সুন্নি ওয়াকফ বোর্ডকে বিকল্প জমি। কেন্দ্রীয় সরকারকে তিন মাসের মধ্যে ট্রাস্ট বানানোর কথা সুপ্রিম কোর্টের। সুন্নি ওয়াকফ বোর্ডকে বিকল্প জমি। বিতর্কিত জমি রাম লালার। ৫একর জমি সুন্নি ওয়াকফ বোর্ডের। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
Ayodhya Verdict Live- ঐতিহাসিক রায়, অযোধ্যার বিতর্কিত জমি রামজন্মভূমি ন্য়াস-কে অর্পণ
- অবশেষে ঘোষণা করা হচ্ছে অযোধ্যা মামলার রায়
- সম্প্রতি ৪০ দিনের মধ্যে এক সওয়াল জবাব শেষ হয়েছে
- এরপর প্রধান বিচারপতি রায়দান স্থগিত রেখেছিলেন
- শনিবার বেলা ১০.৩০টায় অবশেষে সেই রায় ঘোষণা হতে চলেছে
- FB
- TW
- Linkdin
মন্দির ভেঙে মসজিদ হয়েছে তার প্রমাণ নেই। কাঠামোর নীচের তথ্যে প্রমাণ হয় না ওটা হিন্দুদের। রাম লালা ঐতিহাসিক তথ্য়ের ভিত্তিতে কথা বলেছে। আবেগের বশে কোনও সিদ্ধান্ত হয় না।
বাবরি মসজিদ খালি জায়গায় তৈরি হয়নি। মসজিদের নীচে স্থাপত্য ছিল। স্থাপত্য যা ছিল তা ইসলামিক নয়। এমনই জানাল সুপ্রিম কোর্ট।
রাম লালাকে স্বীকৃতি সুপ্রিমকোর্টের । রাম লালাকে প্রধানপক্ষ মানল সুপ্রিম কোর্ট।
নির্মোহী আখাড়ার দাবি খারিজ
পাঁচ বিচারপতির সহমতেই রায় ঘোষণা। অযোধ্যা মামলার রায় ঘোষণা শুরু। মসজিদ কবে শুরু হয়েছিল তাতে কিছু যায় আসে না। জানালেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।
আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরই অযোধ্য়া মামলার রায়দান। সুপ্রিম কোর্টে পৌঁছলেন বিচারপতি রঞ্জন গগৈ।
নিরাপত্তা সুনিশ্চিত করতে জরুরি মিটিং ডাকলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ছাড়াও তলব করা হয়েছে ইনটেলিজেন্স চিফ অরবিন্দ কুমার ও অন্যান্য নিরাপত্তা আধিকারিকদের। স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতেই বসছে বৈঠক।
রায়দানের আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বাড়ির সামনে ভিড়। দিল্লিতে গগৈয়ের বাড়ির সামনে ভিড় আইনজীবীদের। সাড়ে দশটায় অযোধ্য়া মামলার রায়দান।
অযোধ্যা মামলার রায় বেরোনোর আগে দলের মুখ্পাত্রদের জরুরি তলব বিজেপি সভাপতি অমিত শাহের। নিজের বাড়িতেই সারলেন বৈঠক। রায় বেরোনোর পর সংবাদ মাধ্য়মে কী বার্তা দেওয়া হবে তা নিয়েই বৈঠক।
সকাল ১০ থেকে শুরু। জয়পুর কমিশনারেটে ২৪ ঘণ্টার জন্য বন্ধ ইন্টারনেট পরিষেবা। রাজস্থানে বন্ধ সব স্কুল। বুন্দিতে জারি ১৪৪ ধারা। চারজনের বেশি জমায়েত দেখলেই ধরছে পুলিশ।
উত্তরপ্রদেশে সবকিছু স্বাভাবিক। রাম লালার মন্দিরে যাচ্ছেন ভক্তরা। সেখানে যাওয়ায় কোনও ধরনের বিধি নিষেধ নেই। দোকান-বাজারও খোলা। জানালেন, উত্তরপ্রদেশের এডিজি আশুতোষ পান্ডে।
অযোধ্যা মামলার রায় ঘোষণার আগে উত্তরপ্রদেশে দশ হাজার বৈঠক। রাজ্যে অশান্তি এড়াতে ধর্মীয় নেতা ও নাগরিকদের সঙ্গে এই বৈঠক সেরেছে প্রশাসন। শুরু হয়েছে আকাশ পথে নজরদারি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অযোধ্যায় নিয়োগ করা হয়েছে এডিজি পদ মর্যাদার অফিসার। সোশ্য়াল সাইটে গুজব এড়াতে নেওয়া হয়েছে ব্য়বস্থা। রাজ্যজুড়ে চলছে আধা সেনার টহল। জানালেন, রাজ্যের ডিজিপি ওপি সিং।
