকে নিশানা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “একটা ট্যাবলো থাকলে কী ক্ষতি হত? নেতাজির ট্যাবলো কেন বাতিল হল, তার কোনও স্পষ্ট কারণ আপনারা দেননি। জানাননি ট্যাবলো কেন বাতিল করা হয়েছে। আপনারা বাতিল করেছেন, খুব ভাল কথা! ওই ট্যাবলো আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে রেড রোডে প্রদর্শিত হবে।”

02:24 PM (IST) Jan 23
সংসদে নেতাজি স্মরণ

সংসদের সেন্ট্রাল হলে নেতাজিকে স্মরণ করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা।

02:22 PM (IST) Jan 23
রেড রোডে নেতাজিকে শ্রদ্ধা বিজেপি বিধায়কদের

কলকাতার রেড রোডে, নেতাজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল, অশোক দিন্দারা। 

02:20 PM (IST) Jan 23
রাজ্য বিজেপি সভাপতির শ্রদ্ধার্ঘ্য

কলকাতার নেতাজি ভবনের সামনে, নেতাজির মূর্তিতে মাল্যদান করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। 

02:19 PM (IST) Jan 23
বিধানসভায় পুষ্পার্ঘ্য বিরোধী শুভেন্দু অধিকারীর

বিধায়সভায় নেতাজির ছবিতে পুষ্পার্ঘ্য দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

01:50 PM (IST) Jan 23
সুভাষ 'ফাইল' নিয়ে ফের মমতাকে তোপ বিজেপি আইট হেড অমিত মালব্যের
01:48 PM (IST) Jan 23
নেতাজী জয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের

01:47 PM (IST) Jan 23
নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী শ্রদ্ধার্ঘ্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের
01:46 PM (IST) Jan 23
নেতাজির জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর
01:44 PM (IST) Jan 23
নেতাজির জন্মদিনে শ্রদ্ধার্ঘ অভিনেত্রী অর্পিতার

স্বাধীনতা কেউ দেয় না, স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়, নেতাজির জন্মদিনে শ্রদ্ধার্ঘ জানাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অর্পিতা চট্টোপাধ্যায়। 

01:33 PM (IST) Jan 23
নেতাজি ও বাল ঠাকরে

নেতাজির জন্মদিনের দিনই জন্মদিন শিবসেনা দলের প্রতিষ্ঠাতা বাল ঠাকরের। মুম্বইয়ে, নিজেদের বাসভবনে দুজনকেই শ্রদ্ধা জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও তাঁর ছেলে আদিত্য ঠাকরে।

01:30 PM (IST) Jan 23
'বাংলা না থাকলে দেশের স্বাধীনতা আসত না'

বাংলা না থাকলে দেশের স্বাধীনতা আসত না। কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক অনুষ্ঠানে বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

12:45 PM (IST) Jan 23
দেশনায়কের জন্মদিনে মিমি চক্রবর্তীর শ্রদ্ধার্ঘ

"শুভ জন্মদিন" দেশনায়ক, বাংলা তথা ভারতবাসীর আবেগ নেতাজি সুভাষ চন্দ্র বসু, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন মিমি চক্রবর্তী।