বিভ্রান্ত সরকারের মতোই বিভ্রান্তির সরকার - বাজেটের পর এমনটাই বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন যুবসমাজ চাকরি চায়, পরিবর্তে তারা পেল সংসদীয় ইতিহাসের দীর্ঘতম বাজেট বক্তৃতা। প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী কারোরই এই অবস্থায় কী করা উচিত তা সম্পর্কে কোনও ধারণা নেই।
Budget 2020-21 Live- কৃষিখাতে উন্নয়নের বন্যা বইয়ে আয়করে নতুন হারের ঘোষণা নির্মলার
নরেন্দ্র মোদীর সরকারের কাছে আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনীতির মন্থরতা। কারণ, এই মুহূর্তে যে ভাবে ফিসকাল রেসপনসিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট মোদী সরকারের ঘাড়ে চেপে বসেছে তাতে এই চ্যালেঞ্জটা অবধারিত হয়ে পড়েছে। মনে করা হচ্ছে অর্থনীতির এই মন্থরতার মোকাবিলায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে এমন কিছু ফাটকা খেলতে হবে যাতে তা স্টেরয়েড-এর মতো কাজ করে এবং অর্থনীতিরে গতির চাকা-কে সচল করে তুলতে পারে।
দেখুন বাজেটের লাইভ ভিডিও
- FB
- TW
- Linkdin
কেন্দ্রীয় বাজেটে মন ভরল না লগ্নিকারীদের। বাজেট পেশের পর আরও পড়ল দুই সূচক। সেনসেক্স পড়ল ৭০৮ পয়েন্ট, আর নিফটি ৫০-র সূচক নেমে গেল ১১,৭০০-র নিচে।
বাজেট অধিবেশন চলাকালীন শেয়ার বাজারে ধস নামে, বিশেষ করে ভারী শিল্পের প্রসারে সেভাবে কিছু প্রস্তাব পেশ করা হয়নি বলে বাজার থেকে বিনিয়োগকারীরা অর্থ তুলে নিতে শুরু করেছেন, যার জেরে বাজারে সাময়িক একটা পতন দেখা যায়, সেনসেক্সের সূচক ৫০০-রও বেশি পয়েন্ট পড়ে যায়।
১। ৫ লক্ষ পর্যন্ত আয়ে পুরুষ বা মহিলা কাউকেই পুরনো নিয়মের মতো নতুন নিয়মে আয়কর দিতে হবে না।
২। ৫ থেকে ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ১০ শতাংশ কর দিতে হবে, পুরনো নিয়মে এটা ২০ শতাংশ।
৩। ৭.৫ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ১৫ শতাংশ কর দিতে হবে।
৪। ১০ লক্ষ টাকা থেকে ১২.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ২০ শতাংশ কর দিতে হবে, আগে এটা ছিল ৩০ শতাংশ।
৫। ১২.৫ লক্ষ টাকা থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ২৫ শতাংশ কর দিতে হবে।
৬। ১৫ লক্ষ টাকার বেশি আয়ে ৩০ শতাংশ কর দিতে হবে।
এই প্রথম আয়কর প্রদানে পুরনো নিয়ম এবং নতুন নিয়মের প্রচলন, পুরনো নিয়মে আয়কর দানে হারের কোনও পরিবর্তন হবে না, কিন্তু যারা নতুন আয়কর দানের হারে আসতে চাইবেন তারা এর সুবিধা কিছু নির্দিষ্ট ছাড় এবং বিনিয়োগের উপরে ছাড় পাবেন, এতে অন্তত ৭৮ হাজার টাকার আয়করের হাত থেকে রক্ষা পাওয়া যাবে বলে দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের।
কর্পোরেট বন্ডে বিদেশি বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব বাজেটে।
রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কগুলির স্বাস্থ্য উদ্ধারে ৩.৬ লক্ষ কোটি টাকার বরাদ্দের ঘোষণা বাজেটে
লোথালে মেরিটাইম মিউজিয়াম তৈরির প্রস্তাব বাজেটে।
আয়কর আইনে পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। এতে আয়করদাতাকে অযথা হয়রানির হাত থেকে রেহাই দেওয়া সম্ভব বলে দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।
নারী কল্যাণে ২৮,৬০০ কোটি টাকার আর্থিক বরাদ্দের কথা ঘোষণা বাজেটে।
রাঁচি-তে আদিবাসী মিউজিয়াম তৈরির কথা ঘোষণা বাজেটে।
৫ শহরকে বিশ্ব পর্যটনের মানচিত্রে তুলে নিয়ে যেতে একাধিক উদ্যোগ নেওয়ার কথা ঘোষণা বাজেটে।
৫ প্রত্নশহরের পুরনো স্থাপত্যকে সংস্কার করতে অর্থ বরাদ্দ বাজেটে।
কলকাতার জাদুঘরের অত্যাধুনিকরণ ও সংস্কারের জন্য অর্থ বারাদ্দের ঘোষণা।