শেষ ওভারে ১১ রান দিল আন্দ্রে রাসেল। ১০ রানে ম্যাচ জিতল কেকেআর। জয় দিয়ে মরসুম শুরু করল নাইটরা।
IPL Live Update- জয় দিয়ে মরসুম শুরু কেকেআরের, ১০ রানে ম্যাচ জিতল নাইটরা
আইপিএল ২০২১ মরসুমের অভিযান শুরু করল কেকেআর। প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টসে হেরে যান কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যান। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সানরাইজার্স অধিনায়ক ডেভিডও ওয়ার্নার। বড় রান করার লক্ষ্যে কেকেআর।
- FB
- TW
- Linkdin
কামিন্সকে জোড়া ছক্কা মারলেন আবদুল সামাদ। ৬ বলে ২২ রান দরকার হায়দরাবাদের।
রাসেলের বলে আউট বিজয় শংকর। ২ ওভারে দরকার ৩৮ রান।
৩৭ বলে ৫০ রান করলেন মণীশ পাণ্ডে। ২টি চার ও ২টি ছয় মারেন পাণ্ডে।
প্রসিদ্ধ কৃষ্মার বলে আউট হলেন মহম্মদ নবি। করলেন ১৪ রান। ১৬ ওভারে ১৩১ রানে ৪ উইকেট।
১৫ ওভার শেষে সানরাইজার্স ১১৯ রানে ৩ উইকেট। ৫ ওভারে জেতার জন্য দরকার ৬৯ রান।
১৫ ওভার শেষে সানরাইজার্স ১১৯ রানে ৩ উইকেট। ৫ ওভারে জেতার জন্য দরকার ৬৯ রান।
১৪ তম ওভারে শাকিবকে একটি বিশাল ছক্কা মারেন মণীশ পাণ্ডে। ১৪ ওভার শেষে ১১৩ রানে ৩ উইকেট হায়দরবাদ।
অবশেষে প্য়াট কামিন্সের বলে ভাঙল পার্টনারশিপ। ৩৯ বলে ৫৫ রান করে আউট হলেন বেয়ারস্টো।
১২ ওভারে ১০০ রান হল হায়দরাবাদের। ৯০ রানের পার্টনারশিপ বেয়ারস্টো ও পাণ্ডের। জয়ের আশা জিইয়ে রেখেছে সানরাইজার্স।
৩২ বলে হাফ সেঞ্চুরি করলেন জনি বেয়ারস্টো। ৫টি চার , ৩টি ছয় মারেন তিনি।
জনি বেয়ারস্টো ও মণীশ পাণ্ডের পার্টনারশিপের উপর নির্ভর করে ম্যাচে ঘুড়ে দাঁড়াল হা.দরাবাদ। ১০ ওভার শেষে এসআরএইচ ৭৭ রানে ২ উইকেট।
অষ্টম ওভারে রাসেলের এক ওভারে এল ১৫ রান। ১টি ছয় ও ২টি চার মারলেন বেয়ারস্টো। ৮ ওভার শেষে হায়দরাবাদ ৬০ রানে ২ উইকেট।
হায়দরাবাদের ইনিংসের রাশ ধরল বেয়ারস্টো ও মণীশ পাণ্ডে। ৭ ওভারে শেষে হা.দরাবাদ ৪৫ রানে ২ উইকেট।
চতুর্থ ওভারে শাকিবকে একটি ছয় মারলেন বেয়ারস্টো ও একটি চার মারলেন মণীশ পাণ্ডে।
কেকেআরে কামব্যাক করে প্রথম বলেই উইকেট পেলেন শাকিব। তৃতীয় ওভারের প্রথম বলে বোল্ড করলেন ঋদ্ধিমানকে। ৩ ওভার শেষে ১১ রানে ২ উইকেট।
দ্বিতীয় ওভারেই প্রসিদ্ধ কৃষ্ণার বলে আউট ডেভিড ওয়ার্নার। করলেন তিন রান। দ্বিতীয় ওভার শেষে এসআরএইচ ১০ রানে ১ উইকেট।
প্রথম ওভারেই হরভজনের বলে ক্যাচ ফেললেন প্যাট কামিন্স। তারপরই ঋদ্ধিমান সাহা একটি ছয় মারেন ভাজ্জিকে। প্রথম ওভার শেষে হায়দরাবাদ ৮।
শেষে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রান করল কেকেআর। সানরাইজার্সের টার্গেট ১৮৮ রান।
পরপর উইকেট হারিয়ে কিছুটা চাপ বাড়লেও, শেষে ৯ বলে ২২ রান করেন দীনেশ কার্তিক। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রান করল কেকেআর। সানরাইজার্সের টার্গেট ১৮৮ রান।