সংক্ষিপ্ত
জ্ঞানবাপী সমজিদ মামলায় বারানসী আদালতে রীতিমত ধাক্কা খেল হিন্দু পক্ষ। শুক্রবার বারানসী আদালতে এই মামলার শুনানি ছিল। তাতেই আদালত জানিয়েছে, মসজিদ কমপ্লেক্সের ভিরতে শিবলিঙ্গ নিয়ে কোনও বৈজ্ঞানিক তজন্ত হয়নি।
জ্ঞানবাপী সমজিদ মামলায় বারানসী আদালতে রীতিমত ধাক্কা খেল হিন্দু পক্ষ। শুক্রবার বারানসী আদালতে এই মামলার শুনানি ছিল। তাতেই আদালত জানিয়েছে, মসজিদ কমপ্লেক্সের ভিরতে শিবলিঙ্গ নিয়ে কোনও বৈজ্ঞানিক তজন্ত হয়নি। আর সেই কারণ দেখিয়ে হিন্দুপক্ষের আবেদন খারিজ করে দিয়েছে বারানসী আদালত।
এদিন রায় দিতে গিয়ে বারানসী আদালত বলেছেন, কার্বন ডেটিং-এর মতো কোনও পরীক্ষার নির্দেশ দিলে তা সুপ্রিম কোর্টের আদেশ লঙ্ঘন করা হবে। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে মসজিদের ভিতরের অংশ সিল করা রয়েছে।
যদিও মসজিদ কমিটি এজাতীয় দাবি খারিজ করে দিয়েছে। মসজিদ কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, মসজিদের ভিরতে একটি মাজারে উপাসনা করার ও এটির কাঠামোর সঙ্গে কোনও সম্পর্ক নেই। পাশাপাশি কমিটি দাবি করেছে , যে পাথরের খণ্ডটিকে শিবলিঙ্গ হিসেবে দাবি করা হচ্ছে সেটি কোনও দেবতার মূর্তি নয়। নামাজের আগে শুদ্ধির জন্য মুসলিম সম্প্রদায়ের মানুষ ওজু করে। তখন এটি ঝর্নার জল হিসেবে কাজ করে। গত সপ্তাহেই আদালত জানতে চেয়েছিল শিবলিঙ্গটিকে মামলার অংশ করা যেতে পারে ও বৈজ্ঞানিক তদন্তের আদেশ দেওয়া যেতে পারে কিনা। এই বিষয় নিয়ে হিন্দুপক্ষের বক্তব্য হল, তারা প্রার্থনার সময় মসজিদ কমপ্লেক্সের ভিতরে দৃশ্যমান ও অদৃশ্যমান দেবতার সামনে প্রার্থনা করার অধিকার চেয়েছিল। শিবলিঙ্গটি আগে জলের মধ্যে ঢাকা পড়েছিল। যখন জল সরান হয় তখন এটি একটি দৃশ্যমান দেবতা হয়ে ওঠে। তাই এটি একটি গুরুত্বপূর্ণ অংশ।
গত মাসে পাঁচ জন হিন্দু আবেদনকারীর মধ্যে চারজন শিবলিঙ্গ সম্পর্কে বিস্তারিত জানতে চেয়ে বৈজ্ঞানিক তদন্তের আবেদন জানিয়েছিল। বৈজ্ঞানিক তদন্তের অর্থ হল কার্বন ডেটিং টেস্ট। তারা দাবি করেছিল শিবলিঙ্গের বয়স নির্ধারণ করা জরুরি। মহিলাদের দাবি ছিল জ্ঞানবাপী মসজিদের ভিতরে হিন্দু দেবদেবীর প্রাচীন মূর্তি রয়েছে।
বারানসীর জ্ঞানবাপী মসজিদ কমপ্লেক্সে পাওয়া একটি 'শিবলিঙ্গ 'র বয়স নির্ধারনের জন্য কার্বন ডেটিং এর মত বৈজ্ঞানিক তদন্তের আর্জি জানিয়েছিল হিন্দু পক্ষ। হিন্দুপক্ষের দাবি মসজিদ সংলগ্ন একটি জলাশয়ের মধ্যে রয়েছে এই শিবলিঙ্গ। যেখানে প্রার্থনার আগে মুসলিম সম্প্রদায়ের মানুষ হাত আর পা ধোয়। তাই এই জলাশয়ের ব্যবহার বন্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু হিন্দুপক্ষের সেই আবেদন প্রত্যাখ্যান করেছে আদালত। যাইহোক বর্তমানে এই মসজিদ নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে।
জ্ঞানবাপী সমজিদ নিয়ে ৫ হিন্দু মহিলার আবেদনের শুনানি আজ, দেখুন গোটা মামলার গুরুত্বপূর্ণ ১০টি মোড়
হিজাব পরার অধিকার- সুপ্রিম কোর্টের দুই বিচারপতি ভিন্ন মত, মামলা গেল উচ্চতর বেঞ্চে