মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং বিভাগের পারফরম্যান্স- টেন্ট বোল্ট ৩.২ ওভার, ২৩ রানে ১ উইকেট, ইকোনমি রেট ৬.৯০, জেমস প্যাটিনসন- ৪ ওভার, ২৭ রানে ১ উইকেট, ইকোনমি রেট ৬.৭৫, জসপ্রীত বুমরা- ৪ ওভার, ৪৩ রানে ১ উইকেট, ইকোনমি রেট ১০.৭৫, ক্রুণাল পাণ্ডিয়া- ৪ ওভার, ৩৭ রানে ১ উইকেট, ইকোনমি রেট ৯.২৫, রাহুল চাহার ৪ ওভার, ৩৬ রানে ১ উইকেট, ইকোনমি রেট ৯
- Home
- Sports
- Cricket
- Live Scoreboard- Mumbai Vs Chennai- আইপিএল-এর প্রথম ম্যাচে জয়ী চেন্নাই, সম্পূর্ণ হল বদলা
Live Scoreboard- Mumbai Vs Chennai- আইপিএল-এর প্রথম ম্যাচে জয়ী চেন্নাই, সম্পূর্ণ হল বদলা
আইপিএল ২০২০-এর প্রথম ম্যাচে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। গতবার ফাইনালে একে অপরের মুখোমুখি হয়েছিল এই দুই দল। রুদ্ধশ্বাস ম্যাচে মাত্র ১ রানে চেন্নাইকে হারিয়ে দেয় মুম্বই।
- FB
- TW
- Linkdin
একনজরে চেন্নাই-এর ব্যাটিং- মুরলি বিজয় ৭ বলে ১ রান, শেন ওয়াটসন ৫ বলে ৪ রান, ডুপ্লেসি- ৪৪ বলে ৫৮ রানে অপরাজিত, আম্বাতি রায়ডু- ৪৮ বলে ৭১ রান, জাদেজা- ৫ বলে ১০ রান, কুরান- ৬ বলে ১৮ রান, ধোনি ২ বলে ০ রানে অপরাজিত,
চেন্নাই সুপার কিংস ২০ তম ওভারে একটি চার মারে এবং একটি সিঙ্গলস রান নেয়, এরপর ডুপ্লেসি জয়ের জন্য বাকি থাকা ১ রানের জায়গায় ৪ মেরে দেন, এই সঙ্গে জয় পায় চেন্নাই
১৯ ওভারে ধোনিকে কট বিহাইন্ড দেন আম্পায়ার, ধোনি ডিআরএস নেন, দেখা যায় আউট হননি তিনি, ফলে ধোনি নতুন করে পুনর্জীবন পান
অর্ধশতরান করলেন ডুপ্লেসি, এবারের আইপিএল-এ এটাই প্রথম অর্ধশতক
১৭ ওভারের শুরুতেই জাদেজাকে হারাল চেন্নাই, ক্রুণাল পাণ্ডিয়ার বলে আউট জাদেজা, ১৬ বলে ২৮ রান করতে হবে চেন্নাইকে
ধৈর্য হারিয়ে বেশি আক্রমণাত্মক হওয়ার চেষ্টা রায়়ডুর, খেসারত দিলেন তিনি, মারমুখি মেজাজে বল চার্জ করতে গিয়ে আকাশে তুলে দিলেন, দুরন্ত ক্যাচ নিলেন রাহুল চাহার
১৫ ওভার শেষে চেন্নাই ১১৩ রান, রায়ডু ৪৫ বলে ৬৯ রানে এবং ডুপ্লেসি ৩৪ বলে ৩৮ রানে ব্যাটিং করছেন
লড়ছেন ডুপ্লেসি ও রায়ডু, ক্রিজ আঁকড়ে পড়ে রয়েছেন দুই ব্যাটসম্যান, ডুপ্লেসি ২৩ বলে ২৪ রান ও রায়ডু ২৮ বলে ৪৫ রান করে ব্যাট করছেন
৭ ওভার শেষ হলেও অর্ধশতরান পূরণ হয়নি চেন্নাইয়ের, ক্রিজে রয়েছে ডুপ্লেসি ও আম্বাতি রায়ডু
মুম্বইয়েের আঁটোসাটো বোলিং-এর সামনে মন্থর হয়ে গিয়েছে চেন্নাই-এর রান তোলার গতি, তারমধ্যে আউট হয়ে গিয়েছেন ওয়াটসন ও বিজয়
