12:40 PM (IST) Aug 28
দেশ কলেজ-বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা হবেই

কলেজ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিতেই হবে। রাজ্য সরকারগুলির বিরোধিতা উপেক্ষা করে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের  সিদ্ধান্ততে একপ্রকার শিলমোহর দিয়ে দিল সুপ্রিম কোর্ট । আদালত সাফ জানিয়ে দিল, পরীক্ষা ছাড়া পড়ুয়ারা পরের ক্লাসে উঠতে পারে না। তাই রাজ্য সরকারগুলিকে কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিতেই হবে। তবে, প্রয়োজন পড়লে ৩০ সেপ্টেম্বরের ডেডলাইন পিছিয়ে দেওয়া যেতে পারে।

10:04 AM (IST) Aug 28
দৈনিক আক্রান্ত ৭৭ হাজার
09:47 AM (IST) Aug 28
৯ লক্ষের বেশি করোনা পরীক্ষা
09:03 AM (IST) Aug 28
ভারতে সুস্থতার হার আশাব্যঞ্জক
09:02 AM (IST) Aug 28
আন্দামানে নতুন করে করোনা আক্রান্ত ৩৩
09:01 AM (IST) Aug 28
অসমে এক দিনে করোনা আক্রান্ত ২ হাজারের বেশি
09:00 AM (IST) Aug 28
মিজোরামে নতুন করে করোনা আক্রান্ত ২৯
08:58 AM (IST) Aug 28
সুস্থতার হার আশাব্যঞ্জক

বিশ্বে এখনও পর্যন্ত করোনা জয়ীর সংখ্যা ১ কোটি ৭০ লক্ষ ৯৩ হাজার ২৮৮।

 

08:57 AM (IST) Aug 28
প্রাণ গিয়েছে ৮ লক্ষের বেশি

 

বিশ্বে করোনার বলি এখনও পর্যন্ত ৮ লক্ষ ৩৫ হাজার ৬২৭।

 

08:56 AM (IST) Aug 28
বেড়েই চলেছে সংক্রমণ

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪৬ লক্ষ ২৫ হাজার ১৪৯।