করোনাভাইরাসের সংক্রমণের কারণে গোটা দেশ যে অভূতপূর্ব আর্থিক সংকটের মুখে পড়েছে তা থেকে রেহাই দেওয়ার জন্য গত মঙ্গলবার ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার নাম দেওয়া হয়েছে আত্মনির্ভর ভারত যোজনা। এই প্যাকেজ ঘোষণা করে তিনি জানিয়েছিলেন, ধাপে ধাপে এই ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজের উপাদানগুলি ঘোষণা করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেই মোতাবেক গত বুধবার প্রথম দফা ঘোষণা করেছিলেন নির্মলা। শনিবার অর্থনৈতিক প্যাকেজ নিয়ে চতুর্থ দফার ঘোষণা করছেন নির্মলা।
পিপিপি মডেলে বিমানবন্দরগুলির আধুনিকীকরণ হবে,ভারতীয় আকাশসীমাকে যত বেশি সম্ভব ব্যবহারে ছাড়পত্র।
নতুন ৫০০ কয়লা ব্লকে বেসরকারি সংস্থাগুলিকে কয়লা উত্তোলনে ছাড়পত্র, ৩৩৭৬টি শিল্প পার্ক চিহ্নিত করা হয়েছে, খনি এলাকায় উচ্ছেদের পরিকাঠামা বাবদ ৫০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।
৭৪ শতাংশ পর্যন্ত বিদেশি বিনিয়োগে ছাড়পত্র। অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলির কর্পোরেটাইজেশন হবে, বেসরকারিকরণ নয়।
আত্মনির্ভর ভারত গড়তে ৮টি বিশেষ ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে। কয়লা, খনিজ, প্রতিরক্ষা, বিমানবন্দর সহ ৮ ক্ষেত্রে জোর। শিল্প-পরিকাঠামোর উন্নতিতে বিশেষ জোর।