নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রে ২০২৬ ভোটে এগিয়ে অরবিন্দ কেজরিওয়াল
দিল্লি বিধানসভা নির্বাচন ২০২০ অনুষ্ঠিত হয়ে গিয়েছে। এখন ফল ঘোষণার পালা। আজ নির্বাচনের গণনা হচ্ছে। এখন পর্যন্ত বুথ ফেরত সমীক্ষার যা ফল তাতে আপ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে। বিজেপি থাকছে দ্বিতীয় স্থানে। যদিও, বিজেপি-র দাবি তারাই ৫০টি-র বেশি আসনে জয় নিয়ে দিল্লিতে ক্ষমতায় ফিরতে চলেছেন।
নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রে ২০২৬ ভোটে এগিয়ে অরবিন্দ কেজরিওয়াল
আপ ৪০ টি আসনে এগিয়ে, বিজেপি ২০টি আসনে এগিয়ে এই মুহূর্তে।
প্রতাপগঞ্জ বিধানসভা ক্ষেত্রে-র অক্ষরধাম গণনাকেন্দ্রে ফল ঘোষণার সংখ্যা নিয়েে ক্যালকুলেশনে ব্যস্ত আপ প্রার্থী এবং দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিশোদিয়া।
সকাল ১০টার আগে ট্রেন্ড আসা সম্ভব নয়, সাফ জানালেন এক রিটার্নিং অফিসার। মোট ১৬ রাউন্ডের গণনা হবে।
এই মুহূর্তে কোনওভাবে উচ্ছ্বাস প্রকাশে রাজি নয় আপ, দলের নেতা সঞ্জয় সিং সাফ জানিয়েছেন, অপেক্ষা করুন বড় ফল হতে চলেছে। তবে, এখনই সবকিছু বলার সময় আসেনি।
আপ এগিয়ে রয়েছে ৪৬টি আসনে, এছাড়া বিজেপি এগিয়ে রয়েছে ১১টি আসনে।
বল্লিমোরম, ওখলা- এখানে ই রয়েছে শাহিনবাগ ও জামিয়া এলাকা, সিলামপুর- এই সব মুসলিম অধ্যুষিত ও জাঠ অধ্যুষিত এলাকায় এগিয়ে রয়েছে আপ।
বিজেপি-র মনোজ তিওয়াড়ি সাফ জানিয়ে দিয়েছেন তারাই দিল্লিতে ক্ষমতায় ফিরছেন। অন্তত ৫০টি আসন তাঁদের ঝুলিতে থাকবে বলেও দাবি করেছেন তিনি।
রাত থেকেই আপ-এর সদর দপ্তরে সমর্থকদের ভিড়। সকলেরই নজর টিভি-তে। আপ দপ্তরে পৌঁচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল।