শুক্রবারই ভুটানে প্রথম করোনভাইরাস আক্রান্তের সন্ধান মিলেছে। এক মার্কিন পর্যটক এই রোগে আক্রান্ত বলে জানিয়েছে বুটান। তবে ওই পর্যটক বুটান যাওয়ার আগে এসেছিলেন ভারতের মুম্বই, কলকাতা এবং অসমে।
করোনাভাইরাস LIVE Updates: থাবা বসালো পোপের দেশেও, বন্ধ ভুটানের দরজা
ক্রমেই গোটা বিশ্বের সঙ্গে ভারতেও বাড়ছে করোনাভাইরাসের প্রাদুর্ভাব
আক্রান্তের সংখ্যা ২৯ হতেই জারি উচ্চ সতর্কতা
বিদেশি সব পর্যটককে বিমানবন্দরগুলিতেই পরীক্ষা করা হবে। ভারত ও বিশ্বে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সর্বেশেষ খবর জানতে চোখ রাখুন এখানে।
- FB
- TW
- Linkdin
করোনভাইরাস নিয়ে উদ্বেগে, শুক্রবার নয়াদিল্লিতে আসন্ন শুটিং বিশ্বকাপ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হল।
ইরানের বিদেশমন্ত্রীর উপদেষ্টার মৃত্যু হল করোনাভাইরাস-এর প্রদুর্ভাবে। এখনও পর্যন্ত ইরানে ৩,৫১৩ জনকে আক্রান্ত এবং কমপক্ষে ১০৭ জনের মৃত্যু হয়েছে।
ভ্যাটিকান সিটি অর্থাৎ খ্রিস্টান সম্প্রদায়ের পবিত্র শহরে প্রথম করোনভাইরাস-এ আক্রান্তের খবর এল। এর আগে, করোনাভাইরাসে পোপ ফ্রান্সিস নিজেই আক্রান্ত হয়েছেন বলে গুজব রটেিল সোশ্যাল মিডিয়ায়। পরে জানা যায় সেটা নেহাতই গুজবই।
করোনাভাইরাস আক্রান্ত ইরানে আটকে বেশ কিছু ভারতীয়। সেখান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে কেন্দ্রীয় সরকার ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে। জানা গিয়েছে ইরান থেকে একটি বিমান শুক্রবার রাতেই প্রায় ৩০০ ভারতীয়কে নিয়ে দেশে ফিরবে। এই যাত্রীদের বিচ্ছিন্ন করে রাখার জন্য পুরোপুরি প্রস্তুতি রয়েছে।
করোনভাইরাস উদ্বেগের কারণে মধ্যপ্রদেশ সরকারের সঙ্গে আলোচনা করে আইফা পুরস্কার ২০২০ অনুষ্ঠানটি আপাতত স্থগিত রাখা হচ্ছে। এই অনুষ্ঠানটি মার্চ মাসের শেষের দিকে হওয়ার কথা ছিল। নতুন তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে।
আগামী দুই সপ্তাহের জন্য বিদেশি পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করলো ভুটান। ড্রুক এয়ার-এর বিমানও দুই সপ্তাহের জন্য বাতিল করা হয়েছে। এদিনই এই দেশে প্রথম করোনাভািরাস আক্রান্তের সন্ধান মিলেছে।
ইরান থেকে আসা ১৩ জন পর্যটকদের একটি দলকে অমৃতসরের একটি হোটেলে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। তাদের মেডিকেল পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বাইরে যেতে দেওয়া হচ্ছে না। বৃহস্পতিবার রাতেই তারা অমৃতসর পৌঁছান। হোটেলের ঘরেই তাদের থাকতে বলা হয়েছে।
শুক্রবার চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, করোনাভাইরাস আক্রান্ত নিশ্চিত হওয়ার ঘটনা প্রথম উহান প্রদেশেই মিলেছিল। তবে তার মানে এর উৎস যে চিনেই তা নয়। কোথা থেকে এল এই ভাইরাস তা এখনও অজানা।
রাজধানী দিল্লিতে আরও এক ব্যরক্তির করোনাভাইরাসে আক্রান্ত বলে জানা গেল। সব মিলিয়ে ভারতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩১-এ। নতুন আক্রান্ত ব্যক্তি থাইল্যান্ড এবং মালয়েশিয়ায় গিয়েছিলেন। তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানানো হয়েছে।
