শেষ হল দিল্লির ভোটগ্রহণ। সকাল থেকেই দিল্লিবাসী বুথমুখী না হলেও, শেষ বেলায় কিছুটা হলেও বাড়ল ভোটদানের প্রবণতা। সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শেষের সময় ৫৪.৬৫ শতাংশ ভোট পড়ে।
দিল্লি নির্বাচন ২০২০ Live, প্রায় ৫৬ শতাংশ দিলেন মত, শেষ হল ভোটগ্রহণ
শনিবার দিল্লি-তে ৭০ টি বিধানসভা আসনে ভোটগ্রহণ করা হচ্ছে। অরবিন্দ কেজরিওয়ালের আপ লড়ছে ২০১৫ সালের পুনরাবৃত্তি ঘটাতে। অন্যদিকে বিজেপির কাছে এটা সম্মানরক্ষার লড়াই। দিল্লি-তে অরবিন্দ কেজরিওযালের সমকক্ষ কোনও নেতা না থাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামনে রেখেই লড়ছে তারা। নির্বাচনের প্রচারপর্বে তীব্র বিতণ্ডায় জড়িয়েছে দুই দলই। অন্যদিকে কংগ্রেস অনেকটাই যেন হাল ছেড়ে দিয়েছে। এদিন ১.৪৭ কোটিরও বেশি মানুষের হাতে নির্ধারিত হবে ৬৭২ জন প্রার্থীর ভাগ্য। দিল্লি বিধানভা নির্বাচন ২০২০-এর ভোটগ্রহণ পর্বের যাবতীয় LIVE UPDATE পেতে চোখ রাখুন এখানে -
- FB
- TW
- Linkdin
দিল্লির ভোটগ্রহণ প্রায় শেষ। ১১ টি জেলার মধ্যে উত্তর-পূর্ব দিল্লিতে সবচেয়ে বেশি বোট পড়েছে, প্রায় ৬৩.৪ শতাংশ। আর সবচেয়ে কম ভোট পড়েছে নয়াদিল্লিতে, ৪৪.২৯ শতাংশ।
সামান্য হলেও শেষ একঘন্টায় বাড়ল ভোটদানের হার। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত প্রায় ৫২.৯৫ শতাংশ ভোট পড়েছে।
সকাল থেকে ঝিমিয়ে থাকার পর প্রায় শেষ বেলায় এসে অনেকটাই বুথমুখী হল দিল্লি। বিকাল ৪টে পর্যন্ত দিল্লি ভোট পড়ল ৪২.৭০ শতাংশ।
সঞ্চার ভবন ভোটকেন্দ্রে ভোট দিলেন বিশিষ্ট সিপিআই (এম) নেতা প্রকাশ করাত...
বেলা ৩টে পর্যন্ত দিল্লিতে মোট ভোট পড়ল ৩০.১৮ শতাংশ।
নয়াদিল্লি আসনের কমরাজ লেনের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
এই বারই প্রথম ভোট দিলেন প্রিয়ঙ্কা গান্ধী ভদ্রার ছেলে তথা রাহুল গান্ধীর ভাগ্নে রেহান রাজীব ভদ্রা।
বেলা ২টো পর্যম্ত মাত্র ২৮.১৪ শতাংশ ভোট পড়ল।
মেয়ে প্রতিভা আদবানি-কে নিয়ে আওরঙ্গজেব লেনের এক ভোটকেন্দ্রে ভোট দিলেন ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবানি।
মজনু কা টিলার কাছে এক ভোটকেন্দ্রের বাইরে বাদানুবাদে জড়ালেন আপ এবং কংগ্রেস কর্মীরা। কংগ্রেস প্রার্থী অলকা লাম্বার এক আপ কর্মীকে চড় মারার চেষ্টা করলে দুই পক্ষে ঝামেলা বাধে। অলকার অভিযোগ ওই কর্মী তাঁর ছেলে সম্পর্কে কটু মন্তব্য করেন। আপ এই নিয়ে অলকার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে।
ভোট দিল গান্ধী পরিবার। কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সনিয়া গান্ধী ভোট দেন নির্মাণ ভবনে। অসুস্থ সনিয়া-কে সঙ্গে করে নিয়ে আসেন মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। তিনি ভোট দেন লোধি এস্টেট ভোট কেন্দ্রে। ার তাঁর ভাই তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভোট দেন আওরঙ্গজেব রোডের এক ভোটকেন্দ্রে।
নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রের নির্মাণ ভবনে ভোট দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং তাঁর স্ত্রী গুরশরণ সিংহ।
১১০ বছর বয়সী কালীতারা মন্ডল,এইবার দিল্লিতে সবচেয়ে প্রবীন ভোটার। গ্রেটার কৈলাশ বিধানসভা কেন্দ্রে চিত্তরঞ্জন পার্কের এসডিএমসি প্রাথমিক বিদ্যালয়ে তিনি এদিন ভোট দিলেন
ভোটের আগে জামিয়া নগরে সিএএ-বিরোধী প্রতিবাদ মিছিলে গুলি চালনা নিয়ে উত্তপ্ত হয়েছিল পরিবেশ। এদিন সেখানে সকলকে সোৎসাহে ভোট দিতে দেখা গেল।
ড. রাজেন্দ্রপ্রসাদ কেন্দ্রিয় বিদ্যালয়ে ভোট দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ এবং তাঁর স্ত্রী সবিতা কোভিন্দ
বেলা ১১টা পর্যন্ত দিল্লিতে ভোট পড়ল মাত্র ৬.৯৬ শতাংশ
টুইট করে দিল্লির ভোটারদের সর্বাধিক ভোটাধিকার প্রয়োগের একটি নতুন রেকর্ড গড়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
উত্তর-পূর্ব দিল্লির বাবরপুর প্রাথমিক বিদ্যালয়ের একটি ভোটকেন্দ্রে মৃত্যু হল একজন নির্বাচনি আধিকারিকের। সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হল।
দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা পতপড়গঞ্জ বিধানসভা কেন্দ্রের আম আদমি পার্টির প্রার্থী মণীশ সিসোদিয়া এবং তাঁর স্ত্রী সীমা সিসোদিয়া পাণ্ডব নগরীর এমসিডি স্কুলে ভোট দিলেন।