উত্তরপ্রদেশে জারি ১৪৪ ধারা। একসঙ্গে চার জনের বেশি জমায়েত দেখলেই আটকাচ্ছে পুলিশ। কড়া নিরাপত্তার মোড়কে যোগীর রাজ্য।
Security heightened in #Ayodhya ahead of the verdict in Ayodhya land dispute case today; Section 144 (prohibits assembly of more than 4 people in an area) has been imposed in the state of Uttar Pradesh. pic.twitter.com/XTw8rhTyfm
— ANI (@ANI) November 9, 2019
অযোধ্যা শহরে ঢোকার মুখেও কড়া পুলিশি নিরাপত্তা, চলছে টহলদারি।
Police personnel deployed at the entrance of Ayodhya city, in the light of pronouncement of #AyodhyaVerdict by the Supreme Court today. pic.twitter.com/0Z6IgFQ6uA
— ANI UP (@ANINewsUP) November 9, 2019
প্রধান বিচারপতি রঞ্জন গগই-এর সরকারি বাসভবনের সামনে রাত থেকেই মোতায়েন দিল্লি পুলিশের কয়েকটি দল, কড়া নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে বাংলো।
Delhi: Police personnel deployed outside the residence of Chief Justice of India (CJI) Ranjan Gogoi. Supreme Court will pronounce #AyodhyaVerdict today. pic.twitter.com/J2t3L4K3FA
— ANI (@ANI) November 9, 2019
অযোধ্যায় হনুমান মন্দিরের সামনে এবং তার সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তার বন্দোবস্ত, রাস্তা ব্যারিকেডও করে রেখেছে পুলিশ প্রশাসন।
Ayodhya: Security outside Hanuman Garhi Mandir. Supreme Court will pronounce #AyodhyaVerdict today. pic.twitter.com/pbB3AlM7w2
— ANI UP (@ANINewsUP) November 9, 2019
অযোধ্যায় সকাল থেকেই চারিদিকে কড়া নিরাপত্তার ছবি ধরা পড়েছে। রাস্তায় রাস্তায় ব্যারিকেড দিয়ে চলছে তল্লাশি।
Ayodhya: Security deployed in the area around Ram Janmabhoomi police station. Supreme Court will pronounce #AyodhyaVerdict today. pic.twitter.com/d6FsWEjcTh
— ANI UP (@ANINewsUP) November 9, 2019
কর্ণাটক স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বা কেএসআরটিসি- সমস্ত ডিসি, ডিভিশনাাল অফিসার এবং ডিপো ম্যানেজারদের সদর দফতরে অবিলম্বে রিপোর্ট করতে নির্দেশ দিয়েছে। অযোধ্যা মাবার রায়দানের জন্য এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।
Karnataka State Road Transport Corporation (KSRTC): In view of the Supreme Court verdict, it is directed that all DCs and Divisional officers, Depot Managers be in their Headquarters and have a close liasion with the local police authorities while operating buses. #AyodhyaVerdict
— ANI (@ANI) November 9, 2019
রাজস্থানের ভরতপুরে রবিবার সকাল পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অযোধ্যা মামলার রায়দানের জন্য এই সিদ্ধান্ত রাজস্থান সরকারের।
Rajasthan Government: Mobile internet service suspended in Bharatpur till 6 am tomorrow ahead of verdict on #Ayodhya land dispute case today.
— ANI (@ANI) November 9, 2019