ব্রিটেনে এখনও নতুন বছর প্রবেশ করেনি। তার আগেই সকলকে নতুন বছরে শুভেচ্ছা জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে তিনি বললেন, ২০২০ আমরা যতই তাড়াতাড়ি বিদায় নিক বলে চাই না কেন, এই বছররে সবটাই ফেলে দেওয়ার নয়। যে একাত্বতাকে এই বছর বিশ্ববাসী পুনরাবিষ্কার করেছে, তাকে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই ২০২১ সালে দেখার।
- Home
- World News
- International News
- Happy New Year 2021 LIVE, নতুন বছরে প্রবেশ করল ভারত, আগাম শুভেচ্ছা জনসনের
Happy New Year 2021 LIVE, নতুন বছরে প্রবেশ করল ভারত, আগাম শুভেচ্ছা জনসনের
শুরু হয়ে গিয়েছে বর্ষবরণ। স্থানীয় সময় অনুযায়ী অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বের প্রথম দেশ হিসাবে নতুন বছরকে স্বাগত জানালো। একদিকে অস্ট্রেলিয়ায় যখন করোনার নতুন ঢেউ-এর ধাক্কায় বর্ষবরণের সব অনুষ্ঠানই হচ্ছে ভিডিও মারফত, নিউজিল্যান্ড পালন করছে করোনামুক্ত নতুন বর্ষবরণ। করোনা মহামারির দাপটে ২০২০ সালটা কারোরই ভাল যায়নি। এই অবস্থায় পরের বছর উজ্জ্বল ভবিষ্যতের কামনা করছে গোটা বিশ্বের মানুষ। করোনা-র উদ্বেগ মাথায় নিয়েই কোথায় কীভাবে হচ্ছে বর্ষবরণের উদযাপন, নতুন বছরের শুভেচ্ছাবার্তাতেই বা কে কী বললেন, সমস্ত কিছু জেনে নিতে চোখ রাখুন এইখানে।
- FB
- TW
- Linkdin
একেকটি দেশে নতুন বছর আসছে,আর তাদের দেশের পতাকার রঙে আলো পড়ছে বুর্জ খলিফার গায়ে। ভারতে রাত ১২টা বাজতেই এই সুবিশাল ভবন সেজে উটল তেরঙ্গা আলোয়।
২০২০ সালের সব জীর্ণতা পিছনে ফেলে ২০২১ ,সালকে বরণ করে নিতে আতশবাজির প্রদর্শনীতে ঝলমল করে উঠল থাইল্যান্ডের ব্যাঙ্কক শহরের আকাশ
বছরের শেষ দিনে ফের নতুন করে করোনাভাইরাসে দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটা বেড়ে গিয়েছে জাপানে। টোকিও-য় প্রতি বছরের চেনা ছবিটা দেখা গেল না এবার। গা ছমছমে নীরবতার মধ্যে নতুন বছর ঢুকে পড়ল টোকিও-য়।
সর্বোচ্চ ভবন তাইপেই ১০১ থেকে অসাধারণ আতশবাজির শোভায় নতুন বছরকে বরণ করল তাইওয়ান।
নববর্ষ উদযাপনের জন্য বাড়িতে ৮৫ লিটার মদ মজুদ করার জন্য বৃহস্পতিবার, এক ৬১ বছর বয়সী ব্যক্তিকে গ্রেফতার করল বেঙ্গালুরু সিটি পুলিশ। ব্যক্তিগত ব্যবহারের জন্য অনুমোদিত পরিমাণের ২০ গুণ বেশি মদ সংরক্ষণ করেছিলেন তিনি।
নিউ ইয়ারের আগাম শুভেচ্ছা জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়
কোভিড নিয়ম মেনে বর্ষবরমের আনন্দে মেতেছে গোটা দেশ। ক্রীড়া তরকারাও মেতেছে উৎসবে। নতুন বছর পরার আগেই সকলকে শুভেচ্ছা জানালেন তারকা শাটলার সাইনা নেহওয়াল। সঙ্গে নিজের মিষ্টি ছবি শেয়ার করেছেন সাইনা। যা সোশ্যাল মিডিয়ায় মনে ধরেছে নেটিজেনদের।
মুম্বইতে নিউ ইয়ার উদযাপনের প্রস্তুতি তুঙ্গে
পুরীর সমুদ্র সৈকতে নিউ ইয়ারের শিল্পীর কারুকার্য
দিল্লিতে নতুন বছর উদযাপনের প্রস্তুতি
সিডনিতে নিউ ইয়ার উদযাপন
আতশবাজির রোশনাইতে ২০২০ সালকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাল অস্ট্রেলিয়া।
বিশ্বের প্রথম দেশ হিসাবে ২০২১ সালকে স্বাগত জানালো নিউজিল্যান্ড। কোভিড-১৯'এর প্রাদুর্ভাবকে দুই-দুইবার পরাজিত করে, নতুন বছরের আগমনকে কিউইরা উদযাপন করল চমকপ্রদ আতশবাজি প্রদর্শনীর মধ্য দিয়ে। ভারতের থেকে সাড়ে ৭ ঘন্টা এগিয়ে আছে নিউজিল্যান্ড। তাই, ভারতীয় সময় সাড়ে ৪টের সময়ই নতুন বছরে প্রবেশ করেছে তারা।