নভেল করোনাভাইরাস-এর সংক্রমণ রোধে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে রাজ্যগুলিকে আপাতত জনসমাগম বন্ধ করতে উপদেশ দেওয়া হল।
ক্রমে একের পর এক দেশ চলে যাচ্ছে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কবলে। শুক্রবার ভুটানে প্রথম করোনাভাইরাস আক্রান্তের সন্ধান মিলল। শুক্রবার সেই দেশের প্রধানমন্ত্রী জানিয়েছেন এক মার্কিন পর্যটকের দেহে করোনভাইরাসের উপস্থিতির প্রমাণ পাওয়া গিয়েছে।
বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের এক সরকারী হাসপাতালের বিচ্ছিন্ন ওয়ার্ড থেকে পালিয়ে গেলেন হাসপাতাল থেকে ইতালি ও দক্ষিণ কোরিয়া থেকে সদ্য দেশে ফেরা দু'জন ব্যক্তি। তাঁরা কোভিড-১৯'এ আক্রান্ত কিনা তা পরীক্ষা করার জন্য তাদের বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। তবে শুক্রবার তাঁদের আবার হাসপাতালে পিরিয়ে আনা হয়েছে।
চিনের বাইরে কোভিড-১৯ সংক্রামিত হচ্ছে ১৭ গুণ দ্রুত, জানালো ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন।
বৃহস্পতিবার বিকেলে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে আরও একজনের দেহে করোনাভািরাসের উপস্থিতি পাওয়ায় সব মিলিয়ে ভারতে এই রোগে আক্রান্তের সংখ্যা গিয়ে পৌঁছেছিল ৩০-এ। এরমধ্যে ১৬ জন ইতালিয়, বাকিরা সকলেই ভারতীয়। কেরলের প্রথম ৩ আক্রান্ত ইতিমধ্যেই সুস্থ হয়ে গিয়েছেন। শুক্রবার সকাল পর্যন্ত ভারতে নতুন করে কারোর কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার খবর আসেনি।
শুক্রবার সকালে চিন আরও ৩০ জনের মৃত্যুর খবর জানিয়েছে। সবমিলিয়ে এখন পর্যন্ত চিনে এই রোগে মোট ৩,০৪২ জনের মৃত্যু হয়েছে।
বিশ্বে জাপানের পরে ইতালিতেই সবচেয়ে বেশি পৌঢ়ের বসবাস। তাই এই দেশে কোভিড -১৯ এ আক্রান্ত ও মৃতের সংখা্যাও অনেক বেশি। সব মিলিয়ে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। ইউরোপের করোনভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল হয়ে উঠেছে এই দেশ।
বৃহস্পতিবারের দক্ষিণ কোরিয়ায় আরও ১৯৬ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার সকালে সেই দেশের সরকার জানিয়েছে সব মিলিয়ে দেশে মোট ৬,২৮৪ জন আক্রান্ত। বৃহস্পতিবার আরও সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সবমিলিয়ে মৃত্যু মিছিল পৌঁছেছে ৪২ জনে।
ওয়াশিংটনের কিং কাউন্টিতে আরও এক ব্যক্তির মৃত্যু হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে ১২ হয়েছে। মার্কিন মুলুকে আরও ৫৩জন নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছেন।
করোনো ভাইরাস সংক্রমণ ঠেকাতে শুক্রবার থেকে ৩১ মার্চ পর্যন্ত পঞ্চম শ্রেণি পর্যন্ত সব সরকারী ও বেসরকারী স্কুল বন্ধ থাকবে বলে জানিয়েছেন উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া