সংক্ষিপ্ত

সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি টুইট করে জানিয়েছে এই তথ্য। 

মঙ্গলবার সকালে ফের ভূমিকম্প। দুলে উঠল দেশের উত্তরের মাটি। কেঁপে উঠল লাদাখ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NSC) মঙ্গলবার সকালে জানিয়েছে যে লাদাখে ৪.৩ মাত্রার (magnitude 4.3) একটি কম তীব্রতার (low-intensity earthquake) ভূমিকম্প আঘাত হেনেছে। সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি টুইট করে জানিয়েছে এই তথ্য। 

ভূমিকম্পের কারণে কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এর আগে, ১৮ই ফেব্রুয়ারি, রাজস্থানের জয়পুরে ৩.৮ মাত্রার একটি কম-তীব্র ভূমিকম্প আঘাত হেনেছিল। সকাল ৮টার দিকে ৫ কিলোমিটার গভীরে ভূমিকম্প হয়।

ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে, আফগানিস্তান-তাজিকিস্তানে (Afghanistan-Tazikistan) সীমান্ত ভূমিকম্পের (Earthqueak) প্রভাব পড়ে উত্তর ভারতে (North India)। প্রবলভাবে কেঁপে ওঠে উত্তরাখণ্ড (Uttrakhand) দিল্লি (Delhi) ও জম্মু ও কাশ্মীর (Jammu And Kashmir)। এদিন সকালে আফগানিস্তান ও তাজিকিস্তান সীমান্তে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে যার মাত্রা ৫.৭ ম্যাগনিটিউড। কিন্তু প্রবল কম্পন অনুভূত হয় কয়েক হাজার মাইল দূরে থাকা উত্তর উত্তর ভারতে।

এই ঘটনার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জন্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গর্ভনর মনোজ সিনহার সঙ্গে টেলিফোনে কথা বলেন। তিনি গোটা পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। ভূমিকম্পের পর কেন্দ্র শাসিত অঞ্চলের কী পরিস্থিতি রয়েছে সেসম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন। সূত্রের খবর এদিন জম্মু ও কাশ্মীরের গর্ভনরকে প্রয়োজনীয় সাহাস্য দেওয়ার কথাও জানান তিনি। 

জানুয়ারি মাসেও কেঁপে ওঠে (Massive earthquake) মিজোরাম (Mizoram)। রাজ্যের চামফাই জেলার (Champhai district) ৫৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে (58 km southeast) কেন্দ্রস্থলে কম্পন আঘাত হানে। রিখটার স্কেলে (Richter scale) কম্পনের মাত্রা ছিল ৫.৬ ম্যাগনিটিউড। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে ভূমিকম্পের গভীরতা ছিল ৬০ কিলোমিটার। কোনও বড়সড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মিজোরাম ছাড়াও কম্পন অনুভূত হয় পাশের রাজ্য অসমে। এছাড়াও উত্তর পূর্বের বেশ কিছু রাজ্যে কম্পন বোঝা গিয়েছে বলে খবর।