সংক্ষিপ্ত

মার্কিন যুক্তরাষ্ট্রে অনাবাসী ভারতীয়দের সংখ্যা বাড়ছে। সমাজের অন্যান্য ক্ষেত্রের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও অনাবাসী ভারতীয়দের প্রভাব বাড়ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসে ‘সমোসা ককাস’ হিসেবে পরিচিত অনাবাসী ভারতীয় বা ভারতীয় বংশোদ্ভূত সদস্যরা। এবারের নির্বাচনে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে নির্বাচিত হলেন ৬ জন ভারতীয় বংশোদ্ভূত। অ্যামি বেরা, রাজা কৃষ্ণমূর্তি, রো খান্না, প্রমীলা জয়পাল, শ্রী থানেদার ফের জয় পেয়েছেন। প্রথমবার জয় পেলেন সুহাস সুব্রহ্মণ্যম। ভার্জিনিয়া কেন্দ্রে জয় পেলেন এই অনাবাসী ভারতীয় আইনজীবী। তিনিই প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে ভার্জিনিয়া প্রদেশ তথা মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলবর্তী অঞ্চল থেকে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে নির্বাচিত হলেন। রিপাবলিকান পার্টির প্রার্থী মাইক ক্ল্যান্সিকে হারিয়ে দিলেন সুহাস। ২০২০ সালের নির্বাচনে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ছিলেন ৫ জন ভারতীয় বংশোদ্ভূত। এবার এই সংখ্যা বেড়ে হল ৬। নির্বাচনের ফলেই স্পষ্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভারতীয় সম্প্রদায়ের প্রভাব বাড়ছে।

জয় পেয়ে উচ্ছ্বসিত সুহাস

হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে নির্বাচিত হওয়ার পর সুহাস বলেছেন, ‘ভার্জিনিয়ার টেনথ ডিস্ট্রিক্টের মানুষ আমার উপর ভরসা রেখেছেন। কঠিনতম লড়াইয়ে তাঁরা আমার প্রতি আস্থার পরিচয় দিয়েছেন এবং কংগ্রেসে জয় পেতে সাহায্য করেছেন। এই জয় পেয়ে আমি সম্মানিত বোধ করছি। এই ডিস্ট্রিক্ট আমার নিজের জায়গা। আমি এখানেই বিয়ে করেছি। এখানেই আমার স্ত্রী মিরান্ডার সঙ্গে মিলে মেয়েদের বড় করে তুলেছি। আমার পরিবার ও সম্প্রদায়কে এখানে কী ধরনের সমস্যায় পড়তে হয়, সেটাও আমি জানি। এই ডিস্ট্রিক্টের প্রতিনিধি হিসেবে আমি ওয়াংশিংটনে যাচ্ছি। এটা আমার কাছে সম্মানের বিষয়।’

হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ভারতীয় বংশোদ্ভূতদের সংখ্যা বাড়বে?

অ্যারিজোনায় এখনও ভোটগণনা চলছে। রিপাবলিকান পার্টির প্রার্থী ডেভিড স্বিকার্টের চেয়ে এগিয়ে আছেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট অ্যামিশ শাহ। তিনি জয় পেলে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ভারতীয় বংশোদ্ভূতদের সংখ্যা বেড়ে হবে ৭।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

জিতেছেন পুরোনো বন্ধু ডোনাল্ড ট্রাম্প, আরও জোরদার হবে দুদেশের বন্ধুত্ব-শুভেচ্ছা বার্তা মোদীর

মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে জোর ধাক্কা খেল ডেমোক্রেটিক পার্টি, সিনেটে রিপাবলিকান শিবিরের সংখ্যাগরিষ্ঠতা

US Election: ডোনাল্ড ট্রাম্পই মার্কিন রাষ্ট্রপতি! ছোট্ট জলহস্তির ভবিষ্যদ্বাণী ভাইরাল সোশ্যাল মিডিয়ায়