৭ বল বাকি থাকতেই, কেকেআরের বিরুদ্ধে ৬ উইকেটে ম্য়াচ জিতে রাজস্থান রয়্যালস।
আজ আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। দুটি দলই এই মুহূর্তে বেশ চাপে রয়েছে। ৪টি ম্যাচের মধ্যে একটিতে জয় পেয়েছে। লিগ টেবিলের ৭ নম্বরে রয়েছে কেকেআর ও ৮ নম্বরে রয়েছে রয়্যালসরা। লিগ টেবিলের লড়াইয়ের ঘুড়ে দাঁড়াতে হলে দুই দলের কাছেই আজকের ম্যাচে জয় খুব দরকার। ফলে পরিস্থিতি যাই থাক আজকের ম্য়াচে একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ ইয়ন মর্গ্যান ও সঞ্জু স্যামসনের দল। গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত রাজস্থানের। বড় রানের লক্ষ্যে ব্যাট করছে কেকেআর।
৭ বল বাকি থাকতেই, কেকেআরের বিরুদ্ধে ৬ উইকেটে ম্য়াচ জিতে রাজস্থান রয়্যালস।
২ ওভারে রাজস্থানের জয়ের জন্য দরকার ৫ রান।
১৫ওভারে ১০৪ রানে ৪ উইকেট রয়্যালস। ৩০ বলে দরকার ৩০ রান।
প্রসিদ্ধ কৃষ্ণার বলে ৫ রান করে আউট হলেন রাহুল তেওয়াটিয়া।
/p>
১২ ওভার ৯২ রানে ৩ উইকেট রয়্যালসরা। ব্য়াট করছেন তেওয়াটিয়া ও সঞ্জু।
বরুণ চক্রবর্তীর বলে আউট হলেন শিবম দুবে।করলেন ২২ রান। ৮৫ রানে ৩ উইকেট রাজস্থান।
১০ ওভারে ৮০ রানে ২ উইকেট রাজস্থান। সঞ্জু ও শিবমের পার্টনারশিপ কেকেআরকে জয় থেকে দূরে নিয়ে যাচ্ছেন।
৮ ওভারে ৬৪ রানে ২ উইকেট রাজস্থান। উইকেটের খোঁজে কেকেআর।
/p>
৬ ওভারে ৫০ রানে ২ উইকেট। ব্য়াট করছেন সঞ্জু স্যামসন ও শিবম দুবে।
আউট যশশ্বী জয়সওয়াল। শিবম মাভির বলে ২২ রান করে আউট হলেন তিনি।
৪ ওভার শেষে রাজস্থান ৩০ রানে ১ উইকেট। ব্য়াট করছেন জয়সওয়াল ও সঞ্জু স্যামসন।
আউট জস বাটলার। ৫ রান করে বরুণ চক্রবর্তীর বলে আউট হলেন তিনি।
তিনটি অনবদ্য চার মেরে ২০২১ আইপিএলের সুযোগ কাজে লাগাতে তৎপর যশশ্বী জয়সওয়াল।
২ ওভার শেষে রয়্যালসরা বিনা উইকেটে ১২।
প্রথম ওভার শেষে রাজস্থান বিনা উইকেটে ২। ব্য়াট করছেন বাটলার ও জয়সওয়াল।
ফের ব্যর্থ কেকেআরের ব্য়াটিং লাইনআপ। অনবদ্য বোলিং মরিসের। ২০ ওভার শেষে কেকেআর ৯ উইকেট হারিয়ে করল ১৩৩।
আউট প্যাট কামিন্স। এক ছয় মেরে মরিসের বলে আউট হলেন তিনি।
১৯ ওভার শেষে কেকেআর ১২৭ রানে ৭ উইকেট। ব্যাট করেছেন কামিন্স ও মাভি।
২৫ রান করে আউট হলেন ডিকে। ক্রিস মরিসের শিকার হলেন তিনি।
ক্রিস মরিসের বলে ৯ রান করে আউট রাসেল।