বোল্টের বলে প্রথম ওভারের ধাক্কা চেন্নাইয়ের, এলবিডবলু হয়ে প্যাভিলিয়নে ওয়াটসন
কে কার শিকার, আর কে ধরল ক্যাচ ---- রোহিত কট কুরিয়েন বল বাই চাওলা, ডিকক কট ওয়াটসন বল বাই কুরিয়েন, সূর্যকুমার যাদব কট কুরিয়েন বল বাই চাহার, সৌরভ তিওয়ারি কট ডুপ্লেসি বল বাই জাদেজা, হার্দিক পাণ্ডিয়া কট বাই ডুপ্লেসি বল বাই জাদেজা, পোলার্ড কট বিহাইন্ড ধোনি বল বাই নুঙ্গি, ক্রুণাল পাণ্ডিয়া কট বিহাইন্ড ধোনি বল বাই নুঙ্গি, প্যাটিনসন কট ডুপ্লেসি বল বাই নুঙ্গি, বোল্ট বোল্ড বাই চাহার
চেন্নাইয়ের বোলিং বিভাগ একনজরে
দীপক চাহার- ৪ ওভার, ৩২ রানে ২ উইকেট, ইকোনমিক রেট ৮, স্যাম কুরিয়েন- ৪ ওভার, ২৮ রানে ১ উইকেট, ইকোনমিক রেট ৭, নুঙ্গি- ৪ ওভার, ৩৮ রানে ৩ উইকেট, ইকোনমিক রেট ৯.৫০, পীযূষ চাওলা- ৪ ওভার, ২১ রানে ১ উইকেট, ইকোনমিক রেট ৫.২৫, জাদেজা- ৪ ওভার, ৪২ রানে ২ উইকেট, ইকোনমিক রেট ১০.৫০
একনজরে মুম্বইয়ের ইনিংস
রোহিত- ১০ বলে ১২ রান, ডিকক ২০ বলে ৩৩ রান, সূর্যকুমার যাদব ১৬ বলে ১৭ রান, সৌরভ তিওয়ারি- ৩১ বলে ৪২ রান, হার্দিক পাণ্ডিয়া ১০ বলে ১৪ রান, পোলার্ড ১৪ বলে ১৮ রান, ক্রুণাল পাণ্ডিয়া ৩ বলে ৩ রান, প্যাটিনসন ৮ বলে ১১ রান, বোল্ট- ১ বলে ১ রান, বুমরা ৩ বলে ৫ রানে অপরাজিত এবং রাহুল চাহার ৪ বলে ২ রানে অপরাজিত
১৯ ওভারে আরও একটি উইকেট হারাল মুম্বই, নুঙ্গির বলে ডুপ্লেসির হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে প্যাটিনসন, মুম্বইয়ের রান ১৯ ওভারে ১৫৬
অবশেষে খাতা খুললেন নুঙ্গি, আউট করলেন পোলার্ডকে, ১৪ বলে ১৮ রান করে ধোনির হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরলেন তিনি
আক্রমণাত্মক ব্যাটিং করে রান বাড়ানোর চেষ্টা দুই ব্যাটসম্যানের, মুম্বই দেড় শতক রানের খুব কাছে
১৪ তম ওভারের মুম্বইয়ে-র দুই ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে পাঠালেন জাদেজা, প্রথম বিধ্বংসী মেজাজে থাকা সৌরভ তিয়ারিকে আউট করেন, বাউন্ডারি লাইনে বিশ্বসেরা ক্যাচ ধরেন ডুপ্লেসি, জাদেজার বলে একইভাবে বাউন্ডারি মারতে গিয়ে আউট হার্দিক, এক্ষেত্রেও ক্যাচ ধরেন ডুপ্লেসি, সৌরভ তিওয়ারি ৩১ বলে ৪২ রান এবং হার্দিক পাণ্ডিয়া ১০ বলে ১৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন
৩১ বলে ৪২ রান করে প্যাভিলিয়নে সৌরভ তিওয়ারি, জাদেজার বলে ৬ মারার চেষ্টা, বাজপাখির মতো ছোঁ মেরে বাউন্ডারিতে স্পট জাম্প দিয়ে বিশ্বসেরা ক্যাচ ডুপ্লেসির