করোনাভাইরাসসহ একাধিক বিষয় নিয়ে বুধবার আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জার্মান চ্যান্সেলর অ্যাঞঅজেলা মার্কলে।
- Home
- World News
- International News
- কোভি়ড টিকা LIVE: এবার রাজ্যজুড়ে হবে টিকাকরণের মহড়া, শিঘ্রই কলকাতায় আসছে ভ্যাকসিন
কোভি়ড টিকা LIVE: এবার রাজ্যজুড়ে হবে টিকাকরণের মহড়া, শিঘ্রই কলকাতায় আসছে ভ্যাকসিন
একদিকে যেমন বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে মাথা চাড়া দিচ্ছে কোভিড-১৯ মহামারি, অন্যদিকে চলছে মহামারি নিয়ন্ত্রণে টিকার প্রয়োগ। বিশ্বে প্রথম অনুমোদন পেয়েছিল ফাইজার-বায়োএনটেক সংস্থার তৈরি কোভিড টিকা। অনুমোদন দিয়েছিল ব্রিটেন। তারপর থেকে আরও বেশ কয়েকটি কোভিড টিকা, বিভিন্ন দেশে ব্যবহারের অনুমোদন পেয়েছে। ভারতেও ইতিমধ্য়েই ছাড়পত্র দেওয়া হয়েছে দুটি টিকাকে। ১৩ জানুয়ারি থেকে শুরু টিকাকরণ। জেনে নিন কোভিড ভ্যাকসিন সংক্রান্ত সমস্ত খবরের সর্বশেষ আপডেট
- FB
- TW
- Linkdin
মঙ্গলবার করোনাভাইরাস জনিত কারণে একদিনে মৃত্যুর সংখ্যায় রেকর্ড হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ৩,৯০০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে টিকাকরণ হতে দেরি হওয়া নিয়ে সেই দেশে ক্রমেই বাড়ছে উদ্বেগ।
চিনের টিকা নয়, ভারতের করোনা-টিকায় আস্থা রাখছে নেপাল, ভারতের টিকা প্রস্তুতকারী সংস্থাগুলির সঙ্গে আলোচনাও করেছে নেপালেন রাষ্ট্রদূত। সূত্রের খবর নেপালের বিদেশ মন্ত্রীর ভারত সফরে কথা হবে টিকা রফতানি নিয়ে।
বাইরের দেশের মতোই দেশেও স্কুল খুলতেই সংক্রমিত হয়েছেন অনেকেই। জ্বলজ্য়ান্ত প্রমাণ বিট্রেনের পরেই ভারতের কর্ণাটক। দেখা গিয়েছে, স্কুল খুলতেই হুড়হুড়িয়ে ছড়িয়েছে সংক্রমণ। তাই এই ঘটনা থেকেই সতর্ক হয়ে সিদ্ধান্ত নিতে চাইছে কেন্দ্র। নীতি আয়োগ চাইছে, শিক্ষক-শিক্ষিকাদের টিকাকরণ সেরে স্কুল খোলার পথে।
একই দিনে ১৪৪ টি ওয়ার্ডে তালিকা ধরে কোভিডে ভ্যাকসিন দেওয়া শুরু করবে পুরসভা। উল্লেখ্য, কোভিড যোদ্ধাদের টিকাকরণের তালিকায় প্রথম সারিতে আছেন চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, পুলিশর সঙ্গে শহরের সাফাইকর্মীও আছে। এরপর নবান্নের গাইডলাইন মেনে ওয়ার্ডে ৫০ উর্ধ্ব, কো-মর্বিডিটি রোগীদের আগে টিকা দেবে পুরসভা।
শুক্রবারের মধ্য়েই সম্ভবত ভ্যাকসিন পৌঁছবে কলকাতায়। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, সিরাম ইন্সিটিউট অফ ইন্ডিয়ার বানানো ভ্য়াকসিন আসছে কলকাতা বিমান বন্দরে।
৮ জানুয়ারি পশ্চিমবঙ্গের সব জেলায় বিভিন্ন কেন্দ্রে হবে টিকাকরণের মহড়া।
করোনাভাইরাস মহামারির উত্স খোঁজার জন্য চিনে একটি বিশেষজ্ঞ দল পাঠাবে বলেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু, সেই তদন্ত অভিয়ান শুরুর আগেই হোঁচট খেল। 'WHO' প্রধান বলেছেন, বেজিং তাদের বিশেষজ্ঞ দলটিকে চিনে প্রবেশ করতে দিচ্ছে না।
নতুন সংক্রমণ - ১৮,০৮৮
মোট আক্রান্ত - ১,০৩,৭৪,৯৩২
গত ২৪ ঘন্টায় মৃত্যু - ২৬৪
মোট মৃত্যু - ১,৫০,১১৪
চিকিৎসাধীন - ২,২৭,৫৪৬
সুস্থ হয়ে গিয়েছেন - ৯৯,৯৭,২৭২
ফাইজারের করোনভাইরাস 'টিকা গ্রহণ করার পর নরওয়ে-তেো মৃত্যু হল এক নার্সিং হোমের দুই বাসিন্দার। এই বিষয়ে তদন্ত শুরু করেছে নরওয়ে। এর আগে ফাইজারের ভ্যাকসিন নিয়ে মৃত্যুি হয়েছিল পর্তুগালের এক নার্সিং কর্মীরও।