04:09 PM (IST) May 07
ক্ষতিপূরণ ঘোষণা

 

ভাইজাগে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। 

 

03:27 PM (IST) May 07
বাড়ল মৃতের সংখ্যা

ভাইজাগ গ্যাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১১।

 

 

01:59 PM (IST) May 07
অসুস্থদের দেখতে কিং জর্জ হাসাপাতালে মুখ্যমন্ত্রী


অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি  অসুস্থদের দেখতে কিং জর্জ হাসাপাতালে যান।

01:59 PM (IST) May 07
এলজি পলিমারস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে এফআইআর


এলজি পলিমারস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের  বিরুদ্ধে ইতিমধ্যে দায়ের হয়েছে এফআইআর।

12:29 PM (IST) May 07
উদ্বিগ্নি স্বরাষ্ট্রমন্ত্রী

পুরো বিষয়ের উপর নজর রাখা হচ্ছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী।

 

 

12:28 PM (IST) May 07
জগনকে ফোন মোদীর

বিশাখাপত্তনমে গ্যাস লিকের ঘটনায় মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডিকে ফোন করলেন প্রধানমন্ত্রী। 

 

12:27 PM (IST) May 07
পাশে থাকার বার্তা

বিশাপত্তনমের পাশে থাকার বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। 

 

 

পাশে থাকার বার্তা রাহুল গান্ধী। 

 

 

পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ। 

12:26 PM (IST) May 07
প্রত্যেকের সুরক্ষার জন্যে প্রার্থনা রাষ্ট্রপতির

বিশাখাপত্তনমে গ্যাস লিকের ঘটনায় সবার সুরক্ষা চেয়ে প্রার্থনা করলেন রাষ্ট্রপতি। 

 

12:24 PM (IST) May 07
বিশাখাপত্তনম নিয়ে বৈঠক

ভাইজাগের গ্যাস লিকের ঘটনায় এনডিএমএর সঙ্গে মোদীর বৈঠক। হাজির রাজনাথ সিং ও অমিত শাহও। 

12:23 PM (IST) May 07
প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কথা

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। সব করম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। 

12:21 PM (IST) May 07
গ্যাস লিকের ঘটনায় প্রধানমন্ত্রীর টুইট

গ্যাস লিকের ঘটনায় স্থানীয়  মানুষের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । প্রধানমন্ত্রী টুইটে লেখেন, "বিশাখাপত্তনমের পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রক এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি, ওরা পরিস্থিতির দিকে কড়া নজর রাখছেন। আমি বিশাখাপত্তনমের প্রত্যেকের সুরক্ষা ও মঙ্গল কামনা করি।"

 

12:18 PM (IST) May 07
ভোর রাতে গ্যাস লিক

বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটে নাগাদ ওই কারখানা থেকে গ্যাস লিক করা শুরু হয়। সে সময় কারখানায় ছিলেন শুধু নিরাপত্তারক্ষীরা। সেই গ্যাস লিক হওয়ায় অচৈতন্য হয়ে পড়েন তাঁরা। ফলে তখন উদ্ধার কার্যের জন্য খবর দেওয়া সম্ভব হয়নি। এর পর গ্যাস ছড়িয়ে পড়তে থাকে লোকালয়ে। সাড়ে চারটের দিকে আশেপাশের এলাকার বাসিন্দাদের চোখ জ্বালা ও শ্বাসকষ্ট শুরু হতে থাকে। যার জেরে ঘুম ভেঙে যায় অনেকের। খবর যায় পুলিশে। জরুরি ভিত্তিতে র কার্যে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

12:17 PM (IST) May 07
গ্যাস লিকে মৃত্যু ১০ জনের

বৃহস্পতিবার ভোররাতে বিশাখাপত্তনমের অদূরে গোপালপত্তনমে ‘এলজি পলিমার্স ইন্ডিয়া’ নামের একটি সংস্থার রাসায়নিক কারখানা থেকে বিষাক্ত গ্যাস নির্গত হতে শুরু করে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ১০  জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। 

12:16 PM (IST) May 07
ফিরল ৩ দশকের ভয়ঙ্কর স্মৃতি

বিষাক্ত গ্যাসের কবলে বিশাখাপত্তনম, মৃত্যুরে কোলে ঢলে পড়ছে মানুষ, অসুস্থ কয়েক হাজার, মরেছে গবাদি পশু, ভোপাল গ্যাস ট্র্যাজেডি-কে স্মরণ করাল বিশাখাপত্তনম।