সংক্ষিপ্ত
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের আমলে ভারতের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বেশ কিছু পদক্ষেপ।
কথা কম কাজ বেশি পন্থায় বিশ্বাসী ছিলেন সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। দেশের উন্নয়নে একের পদক্ষেপ নিয়েছিলেন তিনি। FDI থেকে জাতীয় খাদ্য সুরক্ষা আইন বাস্তবায়িত হয়েছিল তাঁর সময়। রইল তাঁর আমলে হওয়া পাঁচটি চমকপ্রদ কাজের কথা। যা উন্নতির দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল ভারতকে।
লাইসেন্স রাজ খতমের কারিগর প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। ১৯৯১ সালের অর্থিক সংকটের সময় অনেক লেনদেনের সমস্যা এসেছিল সামনে। সে সময় লাইসেন্স রাজের সমাপ্তি ঘটান। যার সুবিধা আজও ভোগ করছেন সাধারণ মানুষ।
বিদেি পণ্যের শুল্ক কমান প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। আমদানি শুল্ক কমানোর জন্য ভারতে বিদেশি পণ্য আমদানি সহজ হয়েছে। শুল্ক ৩০০ শতাংশ থেকে ৫০ শতাংশ করেছিলেন তিনি।
প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে উৎসাহ দিয়েছিলেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। তিনি এমন আর্থিক নীতি তৈরি করেন যাতে ভারতের বাজারের প্রতি আকৃষ্ট হন বিদেশি কোম্পানাগুলো।
আয়করে সংস্কার করেন তিনি। আয়করের ধাপ চার থেকে কমিয়ে তিনে নামিয়ে এনেছিলেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। ব্যক্তিগত আয়কর ৫৬ থেকে কমিয়ে ৪০ শতাংশ করেছিলেন।
২০১৩ সালে সামাজিক সুরক্ষা আইন বাস্তবায়িত হয়। NFSA তৈরি করেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। এই আইনের আওতায় দেশের দুই তৃতীয়াংশ লোক ভর্তুকিযুক্ত খাদ্য শস্য পাওয়া শুরু করে। এর ফলে অপুষ্টির সমস্যা দূর হয় ও আর্থিক বৃদ্ধি শুরু হয়।
FDI থেকে জাতীয় খাদ্য সুরক্ষা আইন- এই পাঁচ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ।