দেশের ৩২৫টি জেলা এখনও করোনা সংক্রমণ মুক্ত। জানাল কেন্দ্রীয় সরকার।
- Home
- India News
- Coronavirus LIVE, দেশের ৩২৫টি জেলায় নেই করোনা সংক্রমণের খবর, আন্দামানে সুস্থ হলেন সব আক্রান্তই
| Published : Apr 16 2020, 08:00 AM IST / Updated: Apr 16 2020, 04:41 PM IST
Coronavirus LIVE, দেশের ৩২৫টি জেলায় নেই করোনা সংক্রমণের খবর, আন্দামানে সুস্থ হলেন সব আক্রান্তই
Coronavirus LIVE, দেশের ৩২৫টি জেলায় নেই করোনা সংক্রমণের খবর, আন্দামানে সুস্থ হলেন সব আক্রান্তই
সংক্ষিপ্ত
বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ২০ লক্ষের গণ্ডি। মারণ ভাইরাস এখনও পর্যন্ত প্রাণ কেড়েছে ১ লক্ষ ৩৪ হাজারেরও বেশি মানুষের। এদিকে ভারতে সংক্রমণের শিকার ১২ হাজারের বেশি মানুষ। মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৪০০ গণ্ডি। একা মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ৩ হাজারের বেশি। এদিকে চিনে নতুন করে ৪৬ জনের শরীরে সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। ফের মৃতের সংখ্যায় রেকর্ড গড়েছে মার্কিন মুলুক। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনার বলি হয়েছে প্রায় ২,৬০০ মানুষ। ভারতে ও বিশ্বব্যপী এই মহামারী সংক্রান্ত সর্বশেষ খবরাখবর জানতে চোখ রাখুন এখানে - Share this Liveblog
- FB
- TW
- Linkdin
04:42 PM (IST) Apr 16
৩২৫ টি জেলায় করোনার কোনও কেস নেই
04:36 PM (IST) Apr 16
রেকর্ড গড়ল আন্দামান
আন্দামানে করোনা সংক্রমণের শিকার হওয়া ১১ জন ব্যক্তিই সুস্থ হয়ে উঠলেন।
02:14 PM (IST) Apr 16
একসঙ্গে লড়াই করার ডাক রাহুল গান্ধীর
নরেন্দ্র মোদীর সঙ্গে বহু বিষয়ে একমত না হলেও দেশের এই সংকটময় মুহুর্তে একসঙ্গে লড়াই করব। সাংবাদিক সম্মেলনে বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
12:14 PM (IST) Apr 16
লকডাউন বিধি লঙ্ঘন করার শাস্তি
মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে, এর মাঝেই লকডাউন ভেঙে পথে প্রাতভ্রমণকারীরা, লকডাউনের বিধি ভঙ্গ করার শাস্তি দিল পুলিশ, পথের মাঝে সকলকে দিয়ে করানো হল যোগা।
12:09 PM (IST) Apr 16
পরিসংখ্যান দিল কেন্দ্র
বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১২,৩৮০। মৃত্যু হয়েছে ৪১৪ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১৪৮৯ জন।
11:24 AM (IST) Apr 16
পিৎজা খেয়ে কোরায়েন্টাইনে ৭২ পরিবার
দক্ষিণ দিল্লিতে করোনাভাইরাসে আক্রান্ত পিৎজা ডেলিভারি বয়। তারপরই দিল্লির প্রশাসন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে ৭২টি পরিবারকে। কারণ আক্রান্ত যুবক ৭২টি পরিবারে পিৎজা সরবরাহ করেছিল।
11:23 AM (IST) Apr 16
পিৎজা খেয়ে কোরায়েন্টাইনে ৭২ পরিবার
দক্ষিণ দিল্লিতে করোনাভাইরাসে আক্রান্ত পিৎজা ডেলিভারি বয়। তারপরই দিল্লির প্রশাসন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে ৭২টি পরিবারকে। কারণ আক্রান্ত যুবক ৭২টি পরিবারে পিৎজা সরবরাহ করেছিল।
