করোনাভাইরাসের প্রতিষেধক নিয়ে আবারও হতাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র জানিয়েছেন, কার্যকারিতা আর সুরক্ষাকে রীতিমত গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত করোনাভাইরাসের বিরুদ্ধে ব্যাপক টিকা প্রদান করার আশা তাঁরা করছেন না। মার্গারেট হ্যারিস বলেছেন, উন্নত ক্লিনিক্যাল পরীক্ষায় এখনও পর্যন্ত কোনও প্রতিষেধকই বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডে ৫০ শতাংস নম্বর পেয়ে উত্তীর্ণ হতে পারেনি। তবে বিশ্বের সব মানুষই যাতে প্রতিষেধক পায় তারও ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছে এই সংস্থা।
- Home
- India News
- Coronavirus LIVE: বিশ্বে মোট করোনা আক্রান্ত ২ কোটি ৬০ লক্ষের বেশি, দেশে সুস্থতার হার ৭৭ শতাংশ ছাড়াল
| Published : Sep 04 2020, 07:58 AM IST
Coronavirus LIVE: বিশ্বে মোট করোনা আক্রান্ত ২ কোটি ৬০ লক্ষের বেশি, দেশে সুস্থতার হার ৭৭ শতাংশ ছাড়াল
Coronavirus LIVE: বিশ্বে মোট করোনা আক্রান্ত ২ কোটি ৬০ লক্ষের বেশি, দেশে সুস্থতার হার ৭৭ শতাংশ ছাড়াল
সংক্ষিপ্ত
নভেল করোনাভাইরাস। চিনের উহানে প্রথমে শনাক্ত হওয়া এই ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলে। এতে প্রতিনিয়ত মৃতের সংখ্যা বাড়ছে, বাড়ছে আক্রান্তের সংখ্যাও। গত ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এখানেও বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনা ভাইরাস সম্পর্কিত সব খবর, ছবি, ভিডিওসহ প্রতি মুহূর্তের আপডেট থাকছে এশিয়ানেট নিউজ বাংলায়।
Share this Liveblog
- FB
- TW
- Linkdin
05:26 PM (IST) Sep 04
২০২১ এর আগে প্রতিষেধকের আশা নেই
11:40 AM (IST) Sep 04
ভারতে দৈনিক সংক্রমণ ৮৩ হাজারের উপরেই
11:38 AM (IST) Sep 04
দেশে ১১ লক্ষের উপর নমুনা পরীক্ষা
08:13 AM (IST) Sep 04
ঝাড়খণ্ডে ৪৬ হাজার ছাড়াল করোনা আক্রান্ত
08:12 AM (IST) Sep 04
হরিয়ানায় ৭০ হাজার ছাড়াল করোনা আক্রান্ত
08:10 AM (IST) Sep 04
বারাণসীতে সচেতনতার অভাব
08:09 AM (IST) Sep 04
করোনা পরিস্থিতি নিয়ে ওড়িশায় বৈঠক
08:08 AM (IST) Sep 04
মেরঠে বাজার গিয়ে পুলিশের করোনা পরীক্ষা
08:07 AM (IST) Sep 04
লখনউ মেট্রোতে চলছে স্যানেটারাইজ করার কাজ
08:05 AM (IST) Sep 04
তিরুচিরাপল্লীতে একদিনে আক্রান্ত শতাধিক
08:03 AM (IST) Sep 04
সুস্থ হয়েছেন ১ কোটি ৮৬ লক্ষের বেশি
বিশ্বে করোনাজয়ীর সংখ্যা ১ কোটি ৮৬ লক্ষ ৬১ হাজার ৫০৪।
08:03 AM (IST) Sep 04
করোনায় মৃত্যু ৮ লক্ষ ৭৩ হাজারের বেশি
করোনা বিশ্বে প্রাণ কেড়েছে ৮ লক্ষ ৭৩ হাজার ২১৩ জনের।
08:02 AM (IST) Sep 04
বিশ্বে করোনা আক্রান্ত ২ কোটি ৬৪ লক্ষের বেশি
পরিসংখ্যান বলছে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬৪ লক্ষ ৬৭ হাজার ৪৯০।