- Home
- India News
- মঙ্গলবার সুপ্রিম কোর্টে জোড়া মামলায় চাপে রাজ্য! ২৬০০০ চাকরি বাতিলের পরে রয়েছে DA বৃদ্ধি মামলা
মঙ্গলবার সুপ্রিম কোর্টে জোড়া মামলায় চাপে রাজ্য! ২৬০০০ চাকরি বাতিলের পরে রয়েছে DA বৃদ্ধি মামলা
- FB
- TW
- Linkdin
সুপ্রিম কোর্টে দুই মামলা
মঙ্গলবার, ৭ জানুয়ারি সুপ্রিম কোর্টে দুটি মামলা উঠতে চলেছে এই রাজ্যের। একটি ২৬ হাজার চাকরি বাতিল মামলা। অন্যটি রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি মামলা।
রাজ্যের মামলা
দুটি মামলাতেই এক পক্ষে রয়েছে রাজ্য। ডিএ বৃদ্ধি ইস্যুতে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য। আর ২৬ হাজার চাকরি বাতিল মামলাতেও হাইোকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য।
চাকরি বাতিল মামলার শুনানি
২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি হবে মঙ্গলবার। মামলাটির ক্রমতালিকা ১। অর্থাৎ সকাল ১০.৩০এ মামলার শুনানি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
মামলার বেঞ্চ
এই মামলার শুনানি হবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে। আগে ছিল প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে।
উদ্বেগ বাড়ছে
মামলার রায় কোন দিকে যাবে? শুধুমাত্র অযোগ্য চাকরি প্রার্থী না যোগ্য - অযোগ্য সকলের চাকরি যাবে? সেটাই এখন মূল প্রশ্ন।
আগের শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ
আগের শুনানিতে প্রধান বিচারপতি বলেছিলেন মেটা ডেটা খুঁজে বের করা না গেলে যোগ্য এবং অযোগ্য তালিকা বাছাই করতে পারব না। আদালত আরও বলেছিল 'যোগ্য-অযোগ্য বাছাই করা না-গেলে পুরো প্যানেল বাতিল বাতিল করতে হবে।'
ডিএ মামলা
দীর্ঘ ৬ মাস পরে ৭ জানুয়ারি সুপ্রিম কোর্টে ওঠার কথা রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা। তবে এই মামলাটি ক্রমতালিকায় অনেক পিছনে রয়েছে।
ডিএ মামলার সূচি
শুক্রবার সুপ্রিম কোর্টের তরফে জানান হয়েছে, আগামী মঙ্গলবার , ৭ জানুয়ারি বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চে ডিএ মামলা উঠবে। কজ লিস্ট অনুযায়ী ৪৫ নম্বরে রয়েছে ডিএ মামলা।
শেষে উঠবে ডিএ মামলা
সুপ্রিম কোর্টের কজ লিস্ট অনুযায়ী ৭ জানুয়ারি চার নম্বর আদালত কক্ষে একেবারে শেষে রয়েছে ডিএ মামলার শুনানির সময়। তাই শুনানি হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়।
সুপ্রিম কোর্টই শেষকথা
রাজ্যের সরকারি কর্মীরা মনে করছেন মনে করছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছাড়া মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা ইতিবাচক কোনও খবর পাবেন না। তাই সেদিকেই তাকিয়ে আছেন রাজ্য সরকারি কর্মচারীরা।