নতুন শিক্ষার্থীদের জন্য সেপ্টেম্বর থেকে এবং বর্তমান শিক্ষার্থীদের জন্য আগস্টে কলেজগুলি ফের চালু করা হবে বলে জানিয়ে দিল ইউজিসি
- Home
- India News
- Coronavirus LIVE, দেশে আক্রান্তের সংখ্যা ৩১ হাজারের গণ্ডি পেরোল, মৃতের সংখ্যা হাজার ছাড়াল
Coronavirus LIVE, দেশে আক্রান্তের সংখ্যা ৩১ হাজারের গণ্ডি পেরোল, মৃতের সংখ্যা হাজার ছাড়াল
গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা এবার ৩১ লক্ষের গণ্ডি পেরিয়ে গেল। মৃতের সংখ্যা ২ লক্ষ ১৭ হাজারের বেশি। দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে ভারতেও বাড়ছে সংক্রমণের সংখ্যা। ইতিমধ্যে দেশে আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের গণ্ডি পেরিয় গিয়েছে। তবে ভালখবরও রয়েছে। ইতিমধ্যে দেশের ৩০০টি জেলাকে করোনা-ফ্রি বলে দাবি করছে ভারত সরকার। তবে করোনা পরিস্থিতির মোকাবিলায় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলোয় ওয়ার্ক ফ্রম হোমের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে ৩১ জুলাই পর্যন্ত। ভারতে ও বিশ্বব্যপী এই মহামারী সংক্রান্ত সর্বশেষ খবরাখবর জানতে চোখ রাখুন এখানে -
- FB
- TW
- Linkdin
২৮৮টি সরকারী পরীক্ষাগার এবং ৯৭টি বেসরকারী পরীক্ষাগার মিলিয়ে এখন ভারতে প্রতিদিন প্রায় ১৬০০০ নমুনা সংগ্রহ করা হচ্ছে আর ৬০,০০০ নমুনা পরীক্ষা করা হচ্ছে। কেন্দ্রের দাবি আগামী কয়েকদিনের মধ্যেই তারা প্রতিদিন ১ লক্ষ কোভিড-১৯ পরীক্ষা করার মতো জায়গায় পৌঁছবে।
লকডাউন-এর ৩৬তম দিনে দেশের বিভিন্ন রাজ্যে লকডাউনে আটকে পড়া মানুষদের বাড়িতে ফিরে যাওয়ার অনুমতি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এর জন্য রাজ্গুলিকে একজন করে নোডাল অফিসার নিয়োগ করতে হবে। তবে বাড়ি ফিরতে গেলে থার্মাল অন্যান্য স্ক্রিনিং-এর মধ্য দিয়ে যেতে হবে, কোভিড-১৯ রোগের কোনও লক্ষণ না থাকলে তবেই রাজ্য ছাড়ার অনুমতি দেওয়া হবে।
করোনার প্রকোপ রয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। অরেঞ্জ জোনের আওতায় রয়েছে কালিম্পং, দার্জিলিং এবং জলপাইগুড়ি। এই আবহেই কিছুটা স্বস্তির বার্তা দিল উত্তরবঙ্গ। করোনায় মুক্তি পেয়ে কোভিড হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ৩ জন। তাঁদের মধ্যে দুই নার্স ও একজন বৃদ্ধা। শিলিগুড়ি কোভিড হাসপাতালে ভর্তি ছিলেন তাঁরা।
বর্তমানে দেশে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা ৩১,৩৩২, মারা গিয়েছেন ১০০৭ জন।
বাঙ্গুর হাসপাতালে রিপোর্টে উঠে এল বড়সড় বিভ্রাট। প্রথম করোনা উপসর্গের রোগীর রিপোর্ট নেগেটিভ আসায় তাঁকে পাঠানো হল বাড়ি। এরপর সেই রিপোর্টে ভূল তথ্য় আসায় ফের রোগীকে ডেকে পাঠাল হাসপাতাল। রোগী পুনরায় এল হাসপাতালে। এরপর বাঙ্গুর হাসপাতালেই প্রাণ হারান আমহার্স্ট স্ট্রিটের বাসিন্দা ওই করোনা আক্রান্ত।রিপোর্টে বিভ্রান্তির কথা কার্যত স্বীকার করেছে বাঙ্গুর হাসপাতালের। সূত্রের ঘবর, তবে করোনাতেই মৃত্যু হয়েছে কিনা, তা খতিয়ে দেখবে অডিট কমিটি।
প্রায় ১২ হাজার কর্মী কাজ হারাতে চলেছেন।
এক কর্মীর সংক্রমণের কারণে নীতি আয়োগ বন্ধ হলেও ৪৮ ঘণ্টার মধ্যে দফতর খোলার প্রস্তুতি। ততক্ষণ কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ।
আমেরিকায় করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়ে গেল।
ব্রাজিলে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গেল।
গত ২৪ ঘণ্টায় মার্কিন মুলুকে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ২.২০০ জনের।
দিল্লির আজাদপুর বাজারে লকডাউনের মাঝে আজও জনতার ভিড় চোখে পড়ল।
কেদারনাথ মন্দিরের দরজা খুললেও লকডাউনের কারণে ভক্তদের প্রবেশের অনুমতি নেই।
মারণ করোনাকে জিতে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৯ লক্ষ ৫৫ হাজার ৭৭০ জন।
গোটা দুনিয়ায় করোনা সংক্রমণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২ লক্ষ ১৭ হাজার ৯৭০ জনের।
গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৩১ লক্ষ ৩৮ হাজার ১১৫।