সংক্ষিপ্ত
এশিয়া কাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ জিতেছে ভারতীয় দল। এবার ওডিআই বিশ্বকাপের জন্য চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা।
ওডিআই বিশ্বকাপে লিগ পর্যায়ের ম্যাচ খেলার জন্য দেশের বিভিন্ন প্রান্তে যেতে হবে ভারতীয় ক্রিকেটারদের। কিন্তু তার আগেও গত কয়েক সপ্তাহে রোহিত শর্মা, বিরাট কোহলিদের দেশ-বিদেশের বিভিন্ন শহরে ঘুরে বেড়াতে হয়েছে। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে প্রস্তুতি শিবিরের পর কলম্বো থেকে পাল্লেকেলে, আবার কলম্বো, সেখান থেকে মোহালি, ইন্দোর, রাজকোট হয়ে এখন গুয়াহাটিতে ভারতীয় দল। শনিবার সেখানেই ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। এই ম্যাচে নজরে থাকবেন অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলার পর বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন অশ্বিন। ১৮ মাস পর ওডিআই ফর্ম্যাটে খেলার সুযোগ পেয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন এই অলরাউন্ডার। এবার বিশ্বকাপেও ভালো পারফরম্যান্স দেখাতে চান অশ্বিন। অক্ষর প্যাটেল চোট না পেলে এবারের বিশ্বকাপে খেলাই হত না অশ্বিনের। তাঁকে বিশ্বকাপের দলে রাখা হয়নি। কিন্তু শেষমুহূর্তে সুযোগ পেয়ে এবার নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের আস্থার মর্যাদা দিতে চান অশ্বিন।
শনিবারের প্রস্তুতি ম্যাচে অশ্বিন ছাড়াও শ্রেয়াস আইয়ার, কে এল রাহুল, জসপ্রীত বুমরার দিকেও ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন শ্রেয়াস। তিনি চোট সারিয়ে ফিট হয়ে উঠেছেন। রাহুল, বুমরাও ভালো ফর্মে আছেন। ফলে বিশ্বকাপের আগে ভারতের টিম ম্যানেজমেন্টের চিন্তা কমেছে।
দীর্ঘ বিমানযাত্রা ও টানা খেলার ধকলের জন্য শুক্রবার ভারতীয় দলের বাধ্যতামূলক অনুশীলন ছিল না। অনুশীলনে ছিলেন শুধু অশ্বিন, শুবমান গিল, ঈশান কিষান ও শার্দুল ঠাকুর। দলের বাকিরা বিশ্রাম নেন। তবে শনিবার যেহেতু প্রস্তুতি ম্যাচ, সেই কারণে সবাইকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর সুযোগ রয়েছে। ২টি প্রস্তুতি ম্যাচে দলের সবাইকে দেখে নেওয়াই ভারতের টিম ম্যানেজমেন্টের লক্ষ্য।
লন্ডন থেকে গুয়াহাটি পৌঁছতে ৩৮ ঘণ্টা বিমানযাত্রা করতে হয়েছে ইংল্যান্ডের ক্রিকেটারদের। দুবাই ও মুম্বইয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় তাঁদের। ফলে জনি বেয়ারস্টোরা ক্লান্ত। কিন্তু এরই মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলতে হচ্ছে। তবে একটাই স্বস্তি, ২ অক্টোবর নেদারল্যান্ডসের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচও গুয়াহাটিতে। ফলে আপাতত কয়েকদিন আর বিমানযাত্রা করতে হচ্ছে না ইংল্যান্ডের ক্রিকেটারদের। আইসিসি টুর্নামেন্টে গত ২ সাক্ষাৎকারেই ভারতের বিরুদ্ধে জয় পেয়েছে ইংল্যান্ড। ২০১৯ সালে নিজেদের দেশে ওডিআই বিশ্বকাপে লিগ পর্যায়ে ভারতকে হারিয়ে দেয় ইংল্যান্ড। এরপর ২০২২ সালের টি-২০ বিশ্বকাপের সেমি-ফাইনালে ভারতকে ১০ উইকেটে হারিয়ে দেন অ্যালেক্স হেলস, জশ বাটলাররা। এবারও ভারতের বিরুদ্ধে জয়ই তাঁদের লক্ষ্য।
আরও পড়ুন-
ICC Men's Cricket World Cup: প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে সহজ জয় বাংলাদেশের
ICC Men's Cricket World Cup 2023: প্রস্তুতি ম্যাচে ৩৪৫ রান করেও নিউজিল্যান্ডের কাছে হার পাকিস্তানের
Muttiah Muralitharan 800 : মুথাইয়া মুরলীধরনের বায়োপিকের প্রচারে সৌরভ গঙ্গোপাধ্যায়