গত ২৪ ঘণ্টায় দেশে করোনার শিকার হয়েছেন ১০০৭ জন, প্রাণ হারিয়েছেন ২৩ জন।
বিশ্বে করোনা সংক্রমণের গ্রাফ এখনও উর্দ্ধমুখী। গোটা দুনিয়ায় কোভিড ১৯ রোগে আক্রান্তের সংখ্যা ২১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মৃতের সংখ্যা সাড়ে ১ লক্ষ ৪৫ হাজারের বেশি। এদিকে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। মৃতের সংখ্যা সাড়ে চারশো ছাপিয়েছে। এর মধ্যেই অবশ্য রয়েছে একটি ভাল খবর। এবার কোভিড ১৯-এর বিরুদ্ধে লড়াই করতে ভারতকে ৫.৯ মিলিয়ন ডলারের চিকিৎসা সহায়তা দিতে চলেছে আমেরিকা। ভারতে ও বিশ্বব্যপী এই মহামারী সংক্রান্ত সর্বশেষ খবরাখবর জানতে চোখ রাখুন এখানে -
গত ২৪ ঘণ্টায় দেশে করোনার শিকার হয়েছেন ১০০৭ জন, প্রাণ হারিয়েছেন ২৩ জন।
দেশে করোনা আক্রান্ত রাজ্যগুলির মধ্যে ৩ নম্বরে রয়েছে তামিলনাড়ু, তামিলনাড়ু আগে রয়েছে মহারাষ্ট্র ও রাজধানী দিল্লি, এর মধ্যেই আশার আলো দেখতে তামিলনাড়ু প্রশাসন, একসঙ্গে সুস্থ হয়ে উঠলেন হাসপাতালের ভর্তি ৩০ জন করোনা আক্রান্ত।
ভারতীয় সেনার মাত্র ৮ জন এখনও পর্যন্ত করোনা সংক্রমণের শিকার হয়েছেন বলে জানিয়েছেন সেনা কর্তা জেনারেল এমএম নারাভানে। এদের মধ্যে ২ জন চিকিৎসক এবং একজন ১ জন নার্সিং অ্যাসিস্টেন্ট। আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৪ জন সুস্থ হয়ে উঠেছেন। এদিকে লাদাখে আক্রান্ত জওয়ানও এখন পুরোপুরি সুস্থ ও তিনি কাজে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন সেনা প্রধান।
জম্মু-কাশ্মীর সফরে গিয়েছেন দেশের সেনা প্রধান। লকডাউন পরিস্থিতিতে পাক সীমান্তের নিরাপত্তায় যাতে কোনওভাবে ফাঁকফোকর না থাকে তা নিজেই যাচাই করে দেখছেন জেনারেল নারাভানে। এই মাঝেই লাইন অব কন্ট্রোলে দাঁড়িয়ে তিনি বলেন, "আমাদের দেশ নিজেদের নাগরিকদের সাহায্য করার পাশাপাশি বিশ্বকে করোনা মুক্ত করার প্রচেষ্টা চালাচ্ছে, নানা দেশে ওষুধ পাঠাচ্ছে। অন্যদিকে, পাকিস্তান কেবল সন্ত্রাসবাদ রফতানি করে চলেছে।"
আধার কার্ড, রেশন কার্ড ছাড়়াই খাবার বিলি হবে দরিদ্রদের মধ্যে। নির্দেশ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।
দেশ জুড়ে চলছে দ্বিতীয় দফার লকডাউন, তার মধ্যেই বসল হাই প্রফাইল বিয়ের আয়োজন, বিয়ের পিঁড়িতে বসলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী ছেলে নিখিল কুমারস্বমী, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর দেবগৌড়ার নাতির বিয়ে ঘিরে জলঘোলা।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে ক্ষুদ্র শিল্পের জন্যে আপাতত ৫০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করলেন আরবিআইয়ের গভর্নর। পরিস্থিতি অনুযায়ী এই প্যাকেজের পরিমাণ ভবিষ্যতে আরও বাড়ানো হতে পারে বল জানান তিনি। আবাসন শিল্পে ১০ হাজার কোটি টাকার প্য়াকেজেরও ঘোষণা করেছেন শক্তিকান্ত দাস।
ব্যাঙ্কে নগদের জোগান বাড়াতে শুক্রবার রিভার্স রেপোরেট ২৫ শতাংশ কমাল রিজার্ভ ব্যাঙ্ক। পরিবর্তিত রেভার্স রেপোরেটের হার দাঁড়াল ৩.৭৫। তবে অপরিবর্তিত থাকছে রেপো রেট। আরবিআই গভর্নর বলেন, এই মুহূর্তে ভারতের সম্ভাব্য আর্থিক বৃদ্ধির হার ১.৯ শতাংশ। ২০২১-২২ অর্থবর্ষে বৃদ্ধির সম্ভাব্য হার ৭.৪ শতাংশ। তবে জি ২০ দেশগুলোর মধ্যে ভারতের পরিস্থিতিই সবচেয়ে ভাল।
চিনে আচমকাই বাড়িয়ে দেওযা হল মৃতের সংখ্যা।নতুন তথ্যে মৃতের সংখ্যা ৪৬৩২। একধাক্কায় ১২৯০ জনকে মৃত ঘোষণা করেছে উনান প্রশাসন।
মহারাষ্ট্রের ধারাভিতে করোনাভাইরাসে আক্রান্ত ৮৬। মৃত্যু হয়েয়েছ ৯ জনের।
করোনা মোকাবিলায় ভারতে চলছে দ্বিতীয় দফায় লকডাউন। আগামী ৩ মে পর্যন্ত গোটা দেশ জুড়ে এই লকডাউন চলবে বলে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পরিস্থিতিতে রেল থেকে বিমান পরিষেবা, সাধারণ যাত্রীদের জন্য সবকিছুই বন্ধ রয়েছে। চলছে না কোনও বাসও। ভারতে আটকে পড়েছিলেন কয়েকজন পাকিস্তানি নাগরিক। লকডাউনের আগেই বৈধ ভিসা নিয়ে এদেশে এসেছিলেন তাঁরা। সেই পাক নাগরিকদের এবার লকডাউনের মাঝেই দায়িত্ব নিয়ে ওয়াঘা সীমান্ত পার করিয়ে দিল ভারত সরকার।
ব্রাজিলে করোনা পরিস্থিতি মোকাবিলা করতে না পারার জন্য প্রেসিডেন্ট বোলসোনারো সরিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রীকে।
করোনা সংক্রমণ আটকাতে কানাডা-মার্কিন সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল থাকল।
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে ১৩,৪৩০। মৃতের সংখ্যা সরকারি ভাবে ৪৪৮।
করোনা মোকাবিলায় পাকিস্তানকে ১.৪ বিলিয়ন ডলার আর্থিক সাহায্য দিল ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড।
গুজারতের সুরাতে লকডাউনের মাঝেই মাস্ক পরে মন্দিরে বিয়ে করলেন এক দম্পতি।
রঙ্গোলি বিহু উৎসব পালন অসম পুলিশের। কতর্ব্য পালনের মাঝে গুয়াহাটির রাস্তাতেই নাচলেন পুলিশকর্মীরা।
করোনা মোকাবিলায় ভারতকে ৫.৯ মিলিয়ন ডলারের স্বাস্থ্য সহায়তা দিচ্ছে আমেরিকা।