11:13 AM (IST) Apr 16
পিৎজা খেয়ে কোরায়েন্টাইনে ৭২ পরিবার
দক্ষিণ দিল্লিতে করোনাভাইরাসে আক্রান্ত পিৎজা ডেলিভারি বয়। তারপরই দিল্লির প্রশাসন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে ৭২টি পরিবারকে। কারণ আক্রান্ত যুবক ৭২টি পরিবারে পিৎজা সরবরাহ করেছিল।
11:11 AM (IST) Apr 16
পিৎজা খেয়ে কোরায়েন্টাইনে ৭২ পরিবার
দক্ষিণ দিল্লিতে করোনাভাইরাসে আক্রান্ত পিৎজা ডেলিভারি বয়। তারপরই দিল্লির প্রশাসন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে ৭২টি পরিবারকে। কারণ আক্রান্ত যুবক ৭২টি পরিবারে পিৎজা সরবরাহ করেছিল।
11:08 AM (IST) Apr 16
ভ্যাকসিন না পাওয়া পর্যন্ত চলতে পারে লকডাউন
ব্রিটেনে করোনা আক্রান্তের সংখ্যা এক লক্ষ ছুঁই ছুঁই, পরিস্থিতি সামলাতে ১ বছরের জন্য লকডাউনের চিন্তাভাবনা, ভ্যাকসিন না পাওয়া পর্যন্ত চলতে পারে লকডাউন, এমন ইজ্ঞিত দিয়ে রাখলেন দেশের স্বাস্থ্যমন্ত্রী।
10:05 AM (IST) Apr 16
লকডাউনের মাঝে জীবনযুদ্ধ
লকডাউনের কারণে অসুস্থ ব্যক্তির অটো থামাল কেরল পুলিশ, ৬৫ বছরের বৃদ্ধ বাবাকে কোলে নিয়ে হাঁটলেন অসহায় ছেলে, স্বামীর প্রেসকিপশন নিয়ে রওনা দিলেন বৃদ্ধা স্ত্রী।
09:08 AM (IST) Apr 16
সংক্রমণের শিকার তবলিগি প্রধানের ২ আত্মীয়
তবলিগি জামাতের প্রধানের পরিবারে করোনা, সংক্রমণের শিকার হলেন ২ আত্মীয়, নিজামুদ্দিনের মারকাজে তাঁরা অংশ নেন, জামাত প্রধানের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের পুলিশের।
08:21 AM (IST) Apr 16
করোনার শিকার তবলিগ জামাতের প্রধানের ঘনিষ্ঠ
এবার করোনার শিকার হলেন তবলিগ জামাতের প্রধান মৌলানা সাদের দুই আত্মীয়।
08:20 AM (IST) Apr 16
ফের নতুন রেকর্ড আমেরিকার
একদিনে মৃতের সংখ্যায় ফের রেকর্ড গড়ল মার্কিন মুলুক। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা সংক্রমণে মৃত্যু প্রায় ২,৬০০০ জনের।
08:18 AM (IST) Apr 16
ভারতে ৪০০ ছাড়াল মৃতের সংখ্যা
এদেশে এখনও পর্যন্ত করোনা সংক্রমণের শিকার ১২, ২৮১ জন। কোভিড ১৯ রোগে মারা গিয়েছেন ৪২৪ জন।
08:16 AM (IST) Apr 16
লন্ডনে পাড়ি দিলেন ব্রিটিশ পর্যটকরা
অবশেষে লকডাউনে এদেশে আটকে পড়া ২৬৮ জন ব্রিটিশ নাগরিক দেশে ফেরার সুযোগ পেলেন। কোচিন ও তিরুবন্তপুরম থেকে ব্রিটিশ এয়ারওয়েজের বিমানে দেশের উদ্দেশ্যে পাড়ি দেন তাঁরা।
08:12 AM (IST) Apr 16
ফের করোনা আক্রান্ত চিকিৎসক
দিল্লির মৌলানা আজাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা সংক্রমণের শিকার এক চিকিৎসক।
08:10 AM (IST) Apr 16
৬ হাজার ছাড়াল পাকিস্তানে সংক্রমণ
পাকিস্তানে করোনা ভাইরাসের শিকার ৬২৯৭ জন। মৃতের সংখ্যা ১১৭।
08:09 AM (IST) Apr 16
দেশে রেড জোনে ১৭০টি হটস্পট জেলা
দেশে করোনার হটস্পট ১৭০ টি জেলাকে রাখা হয়েছে রেড জোনে।
08:06 AM (IST) Apr 16
সুস্থ হয়েছেন ৫ লক্ষের বেশি
করোনাভাইরাসকে হারিয়ে এখনও পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৫ লক্ষ ১০ হাজারেরও বেশি মানুষ।