সংক্ষিপ্ত
বুধবার বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে পাকিস্তানকে ৪-০ উড়িয়ে দিল ভারত। এই ম্যাচে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখলেন ভারতের কোচ ইগর স্টিম্যাচ।
ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনা বুধবার বেঙ্গালুরু কান্তিরাভা স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচেও পুরোমাত্রায় দেখা গেল। প্রথমার্ধের শেষদিকে উত্তেজনা চরমে পৌঁছয়। পাকিস্তানের আবদুল্লা ইকবালকে দ্রুত থ্রো-ইন করতে বাধা দেন ভারতের প্রধান কোচ ইগর স্টিম্যাচ। ফলে শুরু হয়ে যায় বচসা। ২ দলের ফুটবলাররা বচসায় জড়িয়ে পড়েন। ভারতের কোচকে লাল কার্ড দেখান রেফারি। পাকিস্তানের প্রধান কোচ শাহজাদ আনোয়ারকে হলুদ কার্ড দেখানো হয়। ভারতীয় দল সেই সময় ২-০ এগিয়েছিল। ফলে স্টিম্যাচের এই আচরণ করার প্রয়োজন ছিল না। তাঁর মনে হয়েছিল, ভারতের রাইট ব্যাট প্রীতম কোটালকে ফাউল করা হয়েছে। কিন্তু রেফারি ফ্রি-কিকের নির্দেশ দেননি। ফলে পাকিস্তানের ফুটবলারকে থ্রো-ইন করার ক্ষেত্রে বাধা দেওয়ার প্রয়োজন ছিল না। তবে ভারত-পাকিস্তান ম্যাচের সময় উত্তেজনাবশত অনেক কিছুই হয়। সেভাবেই হয়তো সাময়িক উত্তেজনার বশে মেজাজ হারান স্টিম্যাচ।
এদিন সারা দ্বিতীয়ার্ধ প্রধান কোচ সাইড লাইনে না থাকলেও ভারতীয় দলের কোনও সমস্যা হয়নি। ২ অর্ধে ২টি করে গোল করে পাকিস্তানকে ৪-০ উড়িয়ে দিল ভারতীয় দল। হ্যাটট্রিক করলেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। তিনি ১০ মিনিটের মাথায় পাকিস্তানের গোলকিপারের মিসকিক থেকে বল ছিনিয়ে নিয়ে নিজের ও দলের প্রথম গোল করেন। এরপর ১৬ মিনিটে পেনাল্টি থেকে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন সুনীল। ৭৩ মিনিটে ফের পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন সুনীল। ৮১ মিনিটে ব্যবধান বাড়ান উদান্তা সিং। কয়েকটি সহজ সুযোগ নষ্ট না করলে ব্যবধান বাড়াতে পারত ভারতীয় দল।
প্রথমার্ধের শেষদিকের ঘটনা দ্বিতীয়ার্ধে প্রভাব ফেলেনি। প্রথমার্ধের মতোই দ্বিতীয়ার্ধেও ভারতীয় দলেরই দাপট ছিল। বেঙ্গালুরুতে এদিন ম্যাচ চলাকালীন বৃষ্টি হচ্ছিল। ফলে তাপমাত্রা ফুটবল খেলার উপযুক্ত ছিল। বেঙ্গালুরুর আবহাওয়া এমনিতেই আরামদায়ক। তার উপর বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কমে গিয়েছিল। ফলে ভালো পারফরম্যান্স দেখান ভারতীয় ফুটবলাররা। সদ্য ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে লেবাননকে হারিয়ে দিয়েছে ভারতীয় দল। ফলে আত্মবিশ্বাস নিয়েই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন সুনীলরা। সেই আত্মবিশ্বাসের প্রতিফলন দেখা গেল সারাক্ষণ। ভারতে আসার আগে মরিশাসে খেলতে গিয়েছিল পাকিস্তান। সেখানে প্রতিটি ম্যাচেই হেরে যায় তারা। ফলে আত্মবিশ্বাস বিশেষ ছিল না। তাছাড়া ম্যাচের ঠিক আগে বেঙ্গালুরু পৌঁছয় পাকিস্তান দল। এই ঘটনাও তাদের পারফরম্যান্সে পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে। যদিও ভারতীয় দলের মান পাকিস্তানের চেয়ে অনেক ভালো। ফলে পাকিস্তানের পক্ষে অজুহাত দেওয়া সম্ভব নয়।
আরও পড়ুন-
সুনীল ছেত্রীর হ্যাটট্রিক, সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে পাকিস্তান-বধ ভারতের
Indian Football: লেবাননের বিরুদ্ধে ২-০ জয়, ইন্টারকন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন ভারত
বাবা হচ্ছেন, ভানুয়াতুর বিরুদ্ধে গোল করে দেশকে জিতিয়ে ঘোষণা সুনীলের