Live Sitharaman- এমনারেগায় ৪০ হাজার কোটি টাকা, গ্রামাঞ্চলে পাবলিক হেলথ ল্যাবের ঘোষণা
গত কয়েকদিন ধরেই লাগাতার প্রেস কনফারেন্স করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রধানমন্ত্রী যে আত্মনির্ভর ভারত অভিযান মিশনের ঘোষণা করেছিলেন তা নিয়েই নির্মলা সীতারামন এই সাংবাদিক সম্মেলন করছেন। আজ এই সাংবাদিক সম্মেলনের শেষ দিন।
- FB
- TW
- Linkdin
কোভিড ১৯-এর জেরে এমএসএমই-র ঋণ যদি অপ্রদেয় থাকে তা ডিফল্টার-এর মধ্যে গণ্য হবে না, এই অপ্রদেয় ঋণ প্রদানের জন্য ১ বছর সময় পাওয়া যাবে।
অনলাইন এডুকেশনে এবার জুড়ছে ডিজিটাল লার্নিং, ওয়ান নেশন ওয়ান ডিজিটাল প্ল্যাটফর্ম, এর জন্য বিশেষভাবে কনটেন্ট তৈরি করা হয়েছে, ক্লাস ওয়ান থেকে ক্লাস ১২ পর্যন্ত আপাতত হবে।
শহরে পাবলিক হেলথ ল্যাব থাকলেও গ্রামাঞ্চলে এটা নেই, এখন থেকে গ্রামীণ হাসপাতাল ও বেসরকারি উদ্যোগেও প্যাথ ল্যাব ও ডায়গোনিস্টিক ল্যাব তৈরি করা হবে।
এই খাতে আরও ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, এর জেরে পরিযায়ী শ্রমিকরা নিজ বাসভূমিতে ফিরলে বিকল্প কর্মসংস্থান পাবে।
৩০০টি সংস্থা অন্তত ৩ লাখ পিপিই প্রতিদিন তৈরি করছে, এমনকী এন৯৫ মাস্কও ১ লাখ করে তৈরি করা হচ্ছে। বললেন নির্মলা সীতারামন
ডিটিএইচ ব্যবস্থায় ভার্চুয়াল লার্নিং মডিউল চালুু করা হয়েছে, স্বয়ম প্রভাব চ্যানেলের মাধ্যমে এটা করা হচ্ছে, আরও ১২টি চ্যানেলকে এখানে জোড়া হবে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন- সরকার করোনাভাইরাসের জেরে সরকার নানা ধরনের পদক্ষেপ নিয়েছে, এর মধ্যে যেমন স্বাস্থ্য সুরক্ষা রয়েছে তেমনি কীভাবে অর্থনীতিকে চাঙ্গা রাখা যায়, সেই বিষয়েও নজর দেওয়া হয়েছে-
১। করোনার বিরুদ্ধে লড়াইয়ে স্বাস্থ্য ক্ষেত্রে ৪১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
২। ৪০০ হাজার পিপিই এই দেশেই বানানো হয়েছে।
শ্রমিক স্পেশাল ট্রেনের ৮৫ শতাংশ ভাড়া কেন্দ্রীয় সরকার দিয়েছে- নির্মলা সীতারামন
১৬ মে পর্যন্ত ২০০০ টাকার ডিরেক্ট ক্যাস ট্রান্সফার করা হয়েছে ৮.১৯ কোটি কৃষকের অ্যাকাউন্টে- নির্মলা সীতারামন।
১৬ মে পর্যন্ত ২০০০ টাকার ডিরেক্ট ক্যাস ট্রান্সফার করা হয়েছে ৮.১৯ কোটি কৃষকের অ্যাকাউন্টে- নির্মলা সীতারামন।
৩০০০ কোটি টাকা ট্রান্সফার করার লক্ষমাত্রা এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে- নির্মলা সীতারামন।
এখন পর্যন্ত ২০ কোটি মহিলা যাদের জন ধন যোজনা অ্যাকাউন্ট রয়েছে তারা এর সুবিধা পেয়েছে- নির্মলা সীতারামন
করোনাভাইরাস সংক্রমণের জেরে যে সঙ্কটকাল তৈরি হয়েছে তাতে জীবনযাত্রা বিপর্যস্ত, বহুস্থানে বহু মানুষ খেতে পাচ্ছেন না, গরিবদের কাছে অর্থ নেই। এই পরিস্থিতিতে সরকারের দায়িত্ব সেই সব গরিব ও ক্ষুধার্তদের সাহায্য করা এবং তাদের খাওয়ানোর ব্যবস্থা করা। বললেন নির্মলা সীতারামন।
প্রধানমন্ত্রী যে ৫ পিলারের কথা আত্মনির্ভর ভারতের ঘোষণার করেছিলেন, সেই প্রতিশ্রুতি-কে পুরোপুরি পূরণ করা হয়েছে, বললেন নির্মলা সীতারামন।